পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8९ ;' ०७ -- 8 ● ; २० । ] বেড়ার অগ্রে, যে অসিত, তাহার পূর্বদিকে পড়িত। a৩ পরে তিনি আমাকে কহিলেন, ব্যবচ্ছিন্ন স্থলের অগ্ৰে উত্তর ও দক্ষিণদিকের যে সকল কুঠরী আছে, সেগুলি পবিত্র কুঠরী। যে যাজকের সদাপ্রভুর নিকটে উপস্থিত হয়, তাহার। সেই স্থানে অতি পবিত্র দ্রব্য সকল ভোজন করিবে ; সেই স্থানে তাহারা অতি পবিত্র দ্রব্য সকল, এবং ভক্ষ্য নৈবেদ্য, পাপার্থক বলি ও ১৪ দোষার্থক বলি রাখিবে, কেনন। স্থানটী পবিত্র। যে সময় যাজকের প্রবেশ করে, সেই সময়ে তাহার পবিত্র স্থান হইতে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে না ; তাহার যে যে বস্ত্র পরিয়া পরিচর্য্যা করে, সেই সকল বস্ত্র তথায় রাখিবে, কেননা সে সকল পবিত্র : তাহারা অন্ত বস্ত্র পরিধান কfরবে, পরে প্রজাগণের স্থানে গমন করিবে । ১৫ ভিতরের গৃহের পরিমাপ সমাপ্ত করিলে পর তিনি আমাকে পূর্ববাভিমুখ দ্বারের দিকে বাহিরে লইয়৷ ১৬ গেলেন, এবং তাহার চারিদিক মাপিলেন । তিনি মাপিবার নল দিয়া পূৰ্ব্ব পার্শ্ব মাপিলেন, মাপিবার ১৭ নলে তাহ সৰ্ব্বশুদ্ধ পাচ শত নল পরিমিত । তিনি উত্তর পাশ্ব মাপিলেন, মাপিবার নলে তাহ সৰ্ব্বশুদ্ধ ১৮ পাচ শত নল পরিমিত । তিনি দক্ষিণ পাশ্ব মাপিলেন, মাপিবার নলে তাহ পাচ শত নল পরিমিত । ১৯ তিনি পশ্চিম পাশ্বের দিকে ফিরিয়া মাপিবার নল ২• দিয়া পাঁচ শত নল মাপিলেন। এইরূপে তিনি তাহার চারি পাশ্ব মাপিলেন ; যাহা পবিত্র ও যাহা সামান্ত, তাহার মধ্যে বিচ্ছেদ করিবার জন্য তাহার চারিদিকে প্রাচীর ছিল , তাহ পাচ শত নল দীর্ঘ ও পাঁচ শত নল প্রস্থ ছিল । 8○ পরে তিনি আমাকে পূৰ্ব্বাভিমুখ দ্বারের নিকটে আনিলেন ; আর দেখ, পূৰ্ব্বদিক হইতে ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ আসিল ; তাহার শব্দ জলরাশির শব্দের দ্যায়, এবং তাহার প্রতাপে পৃথিবী ৩ দীপ্তিময় হইল। আমি যে দৃষ্ঠ দেখিয়াছিলাম, অর্থাৎ যখন নগরের বিনাশ করিতে আসিয়াছিলাম, তখন যে দৃষ্ঠ দেখিয়াছিলাম, এ তদ্রুপ দৃশু, আর কবার নদীর তীরে যে দৃষ্ঠ দেখিয়াছিলাম, তদ্রুপ দৃষ্ঠ ; তখন আমি ৪ উবুড় হইয় পড়িলাম। আর সদাপ্রভুর প্রতাপ পূর্বাভিও মুখ দ্বারের পথ দিয়া গৃহে প্রবেশ করল। পরে আত্মা আমাকে উঠাষ্ট্রয় অন্তঃপ্রাঙ্গণে আনিলেন ; আর ও দেখ, গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল। আর আমি শুনিলাম, গৃহের মধ্য হইতে এক জন আমার কাছে কথা বলিতেছেন, তখন এক ব্যক্তি আমার পার্থে ৭ দণ্ডাযমান হইলেন। তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, ইহা আমার সিংহাসনের স্থান, এবং ইহাই আমার পদতল রাখিবার স্থান, এই স্থানে ইস্রায়েল-সন্তানগণের মধ্যে আমি চিরকাল বাস করিব ; এবং ইস্রায়েল-কুল, তাহায় বা তাহীদের রাজগণ, আপন আপন ব্যভিচার দ্বারা ও তাহদের যিহিস্কেল।

  • e >

উচ্চস্থলীতে রাজগণের শব দ্বীর আমীর পবিত্র নাম ৮ আর অশুচি করিবে না । তাহার। আমার গোবরাটের কাছে তাহদের গোবরাট, ও আমার চৌকাঠের পার্শ্বে তাহাদের চৌকাঠ দিত, এবং আমার ও তাহীদের মধ্যে কেবল এক ভিত্তি ছিল ; আর তাহার। আপনাদের কৃত জঘন্ত ক্রিয় দ্বার। আমার পবিত্র নাম অশুচি করিত, এই নিমিত্ত আমি নিজ ক্রোধানলে তাহা৯ দিগকে গ্রাস করিয়াছি । এখন তাহার। আপনাদের ব্যভিচার ও আপনাদের রাজাদের শব আম৷ হইতে দূর করুক, তাহাতে আমি চিরকাল তাহীদের মধ্যে বাস করিব । ১• হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েল-কুলকে এই গৃহের কথা জ্ঞাত কর, যেন তাহার। আপন আপিন অগরাধের জন্ত লজ্জিত হয়, তার তাহার। ইহার সাকল্য ১১ পরিমাণ করুক। যদি তাহার। আপনাদের কুত সমস্ত কৰ্ম্ম প্রযুক্ত লজ্জিত হয়, তবে তুমি তাহাদিগকে গৃহের আকার, গঠন, নির্গমন স্থান ও প্রবেশ-স্থান সকল, তাহার সমস্ত আকৃতি ও সমস্ত বিধি, তাহার সমস্ত আকুতি ও সমস্ত ব্যবস্থা জ্ঞাত কর, আর তাহাদের সাক্ষাতে লিখ ; এবং তাহার। তাহার সমস্ত আকৃতি ও সমস্ত বিধি রক্ষা কfরয়। তদনুযায়ী কৰ্ম্ম করুক । ১২ গৃহের ব্যবস্থা এই ; পৰ্ব্বতের শিখরে চারিদিকে তাহার সমস্ত পরিসীম। অতি পবিত্র। দেখ, ইহাই সেই গৃহের ব্যবস্থ। ১৩ হস্তানুসারে যজ্ঞবেদির পরিমাণ সকল এই। প্রত্যেক হস্ত এক হস্ত চারি অঙ্গুলি পরিমিত । তাহার মূল এক হস্ত [উচ্চ ও এক হস্ত প্রস্থ, এবং চারদিকে তাহার প্রান্তে স্থিত নিকাল এক বিতস্তি পরিমিত : ১৪ ইহা যজ্ঞবেদির তল। আর ভূমিতে স্থিত মূল অবধি অধঃস্থ সোপানাকুতি পর্যন্ত দুহ হস্ত ও তাহার পরিসর এক হস্ত ; আবার সেই ক্ষুদ্র সোপানাকুতি অবধি বৃহৎ সোপানাকৃতি পর্যন্ত চারি হস্ত ও তাহার প্রস্থ এক ১৫ হস্ত । আর উপরিস্থ বেদি চারি হস্ত ; এবং পুণ্যচুল্লী ১৬ হইতে তাহার উদ্ধে চারি শুঙ্গ হইবে । আর সেই পূণ্যচুল্লী বার হস্ত দীর্ঘ ও বার হস্ত প্রস্থ, চারিদিকে ১৭ সমান হইবে । সোপানটী চারি পাশ্বে চোঁদ হস্ত দীর্ঘ ও চেীদ হস্ত প্রস্থ, এবং তাহার চারিদিকে স্থিত নিকাল অৰ্দ্ধ হস্ত পরিমিত, এবং তাহার মূল চারিদিকে এক হস্ত পরিমিত হইবে, এবং তাহার ধাপগুলি পূবাভমুখ হইবে । পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই যজ্ঞ:বদিতে হোমবলিদান ও রক্ত প্রক্ষেপ করণাথে যে দিন তাই প্রস্তুত করা যাইবে, সেই দিনের জন্ত তৎসংক্রান্ত বিধি এই। ১৯ প্ৰভু সদাপ্রভু কহেন, সাদেক বংশজাত যে লেবীয় যাজকগণ আমার পরিচয্য করিতে আমার নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তুমি পাপাথক বলিদানের ২• জন্ত এক যুববৃষ দিবে। পরে তাহার রক্তের কিয়দংশ &b/ 709