পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

с о : Фе-Ф е ) চড়িাদায়ী সকলকে, আহবান কর ; চারিদিকে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাহাকেও রক্ষা পাইতে দিও না ; তাহার ক্রিয়ানুযায়ী ফল তাহাকে দেও ; সে যাহা যাহা করিয়াছে, তাহার প্রতি তদনুসারে কর; কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের ৩• বিরুদ্ধে, দৰ্প করিয়াছে। এই জন্ত সেই দিন তাহার যুবকগণ তাহার চকে পতিত হইবে, ও তাহার সমস্ত ৩১ যোদ্ধ স্তব্ধীকৃত হইবে, ইহ সদাপ্রভু বলেন । হে দৰ্প, প্রভু, বাহিনীগণের সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ, কেননা তোমার সেই দিন উপস্থিত, ৩২ ষে দিন আমি তোমাকে প্রতিফল দিব । তখন ঐ দপ উছোট খাইয়। পড়িবে, কেহ তাহাকে উঠাইবে না ; এবং আমি তাহার সকল নগরে আগুন লাগাইয়া দিব, তাহা তাহার চারিদিকের সকলই গ্রাস করিবে। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলসন্তানগণ ও যিহদা-সন্তানগণ নির্বিবশেষে উপদ্রুত হইতেছে ; এবং যাহার। তাহাদিগকে বন্দিত্বে লইয়া গিয়াছে, তাহারা তাহাদিগকে দৃঢ়ৰূপে ধরিয়া রাখিয়াছে, ৩৪ বিদায় করিতে অসম্মত রহিয়াছে। তাহদের মুক্তিদাতা বলবান : বাহিনীগণের সদাপ্রভু তাহার নাম ; তিনি সম্পূর্ণরূপে তাহদের বিবাদ নিম্পন্ন করবেন, যেন তিনি পৃথিবীকে স্বস্থির করেন, ও বাবিল-নিবাসী৩৫ দিগকে অস্থির করেন। সদাপ্রভু কহেন, কলুদীয়দের উপরে, বাবিল-নিবাসীদের উপরে, বাবিলের অধ্যক্ষদের উপরে ও তাহার জ্ঞানবানদের উপরে খড়গ রহিয়াছে। ৩৬ বাচালদিগের উপরে খড়গ রহিয়াছে, তাহারা হতবুদ্ধি হইবে ; তাহার বীরগণের উপরে খড়গ রহিয়াছে, ৩৭ তাহার। উদ্বিগ্ন হইবে । তাহার ঘোটকদের উপরে, তাহার রথসমূহের উপরে ও তন্মধ্যস্থিত সমুদয় মিশ্রিত লোকের উপরে খড়গ রহিয়াছে, তাহারা অবলাদিগের সমান হইবে ; তাহার সকল ধনকোষের উপরে খড়গ ৩৮ রহিয়াছে, সে সকল লুটিত হইবে । তাহার জলাকর সকলের উপরে উত্তাপ রহিয়াছে, সেগুলি শুষ্ক হইবে ; কেনন। সে ক্ষোদিত প্রতিমার দেশ, ও সেখানকার লোকের। আপন আপন বিভীষিকাগণের বিষয়ে উন্মত্ত । ও৯ এই নিমিত্ত সেখানে বস্ত পশু ও বৃকগণ বাস করবে, এবং উgপক্ষী বাস করিবে ; তাহা আর কখনও লোকালয় হইবে না, পুরুষানুক্রমে সে স্থানে বসতি ৪• হইবে না। সদাপ্রভু এই কথা কহেন, ঈশ্বর যখন সদোম, ঘমোরা ও তন্নিকটস্থ নগর সকল উৎপাটন করিয়াছিলেন, তখন যেরূপ হইয়াছিল, সেইরূপ হইবে: কোন ব্যক্তি সেখানে বাস করিবে না, কোন মনুষ্যসন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না । দেখ, উত্তরদিক হইতে এক জনসমাজ আসিতেছে, পৃথিবীর প্রান্ত হইতে এক মহাজাতি ও অনেক রাজা ৪২ উত্তেজিত হইয়া আদিতেছে। তাহারা ধনুক ও বড়শাধারী, নিষ্ঠর ও করুণারহিত ; তাহদের রব সমুদ্রগর্জনের তুল্য, ও তাহার। অশ্বারোহণে আসিতেছে ; ఇ93) 32 ফিরমিয় ।

  • ● >

অয়ি বাবিল-কষ্ঠে, তোমারই বিপরীতে ৰুদ্ধ করণার্থে তাহারা প্রত্যেক জন যোদ্ধার স্থায় স্থসজ্জিত হইয়াছে। ৪৩ বাবিল-রাজ তাহাদের জনশ্রুতি শুনিয়াছে, তাহার হস্ত অবশ হইল, যন্ত্রণ, প্রসবকারিণীর দ্যায় বেদন, তাহাকে ধরিল। দেখ, সে সিংহের ছায় যদিনের শোভাস্থান হইতে উঠিয়৷ সেই চিরস্থায়ী চরাণি-স্থানের বিরুদ্ধে আসিবে : কিন্তু আমি চক্ষুর নিমিষে তাহাকে তথা হইতে দুর করিয়া দিব, এবং তাহার উপরে মনোনীত লোককে নিযুক্ত করিব । কেননা আমার তুল্য কে ? আমার সময় নিরূপণ কে করিবে ? এবং আমার সম্মুখে ৪৫ দাড়াইবে, এমন পালক কোথায় ? অতএব সদাপ্রভুর মন্ত্রণা শুন, যাহা তিনি বাবিলের বিরুদ্ধে করিয়াছেন : তাহার সঙ্কল্প সকল শুন, যাহা তিনি কলুদীয়দের দেশের বিরুদ্ধে করিয়াছেন। নিশ্চয়ই লোকেরা তাহাদিগকে টানিয়া লইয়। যাইবে, পালের শাবকদিগকেও লইয়। যাইবে ; নিশ্চয়ই তিনি তাহাদের চরাণি-স্থান ৪৬ তাহীদের সহিত উৎসন্ন করিবেন । বাবিল পরহস্তগত হইয়াছে, এই শব্দে পৃথিবী কঁাপিতেছে, ও জাতিগণের মধ্যে ক্ৰন্দনের রব শুনা যাইতেছে । ({S সদাপ্রভু এই কথা কহেন দেখ, আমি যাবিলের বিরুদ্ধে ও লেব-কামাই * নিবাসীদের বিরুদ্ধে ২ এক বিনাশক বায়ু উৎপন্ন করিব। আর আমি বাবিলে ঝাড়কদিগকে প্রেরণ করিব, তাহারা তাহাকে ঝাড়িবে, তাহার দেশ শূন্ত করিবে, কারণ তাহার বিপদের দিনে ৩ চারিদিকে তাহার বিরুদ্ধ হইবে। ধনুৰ্দ্ধর ধনুকে চাড়া না দিউক ; সে বৰ্ম্মসজ্জায় উত্থিত না হউক ; তোমরা তাহার যুবকদের প্রতি দয়া করিও না, তাহার সমস্ত ৪ সৈন্ত নিঃশেষে বিনষ্ট কর । তাহার কল্দীয়দের দেশে নিহত ও চকে খড়গবিদ্ধ হইয়। পতিত হইবে। ৫ কারণ ইস্রায়েল কিম্ব। যিহ্ৰদ যে আপন ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু কর্তৃক পরিত্যক্ত, তাহা নয় ; যদিও ইহাদের দেশ ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে ৬ দোষে পরিপূর্ণ হইয়াছে। তোমরা বাবিলের মধ্য হইতে পলায়ন কর, প্রত্যেক জন আপন আপন প্রাণ রক্ষা কর । তাহার অপরাধে তোমরা উচ্ছিন্ন হইও না ; কেননা এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়, তিনি ৭ তাহাকে অপকারের প্রতিফল দিতে উদ্যত । সদাপ্রভুর হস্তে বাবিল স্ববর্ণ পত্রস্বরূপ ছিল, তাহ সমস্ত পৃথিবীকে মত্ত করত, জাতিগণ তাহার মদ্যপান করে৮ য়াছে, তজ্জন্ত জাতিগণ উন্মত্ত হইয়াছে। বাবিল আকস্মাৎ পতিত ও ভগ্ন হইল ; তাহার জন্ত হাহাকার করা: তাহার ব্যথার প্রতীকীরার্থে তরুসার গ্রহণ কর , কি ৯ জানি সে স্বস্থ হইবে । “আমরা বাবিলকে স্বস্থ করিতে যত্ন করিয়াছি, কিন্তু সে স্বস্থ হইল না ; তাহাকে

  • অর্থাৎ, ‘আমার প্রতিরোৰিগণের অন্তঃকরণ’ ।

659