পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●" ; >8ー >b ; > ア ] ১৪ গেল ; যেন রাজ্যটা খৰ্ব্ব হয়, আপনাকে উচ্চ করিতে ন পারে, কিন্তু তাহার নিয়ম পালন করিয়া যেন স্থির ১৫ থাকে । কিন্তু সে তাহার ৰিদ্রোহী হইয়া অশ্ব ও অনেক সৈন্ত পাইবার জন্ত মিসরে দূত পঠাইয়। দিল । সে কি কুতকার্য্য হইবে ? এমন কাৰ্য্য যে করে, সে কি রক্ষা পাইবে ? সে ত নিয়ম ভঙ্গ করিয়াছে, তবু ১৬ কি নিস্তার পাইবে প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, যে রাজা তাহাকে রাজ কল্পিল, বাহার শপথ সে তুচ্ছ করিল, ও যাহার নিয়ম সে ভঙ্গ করিল, সেই রাজার বাসস্থানে ও তাহারই নিকটে ১৭ বাবিলের মধ্যে সে মরিবে। আর ফরেীণ পরাক্রান্ত বাহিনী ও মহাসমাজ দ্বারা যুদ্ধে তাহার সাহায্য করিবে না, যদিও অনেক লোকের প্রাণ বিনাশার্থে ১৮ জাঙ্গাল বাধা ও গড় নিৰ্ম্মাণ করা হয় । সে ত শপথ অবজ্ঞা করিয়া নিয়ম ভঙ্গ করিয়াছে ; হুঁ, দেখ, হাত ষোড় করিবার পরেও সে এই সকল কাৰ্য্য করিয়াছে, ১৯ সে রক্ষ। পাইবে না। অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, সে আমার শপথ অবজ্ঞা করিয়াছে, আমার নিয়ম ভঙ্গ করিয়াছে, অতএব আমি ইহার ফল তাহার মস্তকে বর্ভাইব । ২• আর আমি আপন জাল তাহার উপরে পাতিব, সে আমার ফদে ধুত হইবে ; আমি তাহাকে বাবিলে লইয়। যাইব, এবং সে আমার বিরুদ্ধে যে সত্যলঙ্ঘন করিয়াছে, তন্নিমিত্ত সেখানে আমি তাহার বিচার ২১ করিব । তাহার সকল সৈন্তের মধ্যে যত লোক পলাহবে, সকলেই খড়েগ পতিত হইবে, এবং অবশিষ্ট লোকের সর্বব বায়ুর দিকে ছিন্নভন্ন হুইবে তাহাতে তোমরা জানিবে যে, আমি সদাপ্রভু এই কথা বলিয়াছি । প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমিই এরস বুক্ষের উচ্চতম শাখার একটী কলম লইয়া রোপণ করিব, তাহার ডাল সকলের অগ্র হইতে অতি কোমল একটী ডাল ভাঙ্গিয় লইয়। উচ্চ ও উন্নত পৰ্ব্বতে রোপণ ২৩ করিব : ইত্ৰায়েলের উচ্চতার পববতে তাহ রোপণ করিব ; তাহাতে তাহ বহুশাখ ও ফলবামৃ হইয়৷ বিশাল এরস বৃক্ষ হইয়। উঠিবে ; তাহার তলে সৰ্ব্বজাতীয় সকল পক্ষী বাস। কারবে, তাহার শাখার ২৪ ছায়াতেই বাস করিবে । তাহাতে ক্ষেত্রের সমস্ত বৃক্ষ জানিবে যে, আমি সদাপ্রভু উচ্চ বৃক্ষকে খৰ্ব্ব করি য়াছি, খৰ্ব্ব বৃক্ষকে উচ্চ করিয়াছি, সতেজ বৃক্ষকে শুক করিয়াছি, ও শুষ্ক বৃক্ষকে সতেজ করিয়াছি ; আমি সদাপ্রভু ইহ বললাম, আর ইহা করিলাম। ঈশ্বরের হায্য বিচার। মনঃপরিবর্তনার্থ আহবান । পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে δb" ε". "Ε" পস্থিত হইল, “পিতৃপুরুষেরা অম্ল দ্রাক্ষফল খায়, তাই সন্তানদের দাত টকিয় যায়, এই যে

  • R

যিহিস্কেল । ●リア○ প্রবাদ তোমরা ইস্রায়েল-দেশের বিষয়ে বল, ইহাতে ৩ তোমাদের অভিপ্রায় কি ? প্ৰভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, ইস্রায়েলের মধ্যে তোমাদের ৪ এই প্রবাদের ব্যবহার আর করিতে হইবে না । দেখ, সমস্ত প্রাণ আমার ; যেমন পিতার প্রাণ, তদ্রুপ সন্তানের প্রাণও আমার ; যে প্রাণী পাপ করে, সেই মরিবে । ও পরস্তু কোন ব্যক্তি যদি ধাৰ্ম্মিক হয় এবং দ্যায় ৬ ও ধৰ্ম্মাচরণ করে, পৰ্ব্বতের উপরে তোজন করে নাই, ইস্রায়েল-কুলের পুত্তলিগণের প্রতি দৃষ্টিপাত করে নাই, আপন প্রতিবাদীর স্ত্রীকে ভ্ৰষ্ট করে নাই, ও ঋতু৭ মত স্ত্রীর নিকটেও যায় নাই ; এবং কাহারও প্রতি দৌরাত্ম্য করে নাই, ঋণীকে বন্ধক ফিরাইয়া দিয়াছে, কাহারও দ্রব্য বলপূর্বক অপহরণ করে নাই, ক্ষুধিতকে অন্ন দিয়াছে ও উলঙ্গকে বস্ত্র পরাইয়াছে, ৮ স্বদের লোভে ঋণ দেয় নাই, কিছু বুদ্ধি লয় নাই, অস্তায় হইতে আপন হস্ত ফিরাইয়াছে, মনুষ্যদের মধ্যে ৯ যথার্থ বিচার করিয়াছে, আমার বিধপথে গমন করিয়াছে, এবং সত্য আচরণের উদ্দেন্তে আমার শাসনকলাপ পালন করিয়াছে, তবে সেই ব্যক্তি ধাৰ্ম্মিক ; সে অবগু বঁচিবে, ইহা প্ৰভু সদ প্রভু কহেন । ১• কিন্তু সেই ব্যক্তির পুত্র যদি দম্য ও রক্তপাতকারী হয়, এবং সেই প্রকার কোন একটা কাৰ্য্য করে : ১১ সেই সকল [ কৰ্ত্তব্যের ] কোৰ কৰ্ম্ম না করে ; যদি পৰ্ব্বতের উপরে ভোজন করিয়া থাকে, ও আপন প্রতি১২ বাসীর স্ত্রীকে ভ্ৰষ্ট করিয়৷ থাকে, দুঃখী দরিত্রের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকে, পরের দ্রব্য বলপূর্বক আপহরণ করিয়া থাকে, বন্ধক দ্রব্য ফিরাইয়। না দিয়৷ থাকে, এবং পুত্তলিগণের প্রতি দৃষ্টিপাত করিয়া থাকে, ১৩ ঘুণাৰ্ছ কাৰ্য্য করিয়া থাকে ; যদি স্বদের লোভে ঋণ দিয়া থাকে, ও বৃদ্ধি লইয়া থাকে, তবে সে কি বাচিবে ? সে বাচিবে না ; সে এই সকল ঘুণীহঁ কাৰ্য্য করিয়াছে : সে মরিবেই মরিবে ; তাহার রক্ত তাহারই উপরে বৰ্ত্তিবে । ১৪ আবার দেখ, ইহার পুত্র যদি আপন পিতার কুত্ত সমস্ত পাপ দেখিয়া বিবেচনা করে, ও তদনুযায়ী কাৰ্য্য ১৫ ন করে, পৰ্ব্বতের উপরে ভোজন করে নাই, ইস্রায়েলকুলের পুত্তালগণের প্রতি দৃষ্টিপাত করে নাই, আপন ১৬ প্রতিবাসীর স্ত্রীকে ভ্ৰষ্ট করে নাই, কাহারও প্রতি দোরাত্ম্য করে নাই, বন্ধক দ্রব্য রাখে নাই, কাহারও দ্রব্য বলপূর্বক অপহরণ করে নাই, কিন্তু ক্ষুধিতকে ১৭ অন্ন দিয়াছে ও উলঙ্গকে বস্ত্র পরাইয়াছে, দুঃখী লোকের প্রতি উপদ্রব হইতে আপন হস্ত নিবারণ করিয়াছে, সুদ বা বৃদ্ধি লয় নাই, আমার শাসন সকল পালন করিয়াছে ও আমার বিধিপথে গমন করিয়াছে, তবে সে আপন ১৮ পিতার অপরাধে মরিবে না, সে অবগু বাচিবে। কিন্তু তাহার পিত। ভারী উপদ্রব করিত, ভ্রাতার দ্রব্য বলপূৰ্বৰক অপহরণ করিত, স্বজাতীয় লোকদের মধ্যে 683