পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ ; s२-8 ; २०] শুকুক বা না শুনুক, তথাপি তাহাদিগকে বল, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন। পরে আত্মা আমাকে তুলিয়া লইলেন, এবং আমি আমার পশ্চাৎ দিকে এই বাক্য মহানির্ঘোষের শব্দের স্তায় তাহার স্থান হইতে শুনিলাম, ধন্ত সদাপ্রভুর ১৩ প্রতাপ * । আর ঐ প্রাণীদের পরস্পরের পক্ষসমাঘাতের শব্দ, তাহীদের পার্থে চক্রের শব্দ, এই মহা১৪ নির্ঘোষের শব্দ শুনিলাম। আর আত্মা আমাকে তুলিয়া লইয়া গেলে আমি মনস্তাপে দুঃখিত হইয় গমন করিলাম ; আর সদাপ্রভুর হস্ত আমার উপরে বলবৎ ১৫ ছিল। আমি টেলু-আবীবস্থ নির্বাসিত লোকদের, কবার নদীতীর-বাসীদিগের কাছে আসিলাম, এবং তাহারা যে স্থানে বাস করিত, সেই স্থানে সাত দিন স্তন্ধ থাকিয় তাহীদের মধ্যে বসিয়া রহিলাম । ১৬ সাত দিন গত হইলে পর সদাপ্রভুর এই বাক্য ১৭ আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে ইস্রায়েল-কুলের জন্ত প্রহরী নিযুক্ত করিলাম ; তুমি আমার মুখে কথা শুনিবে, এবং আমার ১৮ নামে তাহাদিগকে চেতনা দিবে। যখন আমি দুষ্ট লোককে বলি, তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতন না দেও, এবং তাহার প্রাণরক্ষার্থে চেতনা দিবার জন্ত সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয় কিছু না বল, তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার ১৯ হস্ত হইতে লইব । কিন্তু তুমি দুষ্টকে চেতন দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধে মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ ২• রক্ষা করিলে । আবার, কোন ধাৰ্ম্মিক লোক বদি আপন ধাৰ্ম্মিকতা হইতে ফিরিয়৷ অম্ভায় করে, আর আমি তাহার সম্মুখে বিঘ্ন রাখি, তবে সে মরিবে ; তুমি তাহাকে চেতন না দিলে সে নিজ পাপে মরিবে, এবং তাহার কৃত ধৰ্ম্মকৰ্ম্ম সকল আর স্মরণে আসিবে নী ; কিন্তু আমি তোমার হস্ত হইতে তাহার রক্তের ২১ প্রতিশোধ লইব । আর তুমি ধাৰ্ম্মিক লোককে পাপ না করিতে চেতন দিলে সে যদি পাপ না করে, তবে সচেতন হওয়াতে সে অবগু বাচিবে ; আর তুমিও আপন প্রাণ রক্ষা করিলে। যিরশালেমের ভাবী ক্লেশ । ২২ পরে সেই স্থানে সদাপ্রভু আমার উপরে হস্তীর্পণ করিলেন, আর তিনি কহিলেন, উঠ, বাহির হইয়৷ সমস্থলীতে যাও, আমি সেখানে তোমার সহিত কথা ২৩ বলিব । তাহাতে আমি উঠিয়া সমস্থলীতে গমন করিলাম, আর দেখ, সে স্থানে সদাপ্রভুর সেই প্রতাপ দণ্ডায়মান, কবার নদীতীরে যে প্রতাপ দেখিয়ছিলাম ; ২৪ তখন আমি উবুড় হইয় পড়িলাম। পরে আত্মা আমাতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দেওয়াহয়৷ দাড় করিলেন ; আর তিনি আমার সঙ্গে কথা বলিয়া 것, যিহিস্কেল । ○" > আমাকে কহিলেন, যাও, তুমি আপন গৃহের দ্বার ক্রুদ্ধ ২৫ করিয়া ভিতরে থাক । কিন্তু হে মনুষ্য-সন্তান, দেখ, লোকের রজ্জ্ব দিয়া তোমাকে বাধিবে, তাহাতে তুমি ২৬ বাহিরে তাহাদের মধ্যে যাইতে পারিবে না। আর আমিও তোমার জিহ্বা মুখের তালুতে সংলগ্ন করিব, তাহাতে তুমি বোবা হইবে, তাহদের কাছে দোষবক্ত ২৭ হইবে না, কেননা তাহারা বিদ্রোহী কুল । কিন্তু যখন আমি তোমার সঙ্গে কথা বলি, তখন তোমার মুখ খুলিয়া দিব, তাহাতে তুমি তাহাদিগকে এই কথা কহিবে, প্ৰভু সদ্ধাপ্ৰভু এই কথা কহেন ; যে শুনে সে শুনুক, যে না শুনে সে না শুনুক ; কেননা তাহারা বিদ্রোহী কুল । 8 আর হে মনুষ্য-সন্তান, তুমি একখানি ইষ্টক লইয়া তোমার সম্মুখে রাখ, ও তাহার উপরে ২ এক নগরের অর্থাৎ বিরূশালেমের ছবি আক । আর তাহ সৈন্তে বেষ্টিত কর, তাহার বিরুদ্ধে গড় গাথ, তাহার বিপরীতে জাঙ্গাল বাধ, স্থানে স্থানে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, ও তাহার বিরুদ্ধে চারি৩ দিকে প্রাচীর-ভেদক যন্ত্র স্থাপন কর। আর একখান লোহার তাওয়া লইয়া তোমার ও নগরের মধ্যস্থলে লৌহ-প্রাচীরের স্যায় তাহা স্থাপন কর, এবং তোমার মুখ তাহার দিকে রাখ, তাহাতে তাহ অবরুদ্ধ হইবে, ও তুমি তাহ অবরোধ করিয়া থাকিবে। ইস্রায়েলকুলের জন্ত ইহা চিহ্নস্বরূপ হইবে। ৪ পরে তুমি বাম পার্শ্বে শয়ন করিয়া ইস্রায়েল-কুলের অপরাধ তাহার উপরে রাখ ; যত দিন তুমি তাহাতে শয়ন করিবে, তত দিন তাহীদের অপরাধ বহন ৫ করিবে। আমি তাহাদের অপরাধ-বৎসরের সংখ্যা তোমার জন্য দিনের সংখ্যা, অর্থাৎ তিন শত ই নব্বই দিন রাখিলাম ; এইরূপে তুমি ইস্রায়েল-কুলের অপ৬ রাধ বহন করিবে । সেই সকল সমাপ্ত করিলে পর তুমি আপন দক্ষিণ পার্থে শয়ন করিবে, এবং যিহুদা-কুলের অপরাধ বহন করিবে ; আমি চল্লিশ দিন, এক এক বৎসরের নিমিত্ত এক এক দিন, ৭ তোমার জন্য রাখিলাম। আর তুমি আপন মুখ যিক্সশালেমের অবরোধের দিকে রাখিবে, আপন বাহু অনাবৃত করিবে. ও তাহার বিরুদ্ধে ভাববাণী বলিবে। ৮ আর দেখ, আমি রজজু দিয়া তোমাকে বদ্ধ করিব, তাহাতে তুমি যাবৎ তোমার অবরোধের দিন সমাপ্ত না করিবে, তাবৎ এক পার্শ্ব হইতে অন্ত পার্শ্বে ফিরিবে না । ৯ আর তুমি আপনার কাছে গোম, যব, মাষ, মহুরি, কঙ্গু ও জনরা লইয়া সকলই এক পাত্রে রাখ, এবং তাহা দ্বারা রুট প্রস্তুত কর ; যত দিন পার্শ্বে শয়ন কfরবে, তত দিন, অথাৎ তিন শত * নব্বই দিন,তাহ ১• ভোজন করিও । তোমার খাদ্য পরিমাণপূর্বক, অর্থাৎ

  • (ৰ। ) এক শত । I

671