পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○" お জিজ্ঞাসা করিলেন, সদাপ্রভুর কোন বাক্য কি আছে ? ফিরমিয় কহিলেন, হী, আছে। তিনি আরও কহিলেন, ১৮ আপনি বালিল-রাজের হস্তে সমাপ ত হইবেন । যিরমিয় সিদিকিয় রাজাকে ইহাও কাহলেন, আপনকার বিরু দ্ব, আপনকার দাসগণের বিরুদ্ধে, কিম্ব। এই লোকদের বিরুদ্ধে আমি কি অপরাধ করিয়াছি ষে, ১৯ আপনার আমাকে কারাগারে রাখিয়াছেন ? অার যাহার। আপনাদের নিকটে এই ভাববাণী বলিত যে, বাবিল-রাজ আপনাদের কিম্ব। এই দেশের বিরুদ্ধে আসিবেন না, আপনাদের সেই ভাববাদিগণ কোথায় ? ২০ এখন, হে আমার প্রভু মহারাজ, বিনয় করি, শ্রবণ করুন ; আমি যোনাথন লেখকের বাটীতে যেন নী সরি, এই জন্ত আপনি সে স্থানে আমাকে আর পাঠাইবেন না : বিনয় করি, আমার এই বিনতি ২১ আপনকার সাক্ষাতে গ্রাহ্য হউক । তখন লোকের সিদিকিয় রাজার আজ্ঞাতে যিরমিয়কে রক্ষীদের প্রাঙ্গণে রাখিল, এবং যে পর্য্যন্ত নগরের সমস্ত রুটী শেষ না হইল, সে পৰ্য্যন্ত প্রতিদিন রুটী-ওয়ালাদের পল্লী হইতে এক একখান রুটী লইয়া তাহাকে দেওয়া যাহত । এই প্রকারে ফিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থাকলেন । ৩৮ _স্থার মজুনের পুত্র শফটিয়, পশহরের পুত্ৰ গদালয়, শোলমিয়ের পুত্র যেইখল ও মস্কিরের পুত্র পশহর শুনিল, যে সমস্ত লোকের নিকটে যির২ মিয় এই সকল বাক্য বললেন, যথা, সদাপ্ৰভু এই কথা কহেন, যে কেহ এই নগরে থাকিবে, সে খড়েগ, দুভিক্ষ ও মহামারীতে মারা পড়িবে ; কিন্তু যে কেহ বাহির হইয়। কলদীয়দের নিকটে যাইবে, সে বাচিবে, লুটদ্রব্যের ন্তায় আপন প্রাণ লাভ করিয়৷ ৩ বাচিবে। সদাপ্রভু এই কথা কহেন, এই নগর অবস্থা বাবিল-রাজের সৈন্তগণের হস্তে সমৰ্পিত হইবে, ও সে ৪ ইহা হস্তগত করিবে। তখন অধ্যক্ষগণ রাজাকে কহিলেন, এ ব্যক্তির প্রাণদণ্ড করিতে আজ্ঞা হউক, কেননা এ লোকদের কাছে এই প্রকার কথা বলিয়। এই নগরে অবশিষ্ট যোদ্ধাদের হস্ত ও প্রজী সকলের হস্ত দুর্ববল করিতেছে ; কারণ এ ব্যক্তি এই জাতির মঙ্গল চেষ্ট। ৫ করে না, কেবল অমঙ্গল চেষ্টা করে । সিদিকিয় রাজ কহিলেন, দেখ, সে তোমাদেরই হস্তে আছে ; কারণ তোমাদের বিরুদ্ধে রাজার কিছু করিবার সাধ্য নাই । ৬ তখন তাহীর যির ময়কে ধরিয়া রক্ষীদের প্রাঙ্গণে স্থিত রাজপুত্র মল্কি-য়র কূপমধ্যে ফেলিয়া দিল, রজুতে করিয়৷ যিরiময়কে নাম।ইয়া দিল ; সেই কুপে জল ছিল না, কিন্তু পঙ্ক ছিল, এবং ফিরমিয় পঙ্কে মগ্নপ্রায় হচলেন । ৭ ইতিমধ্যে রাজবাটীস্থিত এবদ-মেলক নামে এক জন কুশীয় নপুংসক শুনতে পাইল যে, যির ময়কে কূপে ফেলিয়া দেওয়া হইয়াছে ; তখন রাজা বিদ্যমীনের ৮ দ্বারে বসিয়া ছিলেন । এবদ-মেলক রাজবাটী হইতে >vー○b”; ミ・l ] ফিরমিয় । や 8 ● ৯ বাহিরে গিয়া রাজীকে কহিল, হে আমার প্রভু মহারাজ, এই লোকের ফিরমিয় ভাববাদীর প্রতি যাই। যাহা করিয়াছেন, সমস্তই মন্দ ব্যবহার করিয়াছেন : তাহাকে কূপে ফেলিয়া দিয়াছেন ; তিনি সে স্থানে ক্ষুধায় মৃত প্রায় হইয়াছেন, কেননা নগরে তার রুটী ১• নাই। তপন রাজা কুশীয় এবদ মেলককে তাজ্ঞা করিলেন, তুমি এই স্থান হইতে ত্রিশ জন পুরুষকে সঙ্গে লক্ট য়। গিয়৷ যির ময় ভাববাদী ন৷ মরিতে মরিতে ১১ তাহাকে কূপ হইতে উত্তোলন কর। তখন এবদ-মেলক সেই লোকদিগকে সঙ্গে লইয়। রাজবাটীতে গিয়। ভাণ্ডারের নীচস্থান হইতে কতকগুলিন জীর্ণ বস্ত্র ও পুরাতন জীর্ণ নেকড় লইয়। রজ্জ্ব দ্বারা কূপে যির১২ মিয়ের কাছে নামাইয়। দিল। আর কুশীয় এবদ-মেলক যিরমিয়কে কহিল, এই জীর্ণ বস্ত ও জীর্ণ নেকড়াগুল। ১৩ আপনার বগলে রজ্জর নীচে দিডন। ফিরমিয় তাহ। করিলেন। আর উহার ঐ বুজু ধরিয়া টানিয়া কূপ হইতে তাহাকে তুলিল এবং ধিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থাকলেন । পরে সিদিকিয় রাজা লোক পঠাইয়। ফিরমিয় ভাববাদীকে সদাপ্রভুর গৃহের তৃতীয় প্রবেশ স্থানে আপনার নিকটে আনাইলেন ; আর রাজা যিরমিয়কে কহিলেন, আমি আপনাকে একটী কথা জিজ্ঞাসা করি, তামার কাছে কিছুই গোপন করবেন না। ১৫ ফিরমিয় সিদিকিয়কে কহিলেন, আমি যদি আপনাকে তাহা জানাই, তবে আপনি কি আমাকে নিশ্চয়ই বধ করিবেন না ? আর আমি যদি আপনাকে পরামর্শ দিই, আপনি আমার কথায় কর্ণপাত করিবেন না । সিদিকিয় রাজা গোপনে ফিরমিয়ের কাছে শপথ করিয়া কহিলেন, আমাদের এই জীবাত্মার নিৰ্ম্মণত জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি আপনাকে বধ করিব না, এবং আপনার প্রাণনাশীর্থে সচেষ্ট এই লোকদের হস্তে আপনাকে সমপণ করিব না । তখন ফিরমিয় সিদিকিয়কে কহিলেন, সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি যদি বাহির হইয়া বাবিল-রাজের প্রধানবর্গের নিকটে যাও, তবে তোমার প্রাণ বাচিবে, এই নগরও আগুনে পোড়াইয় দেওয়া হইবে না, এবং তুমি ১৮ বঁচিবে, তুমি ও তোমার পরিবার । কিন্তু যদি বাবিল-রাজের প্রধানবর্গের নিকটে না যাও, তবে এই নগর কল্দীয়দের হস্তে সমৰ্পিত হইবে, এবং তাহার। ইহ আগুনে পোড়াইয়া দিবে, আর তুমিও ১৯ তাহীদের হস্ত হইতে উত্তীর্ণ হইবে না । সিদিকিয় রাজা ফিরমিয়কে কহিলেন, যে যিহুদীরা কলদীয়দের পক্ষে গিয়াছে, তাহাদিগকে আমি ভয় করি ; কি জানি, আমি তাহীদের হস্তে সমপিত হইব, আর ২• তাহার। আমার অপমান করিবে। যিরমিয় কহিলেন, আপনি সমাপত হইবেন না ; বিনয় করি, আমি আপনাকে যাহ। বলি, সে বিষয়ে আপনি সদাপ্রভুর X 3 るも ጏ ዓ 647