পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 8 ; २¢ - 8 ७ ; २२ । ] লোককে আরও কহিলেন,হে মিসর দেশস্থ সমস্ত যিহুদী, Re তোমরা সদাপ্রভুর বাক্য শুন ; বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা ও তেমাদের স্ত্রীর মুখে যাহা বলিয়াছ, হস্ত দ্বারা তাহ সম্পন্ন করিয়াছ, তোমরা বলিয়াছ, “ আমরা তাকাশরাণীর উদ্দেশে ধূপদাহ করিবার ও পেয় নৈবেদ্য ঢালিবার যে মানত করিয়াছি, তাহ অবস্ত সিদ্ধ করিব : ভাল, তোমাদের মানত অটল কর, তোমাদের মানত সিদ্ধ ২৬ কর। অতএব, হে মিসর দেশনিবাসী সমস্ত যিহদী, সদাপ্রভুর বাক্য শুন ; সদাপ্রভু কহেন, দেখ, আমি আপন মহানামে শপথ করিয়াছি, ‘জীবন্ত প্রভু সদtপ্রভুর দিব্য, এই কথা বলিয়া মিসর দেশস্থ কোন ২৭ যিহুদী আমার নাম আর মুখে আনিবে না । দেখ, আমি তাহাদের অমঙ্গলের নিমিত্ত জাগরূক, মঙ্গলের নিমিত্ত নয় ; তাহাতে মিসর দেশস্থ সমস্ত যিহদার লোক খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা নিঃশেষে বিনষ্ট ২৮ হইবে । খড়গ হইতে উত্তীর্ণ অতি অল্প লোক মিসর দেশ হইতে যিহুদ। দেশে ফিরিয়া যাইবে ; ইহাতে যিহুদার অবশিষ্ট সমস্ত লোক, যাহারা মিসর দেশে প্রবাস করণার্থে এখানে আসিয়াছে, তাহার। জানিতে পাব্লিবে যে, কাহার বাক্য অটল থাকবে, আমার কি ২৯ তাহদের । সদাপ্রভু কহেন, তোমাদের কাছে ইহাই চিহ্ন হইবে যে, অtাম এই স্থানে তোমাদিগকে প্রতিফল দিব, যেন তোমরা জানিতে পার যে, তোমাদের বিরুদ্ধ তামার বাক্য অবশ্য অটল থাকিবে, অমঙ্গলের ৩• নিমিত্ত । সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যেমন যিহুদা-রাজ সিদিকিয়কে তাহার প্রাণনাশে সচেষ্ট শত্রু বাবিল-রাজ নবুখদরিৎসরের হস্তে সমর্পণ করিরছি, তেমনি মিসর-র:জ ফরেণ-হস্ক্রণকেও তাহার শক্ৰদের হস্তে,যাহার। তাহার প্রাণনাশে সচেষ্ট্ৰ,তাহাদ্বেল্প হস্তে সমর্পণ করিব। বারককে আশ্বাস প্রদান । 8(。 যোশিয়ের পুত্ৰ যিহুদা-রাজ যিহেীয়াকমের চতুর্থ বৎসরে যখন নেরিয়ের পুত্র বারক এই সমস্ত কথা ফিরমিয়ের মুখে শুনিয়া পুস্তকে লিখিলেন, তখন যিরমিয় ভাববাদী তাহাকে এই কথা কহিলেন, ২ হে বারূক, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তোমার বিষয়ে ও এই কথা কহেন, তুমি বলিয়াছ, হায় হয়, ধিক আমাকে ! কেননা সদাপ্রভু আমার ব্যথার উপরে দুঃখ যোগ করিয়াছেন ; আমি কোকাইতে কেকাইতে ও শ্রান্ত হইয়াছি, কিছুমাত্র বিশ্রাম পাইতেছি না। তুমি তাহাকে এই কথা বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যাহ। গাখিয়াছি, তাহ। আমি ভাঙ্গিয়৷ ফেলিব ; যাহা রোপণ করিয়াছি, তাহ আমি উৎপাটন করিব ; আর এই সমগ্র দেশে উহা করিব । ৪ তবে তুমি কি আপনার জন্ত মহৎ মহৎ বিষয় চেষ্ট৷ ফিরমিয় । や @ ○ করিবে ? সে চেষ্টা করিও না ; কেননা দেগ, আমি সমস্ত মৰ্ত্তোর প্রতি অমঙ্গল ঘটাউব, ইহ সদাপ্ৰভু কহেন ; কিন্তু তুমি যে সকল স্থানে যাবে, সে সকল স্থানে লুট-দ্রব্যের স্তায় তোমার প্রাণ তোমাকে দিৰ । জাতিগণের বিষয়ে নানা ভাববাণী । মিসরের বিষয়ে ভাববাণী । 8○ জাতিগণের বিষয়ে ফিরমিয় ভাববাদীর নিকটে সদাপ্রভুর যে বাক্য উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত । - ২ মিসরের বিষয়। যেশিয়ের পুত্ৰ যিহুদী-রাজ যিহোয়াকমের চতুর্থ বৎসর বাবিল-রাজ নবুর্গদূরিৎসর মিসর-রাজ ফরেণ-নগোর যে সৈন্তসমন্তকে পরাজয় করিলেন, ফরৎ নদীর তীরস্থ ককমীশে উপস্থিত সেই সৈন্ত সামন্ত বিষয়ক কথা । ৩ তোমরা চৰ্ম্মঢাল ও ফলক প্রস্তুত কর, এবং যুদ্ধ ৪ করণার্থে নিকটে তাইস । অশ্বগণকে সজ্জিত কর, হে অশ্বারোহিগণ, অশ্বারোহণ কর, এবং শিরস্ত্রণ পরিয়া সম্মুখে দাড়াও, বড়শী চক্চকে কর, বৰ্ম্ম পরি৫ ধান কর । আমি কি জন্ত ইহ দেখিয়াছি ? তাহার। উদ্বিগ্ন হইয়। পৃষ্ঠ ফিরাইতেছে, তাহদের বীরগণ চূর্ণ হইতেছে, তাড়াতাড়ি গলায়ন করিতেছে, ফিরিয়৷ চাহে ৬ না ; চারিদিকে ভয়, ইহ সদাপ্রভু কহেন। দ্রুতগামী লোককে পলায়ন করিতে দিও না, বীরকে পার পাইতে দিও না ; উত্তরদিকে ফরৎ নদীর নিকটে ৭ তাহার। উছাট খাইয়। পড়িয়ছে । ঐ কে, যে নীল নদের দ্যায় উঠিয়। আসিতেছে, নদীসমূহের দ্যয় জল৮ রাশি আস্ফালিত করিতেছে ? মিসর নীল নদের দ্যায় উঠিয়া আসিতেছে, নদীসমূহের দ্যায় জলরাশি তাম্ফালিত করিতেছে ; আর সে বলে, আমি উথলিয়া উদ্ভিব, ভূতল আপ্লাবন করিব, আমি নগর ও তন্নিবাসীদিগকে ৯ বিনষ্ট করিব। হে অশ্বগণ, উঠয় যাও ; হে রুখ সকল, উন্মত্তর ন্তায় হও বীরগণ, ঢাল ধারী কুশ ও পূট, এবং ধনুৰ্দ্ধর ও ধনুকে চাড়াদায়ী লুদীয়গণ বহির্গত ১• হউক। এ প্রভুর, বাহিনীগণের সদাপ্রভুর দিন, তাহার বিপক্ষদিগকে প্রতিফল দিবার জন্ত প্রতিশোধের দিন : খড়গ গ্রাস করিয়া তৃপ্ত হইবে, তাহদের রক্তপানে পরিতৃপ্ত হইবে, কেননা উত্তরদেশে ফরৎ নদীর নিকটে প্রভুর, বাহিনীগণের সদাপ্রভুর, এক যজ্ঞ হইতেছে। ১১ হে অনুঢ়ে মিসর-কষ্ঠে, তুমি গিলিয়দে উঠিয়া যাও, তরুদার গ্রহণ কর; তুমি বৃথাই অনেক ঔষধ ব্যবহার ১২ করিতেছ ; তোমার পটী নাই। জাতিগণ তোমার অপমানের কথা শুনিয়ছে, তোমার কাতরোক্তিতে পৃথিবী পরিপূর্ণ হইতেছে, কেনন। বীর বীরে উছোট থাইয়াছে, তাহার উভয়ে একসঙ্গে পতিত হইল । 653