পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ デ যাত্রীপুস্তক । ডাকাইয়া কহিলেন, তোমরা উঠ, ইস্রায়েল-সন্তানদিগকে লইয়। আমার প্রজাদের মধ্য হইতে বাহির হও, তোমরা যাও, তোমাদের কথানুসারে সদাপ্রভুর ৩২ সেবা কর গিয়া। তোমাদের কথানুসারে মেষপাল ও গোপাল সকল সঙ্গে লইয়৷ চলিয়া যাও, এবং ৩৩ আমাকেও আশীৰ্ব্বাদ কর । তখন লোকদিগকে শীঘ্র দেশ হইতে বিদায় করণার্থে মিশ্ৰীয়ের ব্যগ্র হইল : কেননা তাহার কহিল, আমরা সকলে মারা পড়িলাম । ৩৪ তাহাতে ময়দার তালে তাড়ী মিশাইবার পূৰ্ব্বে লোকের তাহা লইয়া কাঠুয়া সকল আপন আপন বস্ত্রে বাধিয় ৩৫ স্বন্ধে করিল। আর ইস্রায়েল-সন্তানের মোশির বাক্যানুসারে কার্য্য করিল ; ফলে তাহারা মিস্ট্রীয়দের ৩৬ কাছে রৌপ্যালঙ্কার, স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাহিল ; আর সদাপ্রভু মিস্ত্রীয়দের দৃষ্টিতে তাহাদিগকে অনুগ্রহপত্র করিলেন, তাই তাহারা যাহা চাহিল, মিশ্ৰীয়ের তাহাদিগকে তাহাই দিল। এইরূপে তাহারা মিশ্রীয়দের ধন হরণ করিল। মিসর হইতে ইস্রায়েলীয়দের যাত্রা। ৩৭ তখন ইস্রায়েল-সন্তানের বালক ছাড়া কমবেশ ছয় লক্ষ পদাতিক পুরুষ রামিষেষ হইতে স্থক্কোতে যাত্র ৩৮ করিল। আর তাহীদের সহিত মিশ্রিত লোকদের মহাজনত এবং মেষ ও গো, অতি বিস্তর পশু প্রস্থান ৩৯ করিল। পরে তাহারা মিসর হইতে আনীত ছান। ময়দার তাল দিয়া তাড়ীশূন্ত পিষ্টক প্রস্তুত করিল, কেননা তাহাতে তাড়ী মিশান হয় নাই, কারণ তাহার। মিসর হইতে বহিস্কৃত হইয়াছিল, সুতরাং বিলম্ব করিতে না পারাতে আপনাদের জন্ত খাদ্য দ্রব্য প্রস্তুত করে নাই । ৪০ ইস্রায়েল-সন্তানের চারি শত ত্রিশ বৎসর কাল ৪১ মিসরে প্রবাস করিয়াছিল। সেই চারি শত ত্রিশ বৎসরের শেষ, ঐ দিনে, সদাপ্রভুর সমস্ত বাহিনী মিসর ৪২ দেশ হইতে বাহির হইল। মিসর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়৷ আন হেতু এ সদাপ্রভুর উদ্দেশে অতীব পালনীয় রাত্রি । সমস্ত ইস্রায়েল-সন্তানের পুরুষানুক্রমে এই রাত্ৰি সদাপ্রভুর উদ্দেশে অতীব পালনীয়। ৪৩ আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, নিস্তারপববীয় বলির বিধি এই ; অন্য জাতীয় কোন ৪৪ লোক তাহ ভোজন করিবে না । কিন্তু কোন ব্যক্তির যে দাস রৌপ্য দ্বারা ক্রীত হইয়াছে, সে যদি ছিন্নত্বক ৪৫ হয়, তবে খাইতে পাহবে। প্রবাসী কিম্বা বেতনজীবী ৪৬ তাহ খাইতে পাইবে না। তোমরা এক গৃহমধ্যে তাহ। ভোজন করিও ; সেই মাংসের কিছুই গৃহের বাহিরে লহয়। যাইও না ; এবং তাহার এক অস্থিও ভগ্ন করিও ৪৭ না । সমস্ত হস্রায়েল-মণ্ডলী ইহা পালন করিবে । ৪৮ আর তোমার সহিত প্রবাসী কোন বিদেশী লোক যদি সদ্ধাপ্রভুর উদ্দেশে নিস্তারপক্ব পালন করিতে চাহে, ১ ২ ; ৩২ – ১৩ ; ১৩ । তবে সে নিজ পুরুষ পরিবারের সহিত ছিন্নত্বক হইয়। ইহ পালনার্থে আগমন করুক, সে দেশজাত লোকের তুল্য হইবে ; কিন্তু অচ্ছিন্নত্বক কোন লোক তাহ। ৪৯ ভোজন করিবে না । দেশজাত লোকের নিমিত্তে ও তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয় লোকের নিমিত্তে একই বিধি হইবে। ৫• সমস্ত ইস্রায়েল-সন্তান সেইরূপ করিল, সদাপ্রভু মোশি ও হারোণকে যাহ আজ্ঞা করিয়াছিলেন, ৫১ তদনুসারেই করিল। এইরূপে সদাপ্রভু সেই দিন বাহিনীক্রমে ইস্রায়েল-সন্তানদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিলেন । SS) পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, ইস্রায়েলসন্তানদের মধ্যে মনুষ্য হউক কিম্বা পশু হউক, গৰ্ত্ত উন্মোচক সমস্ত প্রথমজাত ফল আমার উদ্দেশে পবিত্র কর : তাহ আমারই । ও আর মোশি লোকদিগকে কহিলেন, এই দিন স্মরণে রাখিও, যে দিনে তোমরা মিসর হইতে, দাসগৃহ হইতে, বহির্গত হইলে, কারণ সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা তথ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিলেন ; কোন ৪ তাড়ীযুক্ত ভক্ষ্য খাওয়া হইবে না। আবীব মাসের এই ৫ দিনে তোমরা বাহির হইলে । আর কনানীয়, হিৰ্ত্তীয়, ইমোরীয়, হিববীয় ও বিবৃষীয়ের যে দেশ তোমাকে দিতে সদাপ্রভু তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে যখন তিনি তোমাকে আনিবেন, তখন তুমি এই মাসে এই সেবার ৬ অনুষ্ঠান করিবে। সাত দিন তাড়াশুন্য রুট খাইও, ও সপ্তম দিনে সদাপ্রভুর উদ্দেশে উৎসব করিও । ৭ সেই সাত দিন তাড়াশূন্ত রুট খাইতে হইবে, তোমার নিকটে তাড়াযুক্ত ভক্ষ্য দৃষ্ট না হউক, ৮ তোমার সমস্ত সীমার মধ্যে তাড়া দৃষ্ট না হউক। সেই দিনে তুমি আপন পুত্রকে ইহা জ্ঞাত করিও, মিসর হইতে আমার বাহির হইবার সময়ে সদাপ্রভু আমার ৯ প্রতি যাহা করিলেন, ইহ। সেই জন্ত । আর ইহা চিহ্নের জন্ত তোমার হস্তে ও স্মরণের জন্ত তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে ; যেন সদাপ্রভুর ব্যবস্থা তোমার মুখে থাকে, কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা মিসর ১০ হইতে তোমাকে বাহির করিয়াছেন। অতএব তুমি বৎসর বৎসর যথাসময়ে এই বিধি পালন করিবে । ১১ সদাপ্রভু তোমার কাছে ও তোমার পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন, তদনুসারে যখন কনানীয়ের দেশে প্রবেশ করাইয়া তোমাকে সেই দেশ দিবেন, ১২ তখন তুমি গৰ্ত্ত উন্মোচক সমস্ত প্রথম ফল সদাপ্রভুর নিকট উপস্থিত করিবে ; এবং তোমার পশুগণেরও সকল প্রথম গর্ভফলের মধ্যে পুংসন্তান সদাপ্রভুর হইবে । ১৩ আর গর্দভের প্রত্যেক প্রথম ফলের মুক্তির জন্ত তাহার পবিবৰ্ত্তে মেষশাবক দিবে ; যদি মুক্ত না কর, তবে তাহার গলা ভাঙ্গিবে ; তোমার পুত্ৰগণের মধ্যে মনুষ্যের প্রথমজাত সকলকে মুক্ত করিতে হইবে। 58