পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to be o কাছে আসিবে, এবং তোমরা তাহীদের আচার ব্যবহার ও ক্রিয়াকাণ্ড দেখিবে ; তাহাতে আমি যিরশালেমের উপরে যে সকল অমঙ্গল বর্ভাইয়াছি, তাহার উপরে যাহা কিছু উপস্থিত করিয়াছি, তদৃবিষয়ে তোমরা ২৩ সাত্বনা প্রাপ্ত হইবে। ফলতঃ উহার তোমাদিগকে সান্তুনা করিবে ; কেননা তাহাদের আচার ব্যবহার ও ক্রিয়াকাণ্ড দেখিয়া তোমরা বুঝিবে, আমি তাহার মধ্যে যাহা করিয়াছি, তাহার কিছুই অকারণে করি নাই ; ইহ প্ৰভু সদাপ্রভু কহেন। $6 s. সদা প্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য-সন্তান, অন্ত সকল গাছ অপেক্ষ দ্র,ক্ষালতার গছ, বনের গাছ সকলের ৩ মধ্যে দ্রাক্ষালতার শাগ, কিসে শ্রেষ্ঠ ? কোন কায্যের নিমিত্তে কি তাহ হইতে কান্ত গ্রহণ করা যায় ? কিম্বা কোন পাত্র ঝুলাইবার জন্ত কি তাহাতে দণ্ড৷ ৪ নিৰ্ম্মিত হয় ? দেখ, তাহ ভক্ষ্যরূপে অগ্নিতে ফেলিয়৷ দেওয়া যায় ; অগ্নি তাহার দুই অগ্রভাগ গ্রাস করিল, মধ্যদেশ দগ্ধ হইল : তাই। কি কোন কায্যে লাগিবে ? ও দেখ, অবিকল থাকিতে তাহ কোন কৰ্য্যে লাগিত ন, তবে যখন অগ্নিভক্ষিত হইল, দগ্ধ হইল, তখন তাহা কি কোন কায্যে লাগিতে পরিবে ? ৬ অতএব প্রভু সদা প্ৰভু এই কথা কহেন, আমি যেমন অগ্নিভক্ষিত হইবার জন্ত বনের গাছ সকলের মধ্যে দ্রক্ষালতার গাছ দিয়াছি, তেমনি যিরশালেম-নিবাসী ৭ লোকদিগকে দিলাম । আমি তাহদের বিরুদ্ধে মুখ রাখিব ; অগ্নি হইতে উত্তণ হইলেও অগ্নি তাহাদিগকে গ্রাস করিবে ; যখন আমি তাহদের বিরুদ্ধে মুখ রাগি, তখন তোমরা জানিবে যে, আমিই সদ্যপ্ৰভু । ৮ আর আমি দেশ ধবংসস্থান করিব, কারণ তাঙ্গর সতjলঙ্ঘন করিয়াছে ; ইহা প্ৰভু সদাপ্রভু কহুেন। ভ্রষ্টা স্ত্রীর উপমায় যিহুদীদের ভ্রষ্টতার বর্ণন । $y | এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য-সন্তান, তুমি যিরূশালেমকে তাহার ঘৃণাৰ্ছ কাৰ্য্য সকল জ্ঞাত কর । ৩ তুমি বল, প্ৰভু সদাপ্রভু ধিক্কশালেমকে এই কথা কহেন, তোমার উৎপত্তি ও জন্মস্থান কনানীয়দের দেশ, তোমার পিতা ইমোরীয় ও মাতা হিৰ্ত্তয়।। ৪ তোমার জন্মের বৃত্তান্ত এই ; তুমি যে দিন জন্মিয়াছিলে, তোমার নাড়ী কাটা হয় নাই, এবং তোমাকে গরিষ্কার করণ।র্থে জলে স্নান করান হয় নাই, তুমি ৫ লবণ মাখান বা পটিতে বেষ্টিত হও নাই। তোমার প্রতি কেহ স্নেহদৃষ্টি করিয়া কৃপা সহকারে ইহার কোন কাৰ্য্য করে নাই, কিন্তু তুমি জন্মদিনে তাপন স্বাভাবিক ঘৃণাৰ্ছ অবস্থাতে মাঠে নিক্ষিপ্ত হইয়াছিলে। ৬ অীর আমি তোমার নিকট দিয়া গমন করিয়৷ যিহিস্কেল । [ > 8 ; ミやー> や ; >お l তোমাকে তোমার রক্তমধ্যে চট্‌ফটু করিতে দেখিলাম, এবং তোমাকে কহিলাম, “তুমি নিজ রক্তে লিপ্ত। হইলেও জীবিত হও, ই, তোমাকে কহিলাম, তুমি ৭ নিজ রক্তে লিপ্ত। হইলেও জীবিত হও’ । আমি তোমাকে ক্ষেত্রস্থ উ স্তজ্জের স্থায় অতিশয় বাড়াইলাম, তাহাতে তুমি বৃদ্ধি পাইয়। বড় হইয়া উঠিলে, গরম শোভা প্রাপ্ত হইলে, তোমার স্তনযুগল পীন ও কেশ দীর্ঘ হইল ; কিন্তু তুমি বিবস্ত্রী ও উলঙ্গিনী ৮ ছিলে। তখন তামি তোমার নিকট দিয়া গমন করিয়া তোমার প্রতি দৃষ্টিপাত করিলাম, দেখ, তোমার সময় প্রেমের সময়, এই জন্ত আমি তোমার উপরে তাপন বস্ত্র বিস্তার করিয়া তোমার উলঙ্গত। আচ্ছাদন করিলাম ; এবং আমি শপথ করিয়া তোমার সহিত নিয়ম স্থির করিলাম, ইহা প্ৰভু সদাপ্রভু কহেন, তাহাতে তুমি ৯ আমার হইলে । পরে আমি তোমাকে জলে স্নান করাই লাম, তোমার গাত্র হইতে সমস্ত রক্ত ধৌত ১০ করিলাম, আর তৈল মর্দন করিলাম। আর আমি তোমাক বিচিত্র পরিচ্ছদ পরাইলাম, তহশচৰ্ম্মের পাদুকা পরইলাম, এবং তোমাকে মদীন-বস্ত্রের ১১ বেষ্টনে বেষ্টিত ও পট্টবস্ত্রে আচ্ছাদন করিলাম। পরে তোমাকে নানা আভরণে বিভুষিত করিলাম, তোমার ১২ হস্তে কঙ্কণ ও গলদেশে হার দিলাম। আমি তোমার নাসিকাতে নথ, কর্ণে দুল ও মস্তকে চারু মুকুট ১৩ দিলাম। এই প্রকারে তুমি স্বর্ণে ও রৌপ্যে পিভূষিত হইলে ; তোমার বস্ত্র মদীন-স্বত্র ও পট্ট দ্বার নিৰ্ম্মিত এবং শিল্প কৰ্ম্ম বিচিত্র হইল, তুমি সুহ্ম স্থজী, মধু ও তৈল ভোজন করিতে, এবং পরমসুন্দরী হইয়। ১৪ অবশেষে রাজ্ঞীর পদ প্রাপ্ত হইলে । তার তোমার সেন্দয্যের জন্ত জাতিগণের মধ্যে তোমার কীৰ্ত্তি ব্যাপিল, কেননা আমি তোমাকে যে শোভা দিয়াছিলাম, তাহ দ্বারা তোমার সেীনধ্য সিদ্ধ হইয়াছিল, ইহ প্ৰভু সদাপ্রভু কহেন । ১৫ পরে তুমি আপন সৌন্দর্ঘ্যে নির্ভর করিয়া নিজ কীৰ্ত্তর অভমানে ব্যভিচারিণী হইলে ; যে কেহ নিকট দিয়া যাহত, তাহার উপরে তোমার ব্যভিচাররূপ জল সেচন করিতে : উহ। তাহারই ভোগ্য হইত। ১৬ আর তুমি আপনার কোন কোন বস্ত্ৰ লই য় আপনার জন্ত চিত্র বিচিত্র উচ্চস্থলা প্রস্তুত কfরয় তাহার উপরে বেষ্ঠাক্রিয় করিতে ; এরূপ হইবেও না, হইবারও নয়। ১৭ আর আমার সুবর্ণ ও আমার রৌপ্য দ্বারা নিৰ্ম্মিত যে সকল চার আভরণ আমি তোমাকে দিয়াছিলাম, তুমি তাহ লইয়। পুরুষাকৃতি প্রতিম নিৰ্ম্মাণ করিয়া ১৮ তাহীদের সহিত ব্যভিচার করতে। আর তুমি আপন বিচিত্র বস্ত্র সকল লইয়। তাহাদিগকে পরিধান করাহতে, এবং আমার তৈল ও আমার ধুপ তাইদের ১৯ সম্মুখে রাখিতে। আর আমি তোমাকে আমার বে খাদ্য দিয়tiছলাম, যে হুগু হুজী, তৈল ও মধু তোমাকে থাইতে দিয়ছিলাম, তাহা তুমি সৌরভাথে তাহদের 680