পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ - ২১ – ১ 8 ; ২২ ; } তোমরা যাহাদিগকে পক্ষীবৎ মৃগয়া করিয়া থাক, আমি ২১ সেই সকল প্রাণকে মুক্ত করিব ; আর আমি তোমাদের আবরণী চিরিয়া ফোলল, ও তোমাদের হস্ত হইতে আপন প্রজাদিগকে উদ্ধার করিব ; তাহার। মৃগয়াতে ধৃত হইবার জষ্ঠ তোমাদের হস্তে আর থাকিবে না ; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু। ২২ আমি যে ধাৰ্ম্মিককে বিষগ্ন করি নাই, তোমরা মিথ্যাকথা দ্বার। তাহার অন্তঃকরণ দুঃখীৰ্ত্ত করিয়াছ, এবং দুষ্ট লোকের হস্ত সবল করিয়াছ, যেন সে জীবন-প্রাপ্তির নিমিত্তে আপন কুপথ হইতে না ২৩ ফিরে . এই জন্ত তোমরা অলীক দর্শন আর দেখিবে ন, মন্ত্র আর পড়িবে না ; এবং আমি তোমাদের হস্ত হইতে আপন প্রজাদিগকে উদ্ধার করিব : তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু। পাপের দণ্ডের অবিশু্যকতা । $8 পরে ইস্রায়েলের জন কতক প্রাচীন তামার নিকটে আসিয়া আমার সম্মুখে বসিল । তখন সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, ৩ হে মনুষ্য-সন্তান ঐ লোকেরা আপন আপন পুত্তলিকে তাপন তাপন হৃদয়ে উঠিতে দিয়াছে, ও তাপন আপন দৃষ্টির সম্মুখে আপনাদের অপরাধজনক বিঘ্ন রাখিয়াছে; আমি কি কোন মতে উহাদিগকে আমার কাছে অনু৪ সন্ধান করিতে দিব ? অতএব তুমি উহাদের সহিত আলাপ করিয়া উহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল-কুলের যে কোন ব্যক্তি আপন পুত্তলিকে হৃদয়ে উঠিতে দেয়, ও আপন দৃষ্টির সম্মুখে আপনার অপরাধজনক বিঘ্ন রাখে, এবং ভাববাদীর কাছে আইসে, সেই ব্যক্তিকে আমি সদাপ্রভু তাহার ও পুত্তালগণের বাহুল্যানুসারে তদ্বিষয়ে উত্তর দিব ; যেন আমি ইস্রায়েল-কুলকে তাহদের হৃদয়রূপ ফাদে ধরি, কেনন। আপন আপন পুত্তালগণের অনুরাগে তাহার। সকলে আমা হইতে সরিয়া গিয়াছে । ৬ অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ফির, তোমাদের পুত্তলিগণ হইতে বিমুখ হও, তোমাদের সমস্ত ঘূণার্হ কাৰ্য্য হইতে ৭ বিমুখ হও । কেননা ইস্রায়েল-কুলের মধ্যে ও ইস্রায়েলে প্রবাসকারী বিদেশীদের মধ্যে যে কেহ আম৷ হইতে আপনাকে বিভিন্ন করে, আপন পুত্তলিগণকে হৃদয়ে উঠতে দেয়, ও আপন দৃষ্টির সম্মুখে অপরাধজনক বিঘ্ন রাখে, সে যদি আমার কাছে অনুসন্ধান করিবার জন্ত ভাববাদীর কাছে আইসে, তবে আমি ৮ সদাপ্রভু আপনি তাহাকে উত্তর দিব । ফলতঃ আমি | সেই মনুষ্যের বিরুদ্ধে মুখ রাখিব, এবং তাহাকে চিহ্ন ও প্রবাদের জন্ত বিস্ময়াস্পদ করিব, এবং আমার প্রজাদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব : তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু। যিহিস্কেল । ❖ ዓ > ৯ কোন ভাববাদী যদি প্ররোচিত হইয়া কথা কহে, তবে জানিও, আমিই সদাপ্রতু সেই ভাববাদীকে প্ররোচনা করিয়াছি ; আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া আপন প্রজ ইস্রায়েলের মধ্য ১• হইতে তাহাকে উচ্ছিন্ন করিব। এইরূপে তাহারা আপন আপন অপরাধ বহন করিবে ; ঐ অনুসন্ধানার্থী ব্যক্তি ও ভাববাদী উভয়ের সমান অপরাধ ১১ হইবে ; যেন ইস্রায়েল-কুল আর আমা হইতে বিপথগামী না হয়, এবং আপনাদের সমস্ত অধৰ্ম্ম দ্বারা আর আপনাদিগকে অশুচি না করে ; কিন্তু তাহারা যেন আমার প্রজা হয়, ও আমি তাহাদের ঈশ্বর হই । ইহা প্রভু সদাপ্রভু কহেন। ১২ পরে সদাপ্রভূর এই বাক্য আমার নিকটে উপস্থিত ১৩ হইল, হে মনুষ্য-সন্তান, কোন দেশ সত্যলঙ্ঘন দ্বারা আমার বিরুদ্ধে পাপ করিলে যখন আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করি, তাহার অন্নরূপ যষ্টি ভাঙ্গিয়া ফেলি, ও তাহার মধ্যে দুর্ভিক্ষ প্রেরণ করিয়া ১৪ তথাকার মনুষ্য ও পশু উচ্ছন্ন করি ; তখন তাহার মধ্যে যদি নোহ, দানিয়েল ও ইয়োব, এই তিন ব্যক্তি থাকে, তবে তাহার। আপন আপন ধাৰ্ম্মিকতায় আপন আপন প্রাণমাত্র রক্ষা করিবে, ইহ। প্রভু সদাপ্ৰভু ১e কহেন । আমি যদি দেশের সর্বত্র হিংস্র পশুদিগকে প্রেরণ করি, ও তাহার লোকদিগকে নিঃসন্তান করে, এবং দেশ ধ্বংসস্থান ও পশুর ভয়ে পথিক-বিহীন হয়, ১৬ অথচ তাহার মধ্যে ঐ তিন ব্যক্তি থাকে, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তাহারাও পুত্র কিম্বা কস্তাদিগকে উদ্ধার করিতে পারবে না, কেবল আপনারাই উদ্ধার পাইবে, কিন্তু দেশ ধ্বংসস্থান হইয়া ১৭ যাইবে । অথব। যদি আমি দেশের বিরুদ্ধে খড়গ আনিয়া বলি, “দেশের সর্ববত্র খড়গ গমন করুক, ১৮ আর তথাকার মনুষ্য ও পশু উiচ্ছন্ন করি, অথচ তাহার মধ্যে ঐ তিন ব্যক্তি থাকে, প্রভু সদাপ্ৰভু কহেন, আমার জীবনের দিব্য, তাহারাও পুত্ৰ কিম্ব কস্তাদিগকে উদ্ধার করিতে পারবে না, কেবল ১৯ আপনারাই উদ্ধার পাইবে । অথবা আমি যদি সেই দেশে মহামারী প্রেরণ করি, এবং তথাকার মনুষ্য ও পশু উচ্ছিন্ন করিবার জন্ত তাহার উপরে আপন ক্রোধ ইe ঢালিয়া রক্ত বহাই, অথচ দেশের মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, তাহারাও পুত্র কিস্ব। কস্তাকে উদ্ধার করিতে পরিবে না : আপন আপন ধাৰ্ম্মিকতায় ২১ আপন আপন প্রাণমাত্র উদ্ধার কারবে। কারণ প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, এমন যদি হয়, তবে আমি মনুধ্য ও পশু উচ্ছিন্ন করণার্থে যিরশালেমের বিরুদ্ধে আমার চারি মহাদও, অর্থাৎ খড়গ, দুর্ভিক্ষ, হিংস্র পশু ২২ ও মহামারী প্রেরণ করিলে কি না ঘটিবে ? তথাপি দেখ, তাহার মধ্যে কতকগুলি রক্ষাপ্রাপ্ত লোক, পুত্র ও কস্তা, বাহিরে আনীত হইবে ; দেখ, তাহার তোমাদের 6.79