পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*● ; *ーマや1] সন্মুখে বসিল। তখন সদাপ্রভুর এই বাক্য আমার ও নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েলের প্রাচীনবর্গের সহিত আলাপ করিয়৷ তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা কি আমার কাছে অন্বেষণ করিতে আসিয়াছ প্ৰভু সদাপ্রভু ৰূহেন, আমার জীবনের দিষ্য, আমি তোমাও দিগকে আমার কাছে অন্বেষণ করিতে দিব না । হে মনুষ্য-সন্তান, তুমি কি তাহদের বিচার করিবে ? তুমি কি তাহদের বিচার কারবে । তবে তাঁহাদের পিতৃপুরুষদের ঘৃণাৰ্ছ ক্রিয় সকল তাহাদিগকে জ্ঞাত e কর ; আর তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি যে দিন ইস্রায়েলকে মনোনীত করিয়াছিলাম, যাকোবের কুলজাত বংশের পক্ষে হস্ত উত্তোলন করিয়াছিলাম, মিসর দেশে তাহদের কাছে আপনার পরিচয় দিয়াছিলাম, যখন তাহাদের পক্ষে হস্ত উত্তোলন করিয়া বলিয়াছিলাম, আমিই তোমাদের ঈশ্বর ও সদাপ্রভু ; সেই দিন তাহদের পক্ষে হস্ত উত্তোলন করিয়৷ [বলিয়াছিলাম ] যে, আমি তাহাদিগকে মিসর দেশ হইতে বাহির করিব, এবং তাহাদের জন্ত যে দেশ অনুসন্ধান করিয়াছি, সর্বব দেশের ভূষণস্বরূপ সেই ৭ দুগ্ধমধুপ্রবাহী দেশে লইয়া যাইব ; আর আমি তাহাদিগকে বলিয়াছিলাম, তোমরা প্রত্যেক জন আপন আপন নয়নরঞ্জন ঘৃণাৰ্হ বস্তু সকল দূর কর, এবং মিসরের পুত্তলিগণ দ্বারা আপনাদিগকে অশুচি করিও ৮ না ; আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু। কিন্তু তাহার আমার বিরুদ্ধাচারী হইল, আমার কথা শুনিতে অসম্মত হইল, আপন আপন নয়নরঞ্জন ঘৃণাৰ্ছ বস্তু সকল দূর করিল না, এবং মিসরের পুত্তলিগণকেও ছা ভুল না ; তাহাতে আমি বলিলাম, আমি তাহদের উপরে আমার কেপ ঢালিব, মিসর দেশের মধ্যে তাহাদিগেতে আমার ৯ ক্রোধ সাধন করিব। কিন্তু আমি আপন নামের অনুরোধে কাৰ্য্য করলাম ; যেন আমার নাম সেই জাতিগণের সাক্ষাতে অপবিত্রীকৃত না হয়, যাহাদর মধ্যে তাহারা বাস করিতেছিল, ও যtহাদের সাক্ষাতে আমি তাহাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনাতে আপনার পরিচয় দিয়াছিলাম । ১• পরে আমি তাহাদিগকে মিসর দেশ হইতে বাহির ১১ করিয়া প্রান্তরে আনিলাম। আর আমি তাহাদিগকে আমার বিধিকলাপ দিলাম, ও আমার শাসনকলাপ জ্ঞাত করিলাম, যাহা পালন করিলে তদ্বারা মনুষ্য ১২ বীচে। আর আমিই যে তাহাদের পবিত্রকারী সদাপ্রভু, ইহ জনাইবার জন্ত আমার ও তাহীদের মধ্যে চিহ্নস্বরূপে আমার বিশ্রামদিন সকলও তাহাদিগকে ১৩ দিলাম। কিন্তু ইস্রায়েল-কুল সেই প্রান্তরে তামার বিরুদ্ধাচারী হইল ; আমার বিধিপথে চলিল না, এবং আমার শাসনকলাপ অগ্রাহ করিল, ষাহা পালন করিলে তদ্বারা মনুষ্য বঁাচে ; আর আমার বিশ্রামদিন সকল অতিশয় অপবিত্র করিল ; তখন আমি যিহিস্কেল। やレ@ কহিলাম, আমি তাহাদিগকে সংহীর করিবার জন্ত ১৪ প্রান্তরে তাহদের উপরে আমার কোপ ঢালিব। কিন্তু আমি আপন নামের অনুরোধে কাৰ্য্য করিলাম, যেন সেই জাতিগণের সাক্ষাতে আমার নাম অপবিত্রীকৃত সী হয়, যাহাঁদের সাক্ষাতে তাহাদিগকে বাহির করিয়া ১৫ আনিয়াছিলাম। অধিকন্তু আমি প্রান্তরে তাঁহাদের বিপক্ষে হস্ত উত্তোলন করিলাম, বলিলাম, আমি সৰ্ব্ব দেশের ভূষণ যে দুগ্ধমধুপ্রবাহী দেশ তাহাদিগকে প্রদান করিয়াছি, সেই দেশে তাহাদিগকে লইয়া যাইব না : ১৬ কারণ তাহার। আমার শাসনকলাপ অগ্রাহ করিত, আমার বিধিপথে চলিত না, ও আমার বিশ্রামদিন অপবিত্র করিত, কেনন। তাহদের অন্তঃকরণ তাহাদের ১৭ পুত্তালগণের অনুগামী ছিল । কিন্তু তাহাদিগের বিনাশ সাধনে আমার চক্ষুলজ্জ হইল, এই জম্ভ আমি সেই প্রান্তরে তাহাদিগকে সংহার করিলাম না। আর সেই প্রান্তরে আমি তাহীদের সন্তানগণকে কহিলাম, তোমরা আপনাদের পিতৃগণের বিধিপথে চলিও না, তাহাদের শাসনকলাপ মানিও না, ও তাঁহাদের পুত্তলিগণ দ্বারা আপনাদিগকে অশুচি করিও না : ১৯ আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু ; আমারই বি,ধপথে চল, ও আমারই শাসনকলাপ রক্ষা কর, পালন কর : ২• আর আমার বিশ্রামদিন পবিত্র কর, তাহাই আমার ও তোমাদের মধ্যে চিহ্নস্বরূপ হইবে, যেন তোমরা জানিতে পার যে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু। ২১ তথাপি সেই সন্তানগণ আমার বিরুদ্ধাচারী হইল : তাহারা আমার বিধিপথে চলিল না, এবং তামার শাসনকলাপ পালনার্থে রক্ষা করিল না, যাহা পালন করিলে তদ্বারা মনুষ্য বঁাচে ; তাহার। আমার বিশ্রামদিনও অপবিত্র করিল , তখন আমি কহিলাম, আমি তাহীদের উপরে আপন কোপ ঢালিব, প্রান্তরে তাহা২২ দিগেতে আপন ক্রোধ সাধন করিব। তথাপি তামি হস্ত আকর্ষণ করলাম, আপন নামের অনুরোধে কাৰ্য্য করিলাম, যেন সেই জাতিগণের সাক্ষাতে আমার নাম অপবিত্র কুত না হয়, যাহদের সাক্ষাতে তাহাদিগকে ২৩ বাহির করিয়৷ অনিয়াছিলাম। অধিকন্তু আমি প্রান্তরে তাহাদের বিপক্ষে হস্ত উত্তোলন করিলাম, বলিলাম, তাহাদিগকে জাতিগণের মধ্য ছিন্নভিন্ন করিব, নানা ২৪ দেশে বিকীর্ণ করিব ; কারণ তাহার। আমার শাসনকলাপ পালন করিল না, আমার বিধি কলাপ অগ্রাহ করিল, আমার বিশ্রমদিন অপবিত্র করিল, ও তাঁহাদের পিতাদের পুত্তালগণে তাহদের চক্ষু আসক্ত থাকিল । ২৫ অধিকন্তু যাহ। মঙ্গলজনক নয়, এমন বিধিকলাপ, এবং যদ্বার। কেহ বাচিতে পারে না, এমন শাসনকলাপ, ২৬ তাহাদিগকে দিলাম। তাহার। গৰ্ত্ত উন্মোচক সমস্ত সন্তানকে [ অগ্নির মধ্য দিয়া ] গমন করাইত, তাই আমি তাহাদিগকে আপন তাপন উপহারে অশুচি হইতে দিলাম, যেন আমি তাহাদিগকে ধ্বংস করি, যেন তাহার। জানিতে পারে যে, আমিই সদাপ্রভু । Sto 685