পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ : ১৩—৪৪ ঃ ১ ] ১৩ দিগকে প্রত্যাগমন করাইবে । কিন্তু যদি তোমরা বল, আমরা এ দেশে বাস করিব না, এইরূপে যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান না করিয়া ১৪ বল, “না, আমরা মিসর দেশে যাইব, সেই স্থানে যুদ্ধ দেখিতে, তুরীবাদ্য শ্রবণ করিতে ও খাদ্যভাবে ক্ষুধাভোগ করিতে হইবে না, আর তামরা তথায় বাস ১৫ করিব, তবে এখন, হে যিহুদার অবশিষ্ট লোক সকল, তামরা সদাপ্রভুর বাক্য শুন ; বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথ। কহেন, তোমরা যদি মিসরে প্রবেশ করিতে নিতান্তই উন্মুখ হও, ও সেখানে ১৬ প্রবাস করিতে যাও, তাহ হইলে যে খড়েগর ভয় করতেছ, তাহা মিসর দেশেই তোমাদের লাগাইল পাইবে, তার যে দুর্ভিক্ষে ব্যাকুল হইতেছ, তাই মিসর দেশে তোমাদের অনুবত্তী হইবে, তাহাতে তোমরা সেখানে ১৭ মরিবে । যে সকল লোক মিসরে প্রবাস করিতে যাইবার জন্ত উন্মুখ হইয়াছে, তাহদের এই গতি হইবে, তাহারা খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বার মারা পড়িবে : তামি তাহদের প্রতি যে তামঙ্গল ঘটাইব, তাহ হইতে তাহদের মধ্যে কেহই উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত হইবে ১৮ না। কেননা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, যিরশালেম-নিবাসীদের উপরে যেমন আমার ক্রোধ ও কোপ ঢাল গিয়াছে, তোমরা মিসরে গমন করিলে তোমাদের উপরে তেমনি আমার কোপ ঢাল যাইবে, তোমরা অভিসম্পাত, বিস্ময়, শাপ ও টিটুকরির পাত্র হইবে ; এই স্থান আর কখনও ১৯ দেখিতে পাইবে না। হে যিহুদার অবশিষ্ট লোক সকল, সদাপ্রভু তোমাদিগকে বলিয়াছেন, তোমরা মিসরে প্রবেশ করিও না ; নিশ্চয় জানিও, আমি অদ্য ২০ তোমাদিগকে এই সাক্ষ্য দিলাম। বস্তুতঃ তোমরা আপনাদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করিয়াছ,কেননা তোমর। আমাকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রেরণ করিয়াছিলে, বলিয়ছিলে, “তুমি আমাদের নিমিত্তে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, তাহাতে আমাদের ঈশ্বর সদাপ্রভু যাহা যাহা বলবেন, তদনুসারে তুমি আমাদিগকে জনাইবে, আমরা তাহ। করিব। আর অদ্য আমি তোম। দগকে তাহ জানাইলাম ; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে সকল বিযয়ের জন্ত আমাকে তোমাদের কাছে পাঠাইয়াছেন, তাহার কোন বিষয়ে তোমরা তাহার রবে অবধান ২২ করিলে না। অতএব এখন নিশ্চয় জানিও, তোমরা যে স্থানে প্রবাস করণাথে যাইতে বাঞ্ছা করিতেছ, সে স্থানে খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বার। মারা পড়িবে। 8○ যিরমিয় যখন সকল লোকের কাছে তাহদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত বাক্য — যে সকল বাক্য বলিবার জন্ত তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাকে তাহীদের কাছে প্রেরণ করিয়া।ছলেন, সেচ সকল বাক্য – ২ সাঙ্গ করলেন, তখন হোশায়য়ের পুত্র অসরিয় ও

  • 3

করেহের পুত্ৰ যোহানন, এবং গার্বত লোকেরা সকলে | ফিরমিয় । ぐり@ > fযরমিয়কে কহিল, তুমি মিথ্যা বলিতেছ ; মিসরে প্রবাস করিতে যাইও না, এই কথা বলিতে আমাদের ৩ ঈশ্বর সদাপ্রভু তোমাকে পাঠান নাই। কিন্তু নেরিয়ের পুত্র বান্ধক আমাদের বিরুদ্ধে তোমাকে প্রবর্তন করিয়াছে, আমাদিগকে কল্দীয়দের হস্তে সমর্পণ করিবার জন্তই তাহা করিয়াছে, যেন তাহারা আমাদিগকে বধ ৪ করে, কিম্ব। বন্দি করিয়া বাবিলে লইয়া যায়। এইরূপে কারেহের পুত্র যোহনন এবং সেনাপতিরা সকলে ও সমস্ত লোক যিহ্ৰদ। দেশে বাস করিবার সম্বন্ধে সদাe প্রভুর রবে অবধান করিল না। কিন্তু করেহের পুত্র যোহানন এবং সেনাপতির সকলে যিহুদার সমস্ত অবশিষ্টাংশকে লইল – অথাৎ জাতিগণের মধ্যে ছিন্নভন্ন হইলে পর তাহদের নিকট হইতে যিহ্ৰদ। দেশে প্রবাস ৬ করণার্থে যাহার। ফিরিয়া আসিয়াছিল, সেই পুরুষ, স্ত্রী ও বালক বালিকা সকলকে, এবং রাজকুমারগণকে, ও যে সকল লোককে নবুযরদন রক্ষক-সেনাপতি শাফনের পৌত্র অহৗকামের পুত্র গদলিয়ের কাছে রাখিয়া গিয়াছিলেন, তাহাদিগকে, এবং যিয়মিয় ভাববাদীকে ৭ ও নেরিয়ের পুত্র বারূককে লইল—এবং মিসর দেশে প্রবেশ করিল ; কারণ তাহার। সদাপ্রভুর রবে অবধান করিল না। তাহারা তফল হুষ পৰ্য্যন্ত গেল । মিসরস্থ যিহুদীদের প্রতি ঈশ্বরীয় বাণী। ৮ পরে তফনহেষে ফিরমিয়ের নিকট সদাপ্রভুর এই ৯ বাক্য উপস্থিত হইল, তোমার হাতে খানকতক বড় বড় পাথর লইয়। তফনহেযে ফরেীণের বাটীর প্রবেশস্থানে যে ইটের গাথনি আছে, তাহার সুরকীর মধ্যে ১০ যিহুদীদের সাক্ষাতে ঐ প্রস্তরগুল লুকাইয়া রাখ, আর তাহাদিগকে বল, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কতেন, দেখ, আমি আদেশ প্রেরণ করিয়া আপন দাস বাবল রাজ নবুখদরিৎসরকে লইয়া আসিব, এবং এই যে সকল প্রস্তর লুকাইয়া রাখলাম, ইহার উপরে তাহার সিংহাসন স্থাপন করব, আর সে ইহার উপরে আপনার রাজকীয় চন্দ্ৰাতপ বিস্তার করিবে । সে আসিয়া মিসর দেশে আঘাত করিবে, মৃত্যুর পাত্রকে মৃত্যুতে, বন্দত্বের পাত্রকে বন্দিহে, ও খড়েগর পাত্রকে খড়েগ সমপণ কfরবে। আর আমি মিসরস্থ দেবালয়-সমূহে আগুন লাগাইব, ফলতঃ সে দেবগণের কতকগুলিকে পোড়াইয় দিবে, ও কতকগুলিকে বান্দ করিয়া লইয়। যাহবে , এবং মেষপালক যেমন আপন গাত্রে বস্ত্র জড়ায়, তদ্রুপ সে এই মিসর দেশ দ্বারা আপনাকে সজ্জিত কfর-ব ; এবং সে এই ১৩ স্থান হইতে শান্তিতে প্রস্থান করবে। আর সে মিসর দেশীয় হুয্যপুরার স্তম্ভ সকল ভাঙ্গিয় ফেলবে, ও মিসরস্থ দেবালয় সকল আগুনে পোড়াইয়া দিবে। 88 মিসর দেশে বাসকারী, মিগদোলে, তফনহেযে, নোফে ও পথেয প্রদেশে বাসকারী যিহুদীদের বিষয়ে যিরমিয়ের নিকটে এই বাক্য উপস্থিত হইল, 32 ১২ 651