পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ ७ ; २० - ९ १ ; २४ ॥ ] ১৯ সমুদ্রে স্থিত দ্বীপ সকল বিহ্বল হইতেছে। কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যখন আমি নিব৷সিহঁনি নগর সকলের ছায় তোমাকে উচ্ছিন্ন নগর করিব, যখন আমি তোমার উপরে জলধি উঠাইব ও মহৎ ২৬ জলরাশি তোমাকে আচ্ছাদন করিবে, তখন আমি তোমাকে গর্তগামীদের সঙ্গে প্রাক্কালীন লোকদের নিকটে নামাইব, এবং অধোভুবনে, চিরোৎসন্ন স্থানে, গৰ্ত্তগামী সকলের সঙ্গে বাস করাইব, তাহাতে তুমি আর বসতিস্থান হইবে না ; কিন্তু জীবিতদিগের দেশে ২১ আমি শোভা স্থাপন করিব * । আমি তোমাকে ত্রাসস্বরূপ করিব, তুমি আর হইবে না ; লোকের তোমার অন্বেষণ করিলেও আর কখনও তোমাকে পাইবে না, ইহ প্ৰভু সদাপ্রভু বলেন। ՀԴ আবার সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য-সন্তান, তুমি সোরের ৩ বিষয়ে বিলাপ কর । সোরকে বল, হে সমুদ্রের প্রবেশস্থান নিবাসিনি, অনেক উপকূলে জাতিগণের বণিক, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সোর, তুমি ৪ বলিতেছ, আমি পরমহন্দরী । সমুদ্রগণের মধ্যস্থলে তোমার স্থান আছে ; তোমার নিৰ্ম্মাণকারীরা তোমার ৫ সৌন্দৰ্য্য সিদ্ধ করিয়াছে। তাহারা সনরীয় দেবদারু কান্তে তোমার সমস্ত তক্ত প্রস্তুত করিয়াছে, তোমার জন্ত মাস্তুল প্রস্তুত করণার্থে লিবানোন হইতে এরস বৃক্ষ ৬ গ্রহণ করিয়াছে। তাহার। বাশন দেশীয় অল্লোন বৃক্ষ হইতে তোমার দাড় প্রস্তুত করিয়াছে ; কিৰ্ত্তীয় উপকুলসমূহ হইতে আনীত তাশূর কাঠে খচিত হস্তিদন্ত ৭ দ্বার তোমার তক্তা নিৰ্ম্মাণ করিয়াছে। তোমার পতাক। হইবার জন্ত মিসর হইতে আনীত স্বচ-কৰ্ম্মে চিf ত মদীনা বস্ত্র তোমার পাইল ছিল ; ইলশার উপকুলসমূহ হইতে আনীত নীল ও বেগুনে বস্ত্র তোমার ৮ আচ্ছাদন ছিল । সীদোন ও অবদ-নিবাসিগণ তোমার দাড়ী ছিল ; হে সোর, তোমার জ্ঞানবনের তোমার ৯ মধ্য তোমার কর্ণধার ছিল । গবলের প্রাচীনবর্গ ও জ্ঞানবানের তোমার মধ্যে তোমার ছিদ্র-প্রতীকারক ছিল । সমুদ্রগামী সমুদয় জাহাজ ও তাহীদের নাবিকগণ তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করিবার জন্ত ১• তোমার মধ্যে ছিল। পারস, লুদ ও পুট দেশীয়ের৷ তোমার দৈস্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল ; তাহারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্র টাঙ্গ হয়। রাখিত ; ১১ তাহারাই তোমার শোভ। সম্পাদন করিয়াছে। অবদের লোক তোমার সৈন্তসীমান্তর সহিত চারিদিকে তোমার প্রাচীরের উপরে ছিল, যুদ্ধবীরের তোমার সকল উচ্চগৃহে ছিল ; তাহার। চারিদিকে তোমার প্রাচীরে আপন তাপন ঢাল টাঙ্গাই ত : তাহারাই তোমার ১২ সেন্দধ্য সিদ্ধ করিয়াছে। সববপ্রকার ধনের প্রাচুৰ্য্য

  • ( বা এবং জীবিতদের দেশে তোমার শোভ। আর দেখাইবে না । - - *

যিহিস্কেল। S SO প্রযুক্ত তশীশ তোমার বণিক ছিল ; তাহার রৌপ্যলৌহ, দস্ত ও সীসা দিয়া তোমার পণ্য পরিশোধ । ১৩ করিত। যবন, তুবল ও মেশক তোমার ব্যবসায়ী ছিল ; তাহারা মনুষ্যর প্রাণ ও তৈজস পাত্ৰ দিয়া ১৪ তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করিত। তোগমকুলের লোকের ঘোটক, যুদ্ধাশ্ব ও অশ্বতর আনিয়া ১৫ তোমার পণ্য পরিশোধ করিত ৷ দদান-সন্তানের তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হট ছিল ; তাহারী হস্তিদন্তের শৃঙ্গ ও আবলুস ১৬ কান্ত তোমার মূল্যরূপে অনিত। তোমার নিৰ্ম্মিত দ্রব্যের বাহুল্য প্রযুক্ত আরাম তোমার বণিক্‌ ছিল ; তথাকার লোকেরা তাম্রমণি, বেগুন ও বুটাদার বস্ত্র, মসীন-বস্ত্র এবং প্রবাল ও পদ্মরাগমণি দিয়া তোমার ১৭ পণ্য পরিশোধ করিত। যিছুদ। এবং ইস্রায়েল-দেশ তোমার ব্যবসায়ী ছিল ; তথাকার লোকের। মিন্নীতের গোধূম, পক্কান্ন, মধু তৈল ও তরুসার দিয়া তোমার ১৮ বাণিজ্যদ্রব্যের বিনিময় করিত। সববপ্রকার ধনবাহুল্য হেতু তোমার নিৰ্ম্মিত দ্রব্যের প্রচুয্য প্রযুক্ত দম্মেশক তোমার বণিক্‌ ছিল, তথাকার লোকের হিল্‌বোনের দ্রাক্ষারস ও শুভ্র মেষলোম আনিত । ১৯ বদন ও যবন উষল হইতে আসিয়া তোমার পণ্য পরিশোধ করিত ; তোমার বিনিমেয় দ্রব্যের মধ্যে ২০ কান্তলোঁহ, কণশ ও দারুচিনি থাকিত। দদান রথে বিস্তরণীয় দুলিচ সম্বন্ধে তোমার ব্যবসায়ী ছিল । ২১ আরব, এবং কেদরের তাধ্যক্ষের সকলে তোমার করায়ত্ত বণিক ছিল, মেষশাবক, মেষ ও ছাগ, এই ২২ সকল বিষয়ে তাহার তোমার বণিক ছিল । শিবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল : তাহার। সৰ্ব্বপ্রকার শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সববপ্রকার বহুমূল্য প্রস্তর এবং স্বর্ণ দিয়া তোমার পণ্য পরিশোধ ২৩ করিত। হারণ, কন্নী, এদন, শিবার এই ব্যবসায়ীরা, এবং অশুর ও কিলমদ তোমার ব্যবসায়ী ছিল। ২৪ ইহার তোমার ব্যবসায়ী ছিল ; ইহার অপূর্ব বস্ত্র এবং নীলবর্ণ ও বুটাদার প্রাবরণ ও শিল্পিত বস্ত্র, রজুবদ্ধ এরস কgময় সিন্দুকে করিয়া, তোমার ২৫ বিক্রয়স্থানে আনয়ন করত। তশীশর জাহাজ সকল দ্রব্য-বিনিময়ে তোমার কা ফল ছিল ; এইরূপে তুমি পরিপূর্ণ ছিলে, সমুদ্রগণের মধ্যস্থলে অতিশয় প্রতাপান্বিত ছিলে । তোমার দাড়ীর তোমাকে প্রশস্ত জলে লইয়৷ গিয়াছে ; পূৰ্ব্বীয় বায়ু সমুদ্রগণের মধ্যস্থলে তোমাকে ২৭ ভাঙ্গিয় ফেলিয়াছে । তোমার ধন, তোমার পণ্যদ্রব্যসমূহ, তোমার বিনিমেয় দ্রব্য সকল, তোমার নাবিকগণ,তোমার কর্ণধারেরা, তোমার ছিদ্র প্রতকারকগণ ও দ্রব্য বিনিময়-কারীর, এবং তোমার মধ্যবৰ্ত্তী সমস্ত যোদ্ধ। তোমার মধ্যস্থিত জনসমাজের সঙ্গে তোমার পতনের দিন সমুদ্রগণের মধ্যস্থলে পতিত হইবে। ২৮ তোমার কর্ণধারদের ক্রদনের শব্দে উপনগর সকল ૨૭ 698