পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ ७ 5 २०- 8ध्” । ] সম্মুখে রাখিতে ; ইহাই করা হইত, ইহা প্ৰভু সদা প্ৰভু ২• কহেন। আর তুমি, আমার জন্ত প্রস্থত তোমার যে পুত্ৰকস্তাগণ, তাহাদিগকে লইয়। ভক্ষ্যরূপে উহাদের ২১ কাছে উৎসর্গ করিয়াছ। তোমার ব্যভিচার কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমার সন্তানগণকেও বধ করিয়৷ উৎসর্গ করিয়াছ, উহাদের জন্ত [ অগ্নির মধ্য দিয়। ] ২২ গমন করাই য়াছ ? আপনার সমস্ত ঘূণার্হ কার্য্যে ও ব্যভিচারে মগ্ন হওয়াতে তুমি আপন যৌবনাবস্থার সেই সময় স্মরণ কর নাই, যখন তুমি বিবস্ত্রী ও উলঙ্গিনী ছিলে, নিজ রক্তে ছটফট করিতেছিলে । ২৩ আর তোমার এই সকল দুষ্কায্যের পরে—প্ৰভু সদা২৪ প্রভু কহেন, ধিক্ ধিক্ তোমাকে – তুমি আপনার নিমিত্ত টিকরস্থান নিৰ্ম্মাণ করিয়াছ, এবং প্রত্যেক চকে ২৫ উচ্চস্থান প্রস্তুত করিয়াছ। প্রত্যেক পথের মস্তকে তুমি আপনার উচ্চস্থান নিৰ্ম্মাণ করিয়াছ, আপন সৌন্দর্য্যকে ঘৃণাৰ্ছ বস্তু করিয়াছ, প্রত্যেক পখিকের জষ্ঠ আপনার পা খুলিয়া দিয়াছ, এবং আপন বেষ্ঠা২৬ ক্রিয়া বাড়াইয়াছ । আরও তুমি তোমার প্রতিবাসী স্থলমাংস মিশ্রীয়দের সহিত ব্যভিচার করিয়াছ, এবং আমাকে অসন্তুষ্ট করণার্থে তোমার বেষ্ঠাক্রিয়। আরও ২৭ বাড়াইয়াছ। এই জন্ত দেখ, আমি তোমার উপরে হস্ত বিস্তার করিয়া তোমার নিরূপিত বৃত্তি খবর করিলাম ; এবং যাহারা তোমাকে দ্বেষ করে, যে পলেষ্টীয়দের কষ্ঠার তোমার কুকৰ্ম্মের ব্যবহারে লজ্জিত হইয়াছে, তাহীদের ইচ্ছায় তোমাকে সমর্পণ ২৮ করলাম। আরও তুমি তৃপ্ত না হওয়াতে অশূরীয়দের সহিত বেগুifক্রয় করিয়ছ ; কিন্তু তাহীদের সহিত ২৯ ব্যভিচার করলেও তৃপ্ত হও নাই। আর তুমি বাণিজ্যের দেশ কলদিয়। পৰ্য্যন্ত আপন ব্যভিচার বৃদ্ধি ৩• করিয়াছ, কিন্তু ইহাতেও তৃপ্ত হইলে না। প্রভু সদাপ্রভু ক হেন, তোমার হৃদয় কেমন দুৰ্ব্বল । তুমি ত ৩১ এই সমস্ত করিয়াছ, ইহা স্বৈরিণী বেষ্ঠার কায্য ; তুমি প্রত্যেক পথের মস্তকে তোমার টি করস্থান নিৰ্ম্মাণ করিয়াছ, প্রত্যেক চকে তোমার উচ্চস্থান প্রস্তুত করিয়াছ ; ইহাতে তুমি বেস্তাবৎ হও নাই ; তুমি ত ৩২ পণ অবজ্ঞা করিয়াছ। ব্যভিচারিণী স্ত্রী। তুমি আপন স্বামীর পরিবর্তে জারগণকে গ্রহণ করিয়া থাক । ৩৩ লোকে বেষ্ঠামাত্রকেই মুদ্রা দেয়, কিন্তু তুমি আপনার প্রেমিকমাত্রকেই উপহার দিয়াছ, এবং তোমার বেষ্ঠাবৃত্তিক্রমে তাহারা যেন সববদিক হইতে তোমার কাছে ৩৪ আইসে,এই জন্য তাহাদিগকে উৎকোচ দিয়াছ। ইহাতে অন্যান্য স্ত্রী হইতে তোমার বেষ্ঠাৰুত্তি বিপরীত ; ফলতঃ লোকের ব্যভিচারার্থে তোমার পশ্চাদগামী হয় না, আর তুমি কিছু পণ না লইয়। পণ দিয়৷ থাক, ইহাতেই তোমার কাও বিপরীত । ভ৫,৩৬ অতএব, হে বেষ্ঠে, সদাপ্রভুর বাক্য শুন ; প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন,তোমার তাম্র ঢালিয়৷ দেওয়া হইয়াছে, এবং তোমার প্রেমুকগণের সহিত তোমার যিহিস্কেল । ○花〜? ব্যভিচার হেতু তোমার উলঙ্গতা অনাবৃত হইয়ছে, সে জষ্ঠ, এবং তোমার সমস্ত ঘুণৰ্হি পুত্তলর জন্ত, আর তুমি তাহাদিগকে যে রক্ত দিয়াছ, তোমার সন্তানগণের ৩৭ সেই রক্তের জন্ত, দেখ, আমি তোমার সেই সমস্ত প্রেমিককে একত্র করিব, যাঙ্গদের সঙ্গে তুমি রমণ করিয়াছ, এবং যাহাদিগকে তুমি প্রেম করিয়াচ, ও যাহাদিগকে দ্বেষ করিয়াছ ; তোমার বিরুদ্ধে চারিদিক হইতে তাহাদিগকে একত্র করিব,পরে তাহদের সম্মুখে তোমার উলঙ্গতা অনাবৃত করব, তাহতে তাহার। ৩৮ তোমার সমস্ত উলঙ্গত। দেখিবে । আর সতীধৰ্ম্মভ্ৰষ্ট ও রক্তপাতকারিণী স্ত্রীলোকদিগের বিচারের স্থায় আমি তোমার বিচার করিব, এবং ক্রোধের ও অন্তর্জালার ৩৯ রক্ত তোমার উপরে উপস্থিত করিব। আর আমি তাহাদের হস্তে তোমাকে সমর্পণ করিব, তাহাতে তাহার তোমার টিকস্থান ভাঙ্গিয়া ফেলিবে, তোমার উচ্চস্থান সকল উৎপাটন করিবে, তোমাকে বিবস্ত্র করবে, এবং তোমার চারু আভরণ সকল হরণ করিবে ; তাহার তোমাকে বিবস্ত্র ও উলঙ্গিন করিয়া ৪• রাখবে। আর তাহার তোমার বিরুদ্ধে সমাজ আনিবে, প্রস্তরঘাতে তোমাকে বধ করিবে, ও আপন আপন ৪১ খড়গ দ্বারা বিদ্ধ করিবে ; এবং তোমার গৃহ সকল আগুনে পোড়াহয়। দিবে, ও অনেক স্ত্রীলোকের সাক্ষাতে তোমাকে বিচারসিদ্ধ দণ্ড দিবে ; এইরূপে আমি তোমার ব্যভিচার ক্রিয় ক্ষান্ত করাইব, তুমি ৪২ আর পণ দিবে না। আমি তোমার প্রতি আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব, তাহাতে তোমার উপর হইতে আমার অন্তর্জাল যাইবে, আমি ক্ষান্ত হইব, ৪৩ আর অসন্তুষ্ট হইব না । তুমি আপন যে বনাবস্থা স্মরণ কর নাই, কিন্তু এই সকল বিষয়ে আমাকে ক্রুদ্ধ করিয়াছ ; এই জন্ত দেখ, আমিও তোমার কায্যের ফল তোমার মস্তকে দিব, ইহা প্ৰভু সদাপ্রভু কহেন ; ঐ সকল ঘূণার্হ আচরণের পরে তুমি আর কুকৰ্ম্ম করিবে না। দেখ, যে কেহ প্রবাদ ব্যবহার করে, সে তোমার বিরুদ্ধে এই প্রবাদ ব্যবহার কারবে, “ যেমন মাত৷ ৪৫ তেমনি কস্তা' । তুমি নিজ মাতার কন্ত, সেও আপন স্বামীকে ও সন্তানগণকে ঘৃণা করিত; এবং তুমি নিজ ভগিনীদের ভগিনী, তাহারাও আপন আপন স্বামী ও সন্তানগণকে ঘৃণা করিত ; তোমাদের মাতা হিক্তয় ও ৪৬ তোমাদের পিতা ইমেরীয় ছিল। তোমার বড় ভগিনী শমরিয়া, সে আপন কস্তাগণের সহিত তোমার বামদিকে বসতি করে ; এবং তোমার ছোট ভগিনী সদোম, সে আপন কস্তাগণের সহিত তোমার দক্ষিণে বসতি ৪৭ করে । কিন্তু তুমি যে তাহদের পথে গমন করিয়াছ ও তাহদের ঘৃণাৰ্ছ ক্রয়ানুসারে কার্য্য করিয়াছ, তাহ। নহে, বরং উহা লঘু বিষয় বলিয়। আপনার সমস্ত আচার ব্যবহারে তাহীদের ইহতেও ভ্ৰষ্ট হইয়াছ । ৪৮ প্ৰভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তোমার 88 681