পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sమె& ৮ প্ৰভু সঙ্গাপ্রভু এই কথা কহেন, মোয়াব ও সেয়ীর কহিতেছে, দেখ, যিহূদা-কুল অন্ত সকল জাতির তুল্য। ৯ এই জন্ত দেখ, আমি মোয়াবের স্কন্ধ নগরসমূহের দিকে খুলিয়। দিব, অর্থাৎ চতুর্দিকৃস্থ তাহার সকল নগরে, বিশেষতঃ দেশের ভূষণ বৈৎ-যিশীমোতে, ১০ বালুমিয়োনে ও কিরিয়াথয়িমে, অন্মোন-সন্তানদের বিরুদ্ধে পুৰ্ব্বদেশের লোকদের জন্ত পথ প্রস্তুত করিয়া দেশ অধিকারার্থে দিব, এইরূপে জাতিগণের মধ্যে অম্মোন-সন্তানের আর স্মৃতিপথে আসিবে ১১ না। আর আমি মোয়াবকে বিচারসিদ্ধ দণ্ড দিব, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু। ১২ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইদোম প্রতিশোধ লইবার ভাবে যিহুদী-কুলের প্রতি কৰ্ম্ম করিয়াছে, ও নিতান্ত দণ্ডনীয় হইয়াছে, তাহদের প্রতিশোধ লইয়াছে; ১৩ এই জন্ত প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, আমি ইদোমের উপরে আপন হস্ত বিস্তার করিব, তাহার মধ্য হইতে মনুষ্য ও পশু উচ্ছিন্ন করিব, আমি তৈমন অবধি তাহার দেশ উৎসন্ন স্থান করিব, ও দদান পৰ্য্যন্ত ১৪ তাহার লোক খড়েগ পতিত হইবে। আর ইদোমের উপরে আমার প্রতিশোধ লইবার ভার আমার প্রজা ইস্রায়েলের হস্তে সমর্পণ করিব, তাহাতে আমার যেরূপ ক্রোধ ও যেরূপ কোপ, তাহার। ইদোমের প্রতি তদনুরূপ ব্যবহার করিবে, তখন উহার। আমার প্রতিশোধ-গ্রহণ জ্ঞাত হুইবে ; ইহা সদাপ্রভু বলেন । প্রভু সদাপ্রভু এই কথা কহেন,পলেষ্টীয়ের প্রতিশোধ লইবার ভাবে কৰ্ম্ম করিয়াছে, ই, চিরশত্রুত প্রযুক্ত বিনাশ করণার্থে প্রাণের অবজ্ঞার সহিত প্রতিশোধ ১৬ লইয়াছে; এই জন্ত প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি পলেষ্টীয়দের উপরে আপন হস্ত বিস্তার করিব, করেখায়দিগকে কৰ্ত্তন করব, এবং সমুদ্রের উপকূলের ১৭ অবশিষ্ট সকলকে বিনষ্ট করিব। আর আমি কোপজনিত বিবিধ ভৎসনা দ্বার। তাহাদিগের ভারী প্রতিশোধ লইব ; আমি যখন তাহাদিগের প্রতিশোধ লইব, তখন তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু। @● সোর ও সীদোনের বিরুদ্ধে ভাববাণী । ર૭ অীর একাদশ বৎসরে, মাসের প্রথম দিবসে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত ২ হইল, হে মনুষ্য-সন্তান, যিরশালেমের বিষয়ে সোর বলিয়াছ, ‘বাহব, জাতিগণের পুরদ্বার ভগ্ন হইল ; সে আমার দিকে ফিরিয়াছে ; আমি পুর্ণ হইব, সে ত ও উচ্ছিন্ন হইয়াছে : এই জন্ত প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, হে সোর, দেখ, আমি তোমার বিপক্ষ ; সমুদ্র যেমন তরঙ্গ উঠায়, তেমনি তোমার বিপক্ষে আমি as অনেক জাতিকে উঠাইব । তাহারা সোরের প্রাচীর বিনষ্ট করবে, তাহার উচ্চগৃহ সকল ভাঙ্গিয় ফেলিবে ; এবং আমি সেই নগরের ধুলি তাহ হইতে চাচিয় ৰিহিস্কেল । [ ২৫ ; ৮–২৬ ঃ ১৮ । e ফেলিক, ও তাঁহাকে শুষ্ক পাষাণ করিব। সে সমুদ্রের মধ্যে জাল বিস্তার করিবার স্থান হইবে, কেনন। আমিই ইহা কহিলাম, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন ; আর ৬ সে জাতিগণের লুটদ্রব্য হইবে। আর জনপদে তাহার যে কষ্ঠাগণ আছে, তাহার খড়েগ নিহত হইবে : তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু। ৭ কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি উত্তরদিক্ হইতে অশ্ব, রথ ও অশ্বারোহিগণের এবং জনসমাজের ও অনেক সৈন্তের সহিত রাজাধিরাজ বাবিলরাজ নবুখদরিৎসরকে আন৷ইয়া সোরে উপস্থিত করিব। ৮ সে জনপদে অবস্থিত। তোমার কন্যাদিগকে খড়গাঘাতে বধ করিবে, তোমার বিরুদ্ধে গড় গাধিবে, তোমার বিরুদ্ধে জাঙ্গাল বাধিবে, ও তোমার বিরুদ্ধে ঢাল ৯ উত্তোলন করবে। আর সে তোমার প্রাচীরে দুর্গভেদক যন্ত্র স্থাপন করিবে, ও আপন তীক্ষ অস্ত্র ১• দ্বার তোমার উচ্চগৃহ সকল ভাঙ্গিয় ফেলবে । তাহার অশ্বগণের বাহুল্য প্রযুক্ত তাহদের ধূলি তোমাকে আচ্ছাদন করবে ; সে যখন ভগ্নপ্রাচীর নগরে প্রবেশের দ্যায় তোমার দ্বার সকলের ভিতরে যাইবে, তখন অশ্বারোহীদের, চক্রের ও রথের শব্দে তোমার ১১ প্রাচীর কঁাপিবে। সে আপন অশ্বগণের খুরে তোমার সমস্ত পথ দলিত করিবে, খড়গ দ্বারা তোমার প্রজাদিগকে বধ করিবে, ও তোমার পরাক্রমস্থচক স্তস্ত ১২ সকল ভূমিসাৎ হইবে। উহার তোমার সম্পত্তি লুট করিবে, তোমার বাণিজ্যদ্রব্য হরণ করবে, তোমার প্রাচীর ভাঙ্গিয় ফেলবে, ও তোমার মনোরম্য গৃহ সকল ধ্বংস করিবে ; এবং তাহার তোমার প্রস্তর, ১৩ কাষ্ঠ ও ধূলি জলমধ্যে নিক্ষেপ করিবে। আর আমি তোমার গানের শব্দ নিবৃত্ত করিব ; এবং তোমার ১৪ বীণাধবনি আর শুনা যাইবে না। আর আমি তোমাকে শুষ্ক পাষাণ করিব ; তুমি জাল বিস্তার করিবার স্থান হইবে ; তুমি আর নিৰ্ম্মিত হইবে না ; কেননা আমি সদাপ্রভু ইহা কহিলাম, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন। ; ১৫ প্রভু সদাপ্রভু সোরকে এই কথা কহেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহতগণের কোকানিতে ও ভয়ানক নরহত্যায় উপকুল সকল কি ১৬ কাপিবে না ? তখন সমুদ্রের অধ্যক্ষগণ সকলে আপন আপন সিংহাসন হইতে না মবে, আপন আপন পরিচ্ছদ ত্যাগ করবে, শিল্পকৰ্ম্মের বস্ত সকল খুলিয়৷ ফেলিবে ; তাহার। ত্রাস পরিধান করিবে ; তাহার ভূমিতে বসিবে, অনুক্ষণ ত্ৰাসযুক্ত থাকিবে ও তোমার ১৭ বিষয়ে বিস্ময়াপন্ন হইবে । আর তাহার তোমার বিষয়ে বিলাপ করিয়া তোমাকে বলিবে, হে সমুদ্রোৎপন্ন স্থানানবাসিন, তুমি কিরূপ বিনষ্ট হইলে । সেই বিখ্যাত। পুরী স্বনিবাসীদের সহিত সমুদ্রে পরাক্রান্ত। ছিল, তাহার। তাহার সমস্ত অধিবাসীর উপর অহা১৮ দের ভয়হঁত। অপণ করিত । এখন তোমার পতনের দিনে উপকূল সকল কাপিতেছে, তোমার শেৰগতিতে 692