পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* о & গণ, তোমরা আপনাদের শাখা বাড়াইয়। আমার প্রজা ইস্রায়েলকে আপন আপন ফল দিবে, কেননা তাহা১ দের আগমন সন্নিকট। কারণ দেখ, আমি তোমাদের সপক্ষ এবং আমি তোমাদের প্রতি ফিরিন, তাহাতে ১৭ তোমণিগেতে চাস ও বীজ বপন হইবে। আর আমি তোমাদের উপরে মনুষ্যদিগকে, সমস্ত ইস্রায়েল-কুলকে, তাহার সকলকেই বহুসংখ্যক করিব ; আর নগর সকল বসতিfবশিষ্ট হইবে, এবং ধ্বংসিত স্থান সকল ১১ নিৰ্ম্মিত হইবে। আর আমি তোমাদের উপরে মনুষ। ও পশু-ক বহুসংখ্যক করিব, তাহতে তাহার। বদ্ধিষ্ণু ও বহুপ্রজ হইবে ; এবং আমি তোমাদিগকে পূৰ্ব্বকালের স্তায় বসতিস্থান করিল, এবং তোমাদের আদিম দশ৷ অপেক্ষ। অধিক মঙ্গল তোমাদিগকে দিব ; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু। ১২ আমি তোমাদের উপর দিয়া মনুষ্যদিগকে, আমার প্রজী ইস্রায়েলকে, যাতায়াত করাহব ; তাহার তোমাকে ভোগ করবে, ও তুমি তাহদের অধিকার-ভুম হইবে, এখন হইতে তাহাদিগকে আর সন্তান-বিহীন ১৩ করিবে না। প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, তাহার। তোমাকে মনুষ্য গ্রাসক ও নিজ জাতির সন্তান-নাশক ১৪ বলে ; এই জন্য তুম আর মনুষ্যদিগকে গ্রাস করিবে ন, এবং তোমার জাতিকে আর সন্তান-বিহীন করিবে ১৫ নী, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন। আমি তোমাকে আর জাতিগণের অপমান বাক্য শুনাইব না, তুমি আর লোকদিগের টিটু কারির ভার বহন করিবে না, এবং তোমার জাতির বিঘ্ন তার জন্মাইবে না, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন । ১৬ আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত ১৭ হুইল, হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল যখন আপনাদের ভূমিতে বাস করত, তখন আপন আপন আচরণ ও ক্রিয়। দ্বারা তাহ অশুচি করিত : তাহদের আচরণ আমার দৃষ্টিতে স্ত্রীলোকের পৃথকৃস্থিতি কালীন অশোচের ১৮ তুল্য বোধ হইল। অতএব সেই দেশে তাহীদের সেচিত রক্ত প্রযুক্ত, এবং তাহদের পুত্তালগণ স্বার। দেশ অশুচি করণ প্রযুক্ত, তামি তাহদের উপরে আপন ১৯ কেপ সেচন করলাম । আর আমি তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিলাম, এবং তাeার নান। দেশে বিকীর্ণ হইল ; তাহীদের আচরণ ও ক্রিয় ২• তনুসারে আliম তাহদের বিচার কfরলাম। আর তাহার। যেখান গেল, সেইখানে জাতিগণের নিকটে গিয়া আমার পবিত্র নাম অপবিত্র করিল ; কেননা লোকে তাহদের বিষয়ে বলিত, উহার সদাপ্রভুর প্রজ, ২১ এবং তাহারই দেশ হইতে বাহির হইয়াছে । কিন্তু আমি আমার সেই পবিত্র নামের তনুরোধে দয়াদ্র হইলাম, যাই। হস্রায়েল-কুল, জtfতগণের মধ্যে যেখানে গিয়াছে, সেইখনে অপবিত্র করিয়াছে । ২২ অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্ৰভু সদাও ভু এই ৰথ। কুইন, হে হস্ৰয়েল-কুল, আমি তোমাদে4 বিহিস্কেল । [○や ; >ーやe নিমিত্ত কার্যা করিতেছি, তাই নয়, কিন্তু আমার সেই গবিত্র নামের অনুরোধে কাৰ্য্য করিতেছি, যাহা তোমরা যেখানে গিয়াছ, সেইখানে জাতিগণের মধ্যে ২৩ অপবিত্র করিয়াছ । আমি আমার সেই মহৎ নাম পবিত্র করিব, যাহা জাতিগণের মধ্যে অপবিত্রীকৃত হইয়াছে, বাহা তোমরা তাহীদের মধ্যে অপবিত্র করিয়াছ : আর জাতিগণ জানিবে যে, আমিই সদ্ধাপ্ৰভু, যখন আমি তাঁহাদের সাক্ষাতে তোমাদিগেতে পবিত্র ২৪ বলিয়। মান্ত হইব, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন। কারণ আমি জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে গ্ৰহণ করিব, দেশসমূহ হইতে তোমাদিগকে সংগ্ৰহ করিব, ও তোমাদেরই দেশে তোমাদিগকে উপস্থিত করিব। ২৫ আীর আমি তোমাদের উপরে শুচি জল প্রক্ষেপ করিব, তাহাতে তোমরা শুচি হইবে ; আমি তোমাদের সকল অশৌচ হইতে ও তোমাদের সকল পুত্তলি হইতে তোমা২৬ দিগকে শুচি করিব। আর আমি তোমাদিগকে নুতন হৃদয় দিব, ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব ; আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব। ২৭ আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব, এবং তোমা,দগকে আমার বি ধপথে চালাইব, তোমর। আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে । ২৮ আর আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমর বাস করিবে ; আর তোমরা আমার প্রজ৷ হইবে, এবং আমিই তোমাদের ২৯ ঈশ্বর হইব । আমি তোমাদের সমস্ত অশুচিত হইতে তেমদিগকে পরিত্রাণ করিব ; এবং গোধুম তাহবান করিয়া প্রচুর কারয়। দিব, তোমাদের উপরে ছুভিক্ষ৩• ভার অর্পণ করিব না । আমি বৃক্ষের ফল ও ক্ষেত্রোৎপন্ন দ্রব্য প্রচুর করিয়৷ দিব, যেন জাতিগণের মধ্যে তোমরা আর দুর্ভিক্ষ জন্ত টিটুকারি ভোগ না কর। ৩১ তখন তোমরা আপনাদের মন্দ আচরণ ও অসৎক্রিয়া সকল স্মরণ করবে, এবং আপনাদের অপরাধ ও জঘন্ত কাৰ্য্য প্রযুক্ত আপনাদের দৃষ্টি-ত আপনাদিগকে অতি৩২ শয় ঘুণ করিবে। প্ৰভু সদাপ্রভু বলেন, তোমরা জানিও, আliম তোমাদের নিমিত্ত এ কায্য করিতেছি, তাই নয় ; হে হস্রায়েল কুল, তোমরা আপনাদের ৩ও আচরণ প্রযুক্ত লজ্জিত ও বিষন্ন হও । প্ৰভু সদাপ্রভু এই কথা কcহন, যে দিন আমি তোমাদের সকল অপরাধ হইতে তোমাদিগকে শুচি করিব, সেই দিন নগর সকলকে বসতি বিশিষ্ট করব, এবং উৎসন্ন স্থান ৩৪ সকল নিৰ্ম্মত হইবে । আর সেই ধ্বংসিত দেশে কুফিকাৰ্য্য চলিবে, যে দেশ পথিক সকলের সাক্ষাতে ৩৫ ধ্বংসস্থান ছিল । জার লোকে বলিবে, এই ধ্বংসিত দেশ এদন উদ্যানের তুল্য হইল, এবং উiচ্ছন্ন, ধ্বংসিত ও উৎপাটিত নগর সকল প্রাচীরবেষ্টিত ও বসতি-স্থান ৩৬ হইল। তখন তোমাদের চারদিকে অবশিষ্ট জাতিগণ জ॥নতে গাইবে যে, আমি সদ(প্ৰভু উৎপাটিত স্থান 702