পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ ; ১৪ – ১ 8 ; ১৯ । ] আর তোমার পুত্ৰ ভাবিকালে যখন তোমাকে জিজ্ঞাসা করিবে, এ কি ? তুমি বলিবে, সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিগকে মিসর হইতে, দাস-গৃহ ১৫ হইতে, বাহির করিলেন। তৎকালে ফরেীণ আমাদিগকে ছাড়িয়া দিবার বিষয়ে নিষ্ঠুর হইলে সদাপ্রভু মিসর দেশে সমস্ত প্রথমজাত ফলকে, মনুষ্যের প্রথমজাত ও পশুর প্রথমজাত ফল সকলকে বধ করিলেন, এই নিমিত্তে আমি গৰ্ত্ত উন্মোচক পুংসন্তান সকলকে সদাপ্রভুর উদ্দেশে বলিদান করি, কিন্তু আমার প্রথমজাত পুত্র ১৬ সকলকে মুক্ত করি। ইহা চিহ্নস্বরূপ তোমার হস্তে ও ভূষণস্বরূপ তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে, কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিলেন । আর ফরেীণ লোকদিগকে ছাড়িয়া দিলে, পলেষ্টীয়দের দেশ দিয়া সোজা পথ থাকিলেও ঈশ্বর সেই পথে তাহাদিগকে চালাইলেন না, কেননা ঈশ্বর কহিলেন, যুদ্ধ দেখিল পাছে লোকের অনুতাপ করিয়া মিসরে ১৮ ফিরিয়া যায়। অতএব ঈশ্বর লোকদিগকে সুফসাগরের প্রান্তরময় পথ দিয়া গমন করাইলেন ; আর ইস্রায়েল-সন্তানের সসজ্জ হইয়া মিসর দেশ হইতে যাত্রা ১৯ করিল। আর মোশি যোষেফের অস্থি আপনার সঙ্গে লইলেন, কেনন। তিনি ইস্রায়েল-সন্তানদিগকে দৃঢ় দিব্য করাইয়া বলিয়াছিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা আপনাদের সঙ্গে আমার অস্থি এ স্থান হইতে লইয়া যাইবে । ২০ পরে তাহারা সুকোৎ হইতে যাত্র করিয়া প্রান্তরের ২১ প্রান্তে স্থিত এথমে শিবির স্থাপন করিল। আর সদাপ্রভু দিবাতে পথ দেখাইবার জন্ত মেঘস্তস্তে থাকিয়া, এবং রাত্রিতে দীপ্তি দিবার জন্ত অগ্নিস্তন্তে থাকিয়৷ তাহাদের অগ্রে অগ্রে গমন করিতেন, যেন তাহার ২২ দিবারাত্র গমন করিতে পারে। লোকদের সম্মুখ হইতে দিবাতে মেঘস্তম্ভ ও রাত্রিতে অগ্নিস্তস্ত স্থানান্তর হইত ন৷ S8 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানদিগকে বল, তোমরা ফির, পী-হহীরোতের অগ্ৰে মিগৃদোলের ও সমুদ্রের মধ্যস্থলে বাল্‌সফোনের অগ্ৰে শিবির স্থাপন কর ; তোমর তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন কর । ৩ তাহাতে ফরেীণ ইস্রায়েল-সন্তানদের বিষয়ে কহিবে, তাহার দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর তাহদের ৪ পথ রুদ্ধ করিল। আর আমি ফরেীণের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফরেীণ ও তাহার সমস্ত সৈন্ত দ্বার গৌরবান্বিত হইব ; আর মিশ্ৰীয়ের জানিতে পরিবে যে, আমিই সদাপ্রভু। তখন তাহার সেইরূপ করিল। ফরেীণের সৈন্তসামন্তের বিনাশ। ৫ পরে লোকের পলাইয়াছে, মিসর-রাজকে এই সংবাদ দেওয়৷ হইলে লোকদের বিষয়ে ফরেীণ ও তাহার > 8 › ዓ যাত্রীপুস্তক । Go y দাসগণের অন্তঃকরণ বিকারপ্রাপ্ত হইল ; তাহার। কহিলেন, আমরা এ কি করিলাম ? আমাদের দাসত্ব ৬ হইতে ইস্রায়েলকে কেন ছাড়িয়া দিলাম ? তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন, ও আপন লোক৭ দিগকে সঙ্গে লইলেন। আর মনোনীত ছয় শত রথ, এবং মিসরের সমস্ত রথ ও তৎসমুদয়ের উপরে নিযুক্ত ৮ সেনানীদিগকে লইলেন। আর সদাপ্রভু মিসর রাজ ফরেণের হৃদয় কঠিন করিলেন, তাহাতে তিনি ইস্রায়েল-সন্তানদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইলেন ; তখন ইস্রায়েল-সন্তানের উদ্ধহস্তে বহির্গমন করিতে৯ ছিল। আর মিশ্ৰীয়ের, ফরেণের সকল অশ্ব ও রথ, এবং তাঁহার অশ্বারূঢ়গণ ও সৈন্ত্যগণ তাহী দর পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল ; আর উহার বালু-সফোনের সম্মুখে পী-হহীরোতের নিকটে সমুদ্র-তীরে শিবির স্থাপন করিলে তাহদের নিকটে উপস্থিত হইল। ফরেীণ যখন নিকটবৰ্ত্তী হইলেন, তখন ইস্রায়েলসন্তানের চক্ষু তুলিয়। চাহিল,আর দেখ, তাহদের পশ্চাৎ পশ্চাৎ মিশ্ৰীয়ের আসিতেছে । তাই তাহার। অতিশয় ভীত হইল, আর ইস্রায়েল-সন্তানের সদাপ্রভুর উদেশে ১১ ক্ৰন্দন করিল। আর তাহার মোশিকে কহিল, মিসরে কবর নাই বলিয়া তুমি কি আমাদিগকে লইয়৷ আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই ? তুমি আমাদের সহিত এ কেমন ব্যবহার করিলে ? কেন ১২ আমাদিগকে মিসর হইতে বাহির করিলে ? আমরা কি মিসর দেশে তোমাকে এই কথা কহি নাই, আমাদিগকে থাকিতে দেও, আমরা মিশ্রীয়দের দাস্ত্যকৰ্ম্ম করি ? কেননা প্রান্তরে মরণাপেক্ষী মিশ্রীয়দের দাস্তকৰ্ম্ম ১৩ করা আমাদের মঙ্গল । তখন মোশি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাড়াও । সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন, তাহ দেখ ; কেননা এই যে মিশ্ৰীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহা১৪ দিগকে আর কখনই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। পরে সদাপ্ৰভু মেশিকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্ৰন্দন করিতেছ ? হস্রায়েল-সন্তানদিগকে ১৬ অগ্রসর হইতে বল। আর তুমি আপন যষ্টি তুলিয়৷ সমুদ্রের উপরে হস্ত বিস্তার কর, সমুদ্রকে দুই ভাগ কর ; তাহাতে ইস্রায়েল-সন্তানের শুষ্ক পথে সমুদ্রমধ্যে ১৭ প্রবেশ করবে। আর দেখ, আমিই মিশ্রীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তাহার। ইহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, এবং আমি ফরেণের, তাহীর সকল সৈন্তের, তাহার রথ সকলের ও তাহার অশ্বারূঢ়গণের দ্বারা ১৮ গৌরবান্বিত হইব । তার ফরে:ণ ও তাহার রথ সকল ও তাহার অশ্বারূঢ়গণ দ্বারা আমার গৌরবলভ হইলে মিশ্ৰীয়েরা জানিতে পারবে যে, আমিই সদাপ্রভু । তখন ইস্রায়েলীয় সৈন্তের অগ্রগামী ঈশ্বরের দূত সরিয়া গিয় তাহদের পশ্চাৎ গমন করিলেন, এবং মেঘস্তম্ভ তাহীদের অগ্র হইতে সরিয়া গিয়া তাহীদের > ● సి 59