পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

પગ તાર ૭ ৪• পরিহাস-পাত্র ও ভয়স্থান হইবে । কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখ, ঐ ব্যক্তি ঈগলের স্থায় উড়িয়। আসিবে, এবং মোয়াবের উপরে আপন পক্ষ বিস্তার ৪১ করিবে । নগর সকল পরহস্তগত, দুর্গ সকল অধিকৃত হইল : সেই দিন মোয়াবের বীরগণের চিত্ত প্রসব৪২ বেদনাতুর স্ত্রীর চিত্তের সমান হইবে । মোয়াব লুপ্ত হইল, আর জাতি থাকিবে না, কেনন। সে সদাপ্রভুর ৪৩ বিরুদ্ধে বড়াই করিয়াছে। সদাপ্রভু কহেন,হে মোয়াবনিবাসিন, ত্রাস, খাত ও ফাদ তোমার উপরে আসি৪৪ য়াছে। যে কেহ ত্ৰাস প্রযুক্ত পলাইয়। যাইবে, সে খাতে পড়িবে ; যে কেহ খাত হইতে উঠিয়া আসিবে, সে ফাঁদে ধরা পড়িবে ; কেননা আমি তাহার উপরে, মোয়াবের উপরে, প্রতিফুল-দানের বৎসর আনিব, ইহা সদাপ্রভু কহেন। ৪৫ fহশবোনের ছায়াতলে পলাতকের শক্তিহীন হইয়৷ দাড়াইয়া আছে, কারণ হিশবোন হইতে অগ্নি ও সীহেনের মধ্য হইতে অগ্নিশিখ নির্গত হইয়াছে, আর মোয়াবের পাশ্ব ও কলহকারীদের মস্তকের তালু ৪৬ গ্রাস করিয়াছে। হে মোয়াব, ধিক্ তোমাকে কমোশের প্রজ। লোক বিনষ্ট হইল, কারণ তোমার পুত্রগণ বন্দি হইল, তোমার কস্তাগণ বন্দিত্ব-স্থানে নীত হইল । ৪৭ কিন্তু শেষকালে আমি মোয়াবের বন্দিত্ব ফিরাইব, ইহ সদাপ্রভু কহেন । মেয়াবের বিচারের কথ। এই গৰ্য্যন্ত । অন্মোন প্রভৃতি নানা জাতিবিষয়ক ভাববাণী । 3N অন্মোন-সন্তানগণের বিষয়। সদাপ্রভু এই কথা কহুেন, ইস্রায়েলের কি পুত্ৰ নাই ? তাহার উত্তরাধিকারী কি কেহ নাই ? তবে মিলকম কেন গাদের ভূমি অধিকার করে, ও তাহার প্রজার উহার ২ নগরসমূহে বাস করে ? এই জন্ত সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় তাtiসতেছে, যে সময়ে আমি অন্মোনসন্তানদের রকব। [ নগরে ] যুদ্ধের সিংহনাদ শুনাচব ; তখন তাহ ধ্বংসস্থানীয় ঢিবি হইবে, এবং তাহার কস্তাগণ অগ্নিতে দগ্ধ হইবে ; তৎকালে ইস্রায়েল আপনার অধিকার-গ্রাসকারীiদগকে অধিকারচু্যত ৩ করবে, ইহ সদাপ্রভু কহেন। হে হিশবোন, ইহাকার কর, কেননা অয় বিনষ্ট হইল ; হে রকবার কস্তাগণ, ক্ৰন্দন কর, চট পরিধান কর, বিলাপ কর, প্রাচীর সকলের মধ্যে দেড়দৌড় কর, কেননা মিলুকম নিববাদt:থ গমন করবে, তাহার যাজকগণ ও ৪ অধ্যক্ষগণ একসঙ্গে যাইবে। হে বিপথগামিন কন্তে, তুমি কেন আপন তলভূমি সকলের শ্লাঘা করিতেছ ? তোমার তলভূমি বিলীন হইবে । আয় স্বধনে বিশ্বাসকারিণি, তুমি কেন বলিতেছ, আমার বিরুদ্ধে কে ও আসিবে ? প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা ফিরমিয় । [8レ; 8・ー8> ; >ッ1 কহেন, দেখ, আমি তোমার চারিদিকের সকলের হইতে তোমার প্রতি ত্রাস উপস্থিত করিব ; তোমরা প্রত্যেকে আপন আপন সম্মুখস্থ পথে বিতাড়িত হুইবে, ৬ কেহ পরিভ্রান্তকে সংগ্ৰহ করিবে না। তথাপি পরে আমি অন্মোন-সন্তানদের বন্দিত্ব ফিরাইব, ইহ সদাপ্রভু কহেন। ৭ ইদোমের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কছেন, তৈমন কি আর প্রজ্ঞ। নাই ? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণার লোপ হইয়াছে ? তাহদের জ্ঞান ৮ কি অন্তৰ্হিত হইয়াছে ? হে দদান-নিবাসিগণ, তোমরা পলায়ন কর, মুখ ফিরাও, গভীরে গিয়া বাস কর, কেনন। আমি এষের উপরে তাহার বিপদ, তাহাকে ৯ প্রতিফল দিবার সময় উপস্থিত করিব । যদি দ্রাক্ষাসঞ্চয়কারিগণ তোমার নিকটে আইসে, তাহারী কিছু ফল অবশিষ্ট রাখবে না ; যদি রাত্রিকালে চোর আইসে, তাহার। যথেষ্ট পাওয়৷ পৰ্য্যন্ত ক্ষতি করিবে । ১০ বস্তুতঃ তাtiম এষোঁকে বস্ত্রহীন করিয়াছি, তাহার গুপ্ত স্থান সকল অনাবৃত করিয়াছি, সে কোন প্রকারে লুকাইয় থাকতে পরিবে না , তাহার বংশ, ভ্রাতৃগণ ও প্রতিবাসিগণ লুটিত হইয়াছে, সে তার নাই । ১১ তুমি আপন পিতৃহীন বালকদিগকে ত্যাগ কর, আমি তাহাদিগকে বাচাইব ; তোমার বিধবাগণও আমাতে ১২ বিশ্বাস করুক। কেননা সদাপ্রভু এই কথা কহেন, দেখ, সেই পাত্রে পান করা যাহাঁদের নিয়ম ছিল না, তাহাদিগকে সেই পাত্রে পান করিতে হইবে, তবে তুমি কি নিতান্তই আদণ্ডিত থাকিবে ? তুমি আদণ্ডিত ১৩ থাকিবে না, অবগু পান করবে। কেননা, সদাপ্ৰভু কহেন, আ ম আপন নামে এই দিব্য করিয়াছি, বস্ত্র। বিস্ময়, টিটু করি, উৎসন্নতা ও অভিশাপের পাত্র হইবে ; আর তাহার সমস্ত নগর চিরকাল উৎসন্ন-স্থান থাকবে । ১৪ তামি সদাপ্রভুর নিকট হইতে এই বাৰ্ত্ত শুনিয়াছি, এবং জাতিগণের কাছে এক দূত প্রেরিত হইয়াছে ; তোমর। একত্র হও, ইহার বিপক্ষে যাত্র কর, যুদ্ধ ১৫ কারণার্থে গাত্রোথন কর । কেননা দেখ, তামি তোমাকে জাতিগণের মধ্যে ক্ষুদ্র করিয়াছি, মনুষ্যের ১৬ মধ্যে অবজ্ঞাত করিয়াছি। হে শৈলদরী-বাসিন, পৰ্ব্বতশৃঙ্গ অবলম্বন, তোমার ভয়ঙ্করতার বিষয়ে তোমার আন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চন করিয়াছে : তুমি যদ্যপি ঈগল পক্ষীর স্তায় উচ্চ স্থানে বাস কর, তথাপি আমি তোমাকে তথা হইতে নামাহব, ইহা সদাপ্ৰভু কহেন । ১৭ আর ইদোম বিস্ময়ের পাত্র হইবে, যাহারা তাহার নিকট দিয়া গমন করে, সকলে বিস্মিত হইবে, ও তাহার প্রতি উপস্থিত সকল আঘাত প্রযুক্ত শীস দিবে। ১৮ সদাগ্রভু কহেন, সদোমের, ঘমোরার ও তন্নিকটবৰ্ত্তী নগরসমূহের উৎপাটনহেতু যেমন হইয়াছিল, তেমন 656