পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も● * ২ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, যিরশালেমের উপরে ও যিহুদার সমুদয় নগরের উপরে আমি যে সমস্ত অমঙ্গল উপস্থিত করিয়াছি, তাহ। তোমরা দেখিয়াছ ; দেখ, তাজ সে সকল উৎসন্ন স্থান ৩ আছে, তথায় কেহ বাস করে না ; ইহার কারণ লোকদের দুষ্টত, যাহা আমাকে অসন্তুষ্ট করণার্থে তাহার করিত, তাহদের, তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের অপরিচিত অন্ত দেবগণের সেবা করণার্থে তাহার। তাহদের উদ্দেশে ধূপদাহ করিতে গমন করিত। ৪ তথাপি আমি আমার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের নিকটে পাঠাইতাম,প্রত্যুষে উঠিয়া পঠাইয়৷ বলিতাম, আহ, তোমরা তামার ঘুণিত এই জঘন্ত ৫ কাৰ্য্য করিও না । কিন্তু তাহারা অবধান করিত না, এবং আপন আপন ভুঞ্চিয় হইতে ফিরিবার নিমিত্ত, অন্ত দেবগণের উদেশে আর ধূপ ন জ্বলাইবার ৬ নিমিত্ত, কর্ণপাত করিত না । এই জন্ত আমার কোপ ও ক্রোধ বর্ষিত হইল, যিছুদার নগরে নগরে ও যিরশালেমের পথে পথে জ্বলিয়া উঠিল, তাহাতে সে সকল অদ্য যেমন রহিয়ছে, তেমনি উৎসন্ন ও ধ্বলিত ৭ হইয়াছে । অতএব এখন সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা কেন আপন আপন প্রাণের বিরুদ্ধে মহাপাপ করিতেছ ? এ কাৰ্য্যে ত আপনাদের সম্পকীয় পুরুষ, স্ত্রী, বালক ও স্তম্ভপায়ী শিশুদিগকে যিহদার মধ্য হইতে উচ্ছিন্ন করিবে, আপনাদের কাহাকেও অবশিষ্ট রাপিবে না। ৮ তোমরা এই ষে মিসর দেশে প্রবাসার্থে আসিয়াছ, এখানে অন্ত দেবগণের উদ্দেশে ধূপদাহ করিয়া কেন আপনাদের হস্তকৃত কৰ্ম্ম দ্বারা আমাকে তাসন্তুষ্ট করিতেছ ? তোমরা উচ্ছিন্ন হইবে, এবং পৃথিবীন্থ সমুদয় জাতির মধ্য শাপের ও টিটুকারির পাত্র হইবে। ৯ তোমাদের পিতৃপুরুষদের দুস্কিয়, যিহুদার রাজাদের ভুঞ্চিয়, তাহদের স্ত্রীগণের ভুঞ্চিয়, তোমাদের নিজেদের ভুঞ্চির ও তোমাদের স্ত্রীগণের ভুঞ্চিয়, যাহ। যিহ্রদ দেশে ও যিরশালেমের পথে পথে করা হইত, সে সমস্ত ১• কি ভুলিয়। গিয়াছ ? এই লোকের অদ্য পর্যন্ত চুর্ণমন হয় নাই, ভয়ও করে নাই, এবং তামি আপনার যে ব্যবস্থা ও বিধিকলাপ তোমাদের সম্মুখে ও তোমাদের পিতৃপুরুষদের সম্মুখে রাখিয়াছি, ইহার তদনুসারে আচরণ করে নাই । এই জন্ত বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি তোমাদের অমঙ্গল করিতে ও সমস্ত যিহুদাকে উচ্ছিন্ন করিতে উন্মুখ হই১২ লাম। আর আমি যিহূদীর অবশিষ্টাংশকে, অর্থাৎ যাহার মিসর দেশে প্রবাস করিতে যাইবার জন্তু উন্মুগ হইয়াছে, তাহাদিগকে ধরিব ; তাহার। সকলে বিনষ্ট হইবে, মিসর দেশেই পতিত হইবে ; তাহার খড়গ ও দুভিক্ষ দ্বারা বিনষ্ট হইবে ; ক্ষুদ্র ও মহান সকলে খড়গ ও দুর্ভিক্ষে মারা পড়িবে, এবং অভি SS বিরমিয়। [ 8 8 ; २ - २8 t সম্পাত, বিস্ময়, শাপ ও টিটুকরির পাত্র হইবে। ১৩ আমি যেমন খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বার যিরাশালেমকে দণ্ড দিয়াছি, তদ্রুপ মিসর দেশ-নিবাসী দিগকে ১৪ দণ্ড দিব ; তাহাতে যিছুদার যে অবশিষ্ট লোক মিসরে প্রবাস করিতে আসিয়াছে, তাহদের মধ্যে কেহ উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত হইবে না ; সেই যিহ্রদ। দেশে ফিরিয়া যাইতে পারবে না, যেখানে বাস করিবার জন্ত ফিরিয়া যাইতে বাঞ্ছা করিতেছে ; কতকগুলি পলাতক ভিন্ন আর কেহ ফিরিয়া যাইবে না । তখন যে সকল পুরুষ জ্ঞাত ছিল যে, তাহীদের স্ত্রীরা তান্ত দেবগণের উদ্দেশে ধুপ জ্বালাইয়াছে, তাহার এবং নিকটে দণ্ডায়মান সমস্ত স্ত্রীলোক, এক মহাসমাজ, অর্থাৎ মিসরের পথেষ প্রদেশে বাসকারী সমস্ত লোক ১৬ যিরমিয়কে উত্তর দিয়া কহিল, তুমি সঙ্গাপ্রভুর নামে আমাদিগকে যে কথা বলিয়াছ, তোমার সে কথা ১৭ আমরা শুনিব না ; কিন্তু আমাদেরই মুখনিৰ্গত সমস্ত বাক্যানুরূপ কাৰ্য্য করিবই করিব, আক শরণীর উদ্দেশে ধূপ জ্বালাইব ও পেয় নৈবেদ্য ঢালিব ; তামরা ও আমাদের পিতৃপুরুষগণ, আমাদের রাজগণ ও আমাদের অধ্যক্ষগণ যিহদার নগরে নগরে ও যিরশালেমের পথে পথে তাহাই করিতাম, তার তৎকালে আমরা ভক্ষা দ্রব্যে তৃপ্ত হইতাম, এবং সুখে ছিলাম, কোন ১৮ অমঙ্গল দেখিতাম না। কিন্তু যে অবধি আমরা আকাশরাণীর উদেশে ধূপ জ্বালান ও পেয় নৈবেদ্য ঢাল। ছাড়িয়া দিয়াছি, সে অবধি আমাদের সমস্ত বস্তুর অভাব হইতেছে, এবং আমরা খড়গ ও দুর্ভিক্ষ দ্বার ১৯ বিনষ্ট হইতেছি । তার তাiমরা যখন তাক শরাণীর উদ্দেশে ধূপ জ্বালাইতাম ও পেয় নৈবেদ্য ঢালিতাম, তখন কি আপন আপন স্বামী ব্যতিরেকে তাহার পুজার জন্ত পুপ প্রস্তুত করিতাম, ও তাহার উদ্বেশে পেয় নৈবেদ্য ঢালিতাম ? পরে ফিরমিয় সমস্ত লোককে, পুরুষ কি স্ত্রী যত লোক সেই উত্তর দিয়াছিল, সেই সমস্ত লোককে এই ২১ কথা কহিলেন, যিহুদার নগরে নগরে ও ফিরশালেমের পথে পথে তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণ, তোমাদের রাজগণ ও অধ্যক্ষগণ, এবং জনপদস্থ প্রজাগণ ষে ধূপদাহ করিতে, সদাপ্রভু কি সেই ধূপদাহ স্মরণ করেন ২২ নাই, তাহ কি তাহার মনে গড়ে নাই ? সদাপ্রভু তোমাদের আচারের দুষ্টতা ও তোমাদের কৃত ঘৃণাই ক্রিয় প্রযুক্ত আর সহ করিতে পারিলেন না, এই জন্ত তোমাদের দেশ অদ্য যেমন রহিয়াছে, তেমনি উৎসন্ন, ২৩ বিস্ময়জনক, শাপগ্ৰস্ত ও নিবাসি-বিহীন হইল। তোমরা ধূপদাহ করিয়াছ, সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছ, সদাপ্রভুর রবে অবধান কর নাই, এবং তাহার ব্যবস্থা, বিধি ও সাক্ষ্যানুসারে চল নাই, তজ্জন্তই অদ্য যেমন রহিয়াছে, তেমনি তোমাদের প্রতি এই অমঙ্গল ঘটিয়াছে। যিরমিয় সমস্ত পুরুষলোককে এবং সমস্ত স্ত্রী )● ২• 있8 652 magur.- ***