পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৫৮ সন্তানগণ আসিবে, তাহার ও যিহুদী-সন্তানগণ একসঙ্গে আসিবে, রোদন করিতে করিতে চলিয়া আসিবে, ৫ ও আপনাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবে। তাহার সিয়োনের বিষয়ে জিজ্ঞাসা করিবে, সেই দিকে মুখ রাখিবে, বলিবে, চল, তোমরা এমন নিয়ম দ্বারা সদাপ্রভুতে আসক্ত হও, যাহা অনন্তকাল থাকিবে, যাহা কখনও লোকে ভুলিয়া যাইবে না। ও আমার প্রজার হারাণ মেষ হইয় পড়িয়ছে, তাহtদের পালকগণ তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে, নানা পৰ্ব্বতে পথহার করিয়া ফেলিয়াছে ; উহারা পৰ্ব্বত হইতে উপপৰ্ব্বতে গমন করিয়াছে, আপনাদের শয়ন৭ স্থান ভুলিয়া গিয়ছে। যাহার। তাহাদিগকে পাইয়াছে, তাহার। গ্রাস করিয়াছে ; তাহীদের বিপক্ষগণ বলিয়াছে, আমাদের দোষ হয় নাই, কারণ উহার ধৰ্ম্মনিবাস সদাপ্রভুর, আপনাদের পিতৃপুরুষগণের আশাভূমি সদাপ্রভুর, বিরুদ্ধে পাপ করিয়াছে। ৮ তোমরা সত্বর বাবিলের মধ্য হইতে বাহির হইয়। পড়, কল্দীয়দের দেশ হইতে নিৰ্গমন কর, এবং পালের ৯ অগ্রগামী ছাগের স্থায় হও । কেননা দেখ, আমি উত্তরদেশ হইতে মহাজাতি-সমাজ উত্তেজিত করিয়। বাবিলের বিরুদ্ধে গমন করাইব, তাহারা বাবিলের বিরুদ্ধে সৈন্ত রচনা করিবে, তাহাতে তাহ পরহস্তগত হইবে ; তাহাদের বাণ কৌশলপরায়ণ বীরের স্থায় হইবে, বিফল ১• হইয়া ফিরিয়া আসিবে না। কলুদিয়া লুটবস্তু হইবে ; যে সকল লোক সেই দেশ লুট করিবে, তাহার। তৃপ্ত হইবে, ইহ সদাপ্রভু কহেন। ওহে তোমরা, যাহারা আমার অধিকার লুট করিতেছ, তোমরা ত আনন্দ ও উল্লাস করিতেছ, শস্ত্যমৰ্দ্দনকারিণী গাভীর স্থায় নাচিতেছ, তেজস্বী অশ্বের ১২ দ্যায় হেষী রব করিতেছ ; এই জন্ত তোমাদের মাত। অতি লজ্জিত হইবে, তোমাদের জননী হতাশা হইবে ; দেখ, জাতিগণের মধ্যে সে অন্ত্য হইবে, প্রান্তর, শুষ্ক ১৩ স্থান ও মরুভূমি হইবে। সদাপ্রভুর ক্রোধ প্রযুক্ত সে আর বসতি-স্থান হইৰে না, সম্পূর্ণ ধ্বংসস্থান হইবে - যে কেহ বাবিলের নিকট দিয়া যাইবে, সে বিস্মিত হইবে, ও তাঁহার সমুদয় আঘাত দেখিয়া শীল দিবে। হে ধনুকে চাড়াদায়ী লোক সকল, বাবিলের বিরুদ্ধে চারিদিকে সৈন্ত রচনা কর, তাহার প্রতি বাণ নিক্ষেপ কর, বাণব্যয়ে কাতর २६७ नl, কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছে। তাহার চারিদিকে সিংহনাদ কর—সে হাত যোড় করিয়াছে, তাহার ভিত্তি সকল পতিত, তাহার প্রাচীর সকল উৎপাটিত হইয়াছে : কেননা এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণ ; তোমরা উহার প্রতিশোধ লও ; সে যেমন করিয়াছে, তাহীর প্রতি তদ্রুপ কর। y \ 38 38 ফিরমিয়। (с о ; ৫ - ২৯ । বাবিল হইতে বীজবাপককে কাটিয়া ফেল, ফসল কাটিবার সময়ে যে কাস্ত্য ধরে, তারে কাট: উৎপীড়ক খড়েগর ভয়ে তাহার প্রত্যেকে স্ব স্ব জাতির কাছে ফিরিয়া যাইবে, প্রত্যেকে স্ব স্ব দেশের দিকে পলায়ন করিবে । ইস্রায়েল ছিন্নভিন্ন মেষস্বরূপ : সিংহগণ তাহাকে তাড়াইয়া দিয়াছে ; প্রথমতঃ অশুর-রাজ তাহাকে গ্রাস করিয়াছিল, এখন শেষে এই বাবিল-রাজ নবুখদরিৎসর ১৮ তাহার অস্থি সকল ভগ্ন করিয়াছে। এই জষ্ঠ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি অশুর-রাজকে যেমন প্রতিফল দিয়াছি, বাবিল-রাজ ও তাহার দেশকে তেমনি প্রতিফল ১৯ দিব। আর ইস্রায়েলকে তাহার চরণি-স্থানে ফিরাইয়া আনিব ; সে কমিলের ও বাশনের উপরে চরিবে, এবং ইফ্রয়িম-পৰ্ব্বত মালায় ও গিলিয়দে তাহার প্রাণ তৃপ্ত ২০ হইবে। সদাপ্রভু কহেন, সেই সময়ে ও সেই কালে ইস্রায়েলের অপরাধের অনুসন্ধান করা যাইবে, কিন্তু পাওয়া যাইবে না ; এবং যিহদার পাপসমূহের । অমুসন্ধান করা যাইবে], কিন্তু পাওয়৷ যাইবে না ; কেননা আমি যাহাদিগকে অবশিষ্ট রাখি, তাহাদিগকে ক্ষমা করিব। সদাপ্রভু কহেন, তুমি মরাথয়িম [ দ্বিগুণদ্রোহ ] দেশের বিরুদ্ধে ও পকোদ ( প্রতিফল ] নিবাসীদের বিরুদ্ধে উঠিয়া যাও, তাহদের পশ্চাৎ পশ্চাৎ যাইয়া তাহাদিগকে নিহনন কর, নিঃশেষে বিনষ্ট কর ; আমি তোমাকে যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছি, তদনুসারে কর । দেশে সংগ্রামের শবদ ও মহাবিনাশের শবদ । সমস্ত পৃথিবীর মুদ্রগর কেমন ছিন্ন ও ভগ্ন হইল । জাতিগণের মধ্যে বাবিল কেমন উৎসন্ন হইল । ২৪ হে বাবিল, আমি তোমার জষ্ঠ ফাদ পাতিয়াছি, আর তুমি তাহাতে ধুতও হইয়াছ, কিন্তু জানিতে পার নাই; তোমাকে পাওয়া গিয়াছে, আবার তুমি ধরাও পড়িয়াছ, কেননা তুমি সদাপ্রভুর সহিত যুদ্ধ করিয়াছ। ২৪ সদাপ্রভু আপন অস্ত্রাগার খুলিলেন, নিজ ক্রোধের অস্ত্র সকল যাহির করিয়া আনিলেন, কেননা কলদীয়দের দেশে প্রভুর, বাহিনীগণের সদাপ্রভুর, কাৰ্য্য আছে। তোমরা প্রান্ত সীমা হইতে তাহার বিরুদ্ধে আইস, তাহার শস্ত্যভাণ্ডার সকল খুলিয়া দেও, রাশির স্থায় তাহাকে ঢিবি কর, নিঃশেষে বিনষ্ট কর; তাহার ২৭ কিছু অবশিষ্ট রাখিও না। তাহার সমস্ত বৃষ বধ কর, তাহার বধ্যস্থানে নামিয়া যাউক ; হায় হায়, তাহাদের দিন, তাহদের প্রতিফলের সময়, আসিয়া পড়িল । ২৮ ঐ তাহীদের রব, যাহার। পলাইতেছে, ও বাবিল দেশ হইতে রক্ষা পাইতেছে, যেন সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিশোধ, তাহার মন্দির নিমিত্তক প্রতিশোধ, জ্ঞাত করে । তোমরা বাবিলের বিরুদ্ধে ধনুৰ্দ্ধারীদিগকে, ধন্থৰুে 》由 3 * ミ> ९९ ミ○ ミ9 ২৯ 658