পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

分@& মঙ্গলার্থক বলির নিমিত্ত হইবে, ইহা প্ৰভু সদাপ্রভু ১৬ বলেন। দেশের সমস্ত প্রজ ইস্রায়েলের অধ্যক্ষকে এই ১৭ উপহার দিতে বাধ্য হইবে। আর গৰ্ব্বে, অমাবস্তায় ও বিশ্রামবারে, ইস্রায়েল-কুলের সমস্ত উৎসবে, হোমবলি এবং ভক্ষ্য ও পেয় নৈবেদ্য উৎসর্গ কর অধ্যক্ষের কৰ্ত্তব্য হইবে ; তিনি ইস্রায়েল-কুলের জন্ত প্রায়শ্চিত্ত করশার্থে পাপার্থক বলি ও ভক্ষ্য নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবেন। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি নির্দোষ এক গোবৎস লইয়। ধৰ্ম্মধাম মুক্ত১৯ পাপ কfরবে। আর যাজক সেই পাপাথক বলির রক্তের কিয়দংশ লইয় গৃহের চৌকাঠে, যজ্ঞবেfদর সোপানের চারি প্রান্তে, এবং অন্তঃপ্রাঙ্গণের দ্বারের ২• চৌকাঠে দিবে। আর যে কেহ প্রমাদী ও যে কেহ অবোধ, তাহার জন্ত তুমি মাসের সপ্তম দিনেও তদ্রুপ করিবে, এই প্রকারে তোমরা গৃহের জন্য প্রায়শ্চিত্ত ২১ কfরবে। প্রথম মাসের চতুর্থ দিবসে তোমাদের নিস্তার পৰ্ব্ব হইবে, তাহ সাত দিনের উৎসব ; তাড় শূন্ত রুট ২২ খাইতে হইবে । সেই দিনে অধ্যক্ষ আপনার জন্ত ও দেশস্থ সকল প্রজ। লোকের জন্ত পাপার্থক বfলরূপে ২৩ এক বুষ উৎসর্গ কfরবেন। সেই উৎসবের সপ্তাহ ব্যাপিয়া তিনি সান্ত দিনের মধ্যে প্রতিদিন নির্দোষ সাতটী বুষ ও সাতটা মেষ দিয়া সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক বলি উৎসর্গ কfরবেন, এবং প্রতিদিন এক ছাগ দিয়া ২৪ পাপার্থক বলি উৎসর্গ করিবেন । আর ভক্ষ্য নৈবেদ্যের নিমিত্ত বুষের প্রতি এক ঐফ ও মেযের প্রতি এক ঐফ স্বজী ], ও ঐফার প্রতি এক হিন তৈল ২৫ দিবেন। সপ্তম মাসে, মাসের পঞ্চদশ দিনে, পর্কেবর সময়ে তিনি সাত দিন পর্যন্ত সেইরূপ করিবেন : পাপার্থক বলি ও হোমার্থক বলি এবং ভক্ষ্য নৈবেদ্য ও তৈল উৎসর্গ করিবেন। 3Wり প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অন্তঃপ্রাঙ্গণের পূর্বাভিমুখ দ্বার কার্য্যের ছয় দিন বদ্ধ থাকিবে, কিন্তু বিশ্রামদিনে খোলা হইবে, এবং অমাবস্তার ২ দিনেও খোল হইবে । আর অধ্যক্ষ বাহির হইতে দ্বারের বারাণ্ডার পথ দিয়া প্রবেশ করিয়া স্বারের চৌকাঠের নিকটে দণ্ডারমান হইবেন, এবং যাজকগণ তাহার হোমার্থক বলি ও মঙ্গলার্থক বলি সকল উৎসর্গ করিবে, এবং তিনি দ্বারের গোবরাটে প্রাণপাত্ত করিrবন, পরে বাহির হইয়া আসিবেন কিন্তু সন্ধ। না ৩ হইলে দ্বার বদ্ধ করা যাইবে না । আর দেশের প্রজা লোক সকল বিশ্রামবারে ও অমাবস্তায় সেই দ্বারের প্রবেশ-স্থানে সদাপ্রভুর কাছে প্ৰণিপাত করবে। ৪ সদাপ্রভুর উদেশে অধ্যক্ষকে এই হোমবলি উৎসর্গ করিতে হইবে, বিশ্রামবারে নির্দোয ছয়ট মেষশাবক ও ও নির্দোষ একটা মেষ । আর ভক্ষ্য নৈবেদ্যরূপে মেষের প্রতি এক ঐফ [হুজী], এবং মেষশাবকদের জন্ত তাহার হাতে যতট। উঠিবে, এবং ঐফণর প্রতি এক 3グ যিহিস্কেল । [8 g : ఆ – 8 S ; ty | ৬ হিন তৈল। আর অমাবস্তার দিনে একটা নির্দোষ গোবৎস, এবং ছয়ট মেষশাবক ও কটা মেষ ইহারাও ৭ নির্দোষ হইবে। আর ভক্ষ্য নৈবেদ্যরূপে তিনি গোবৎসের প্রতি এক ঐফ, মেষর প্রতি এক ঐক { স্বজী], ও মেষশাৰকদের জন্ত তাহার হাতে যতটা উঠিবে, এবং ঐফার প্রতি এক হিন তৈল দিবেন। ৮ আর অধ্যক্ষ যখন আসিবেন, তখন দ্বারের বারাণ্ডার পথ দিয়া প্রবেশ করবেন, এবং সেই পথ দিয়া ৯ বহির হইয়া আসিবেন। আর দেশের প্রজ। লোক সকল পৰ্ববসময়ে যখন সদাপ্রভুর সম্মুখে আসিবে, তখন প্ৰণিপাত করণার্থে যে ব্যক্তি উত্তর দ্বারের পথ দিয়া প্রবেশ কfরবে, সে দক্ষিণদ্বরের পথ দিয়া বাহির হইয়া আসিবে ; এবং যে ব্যক্তি দক্ষিণদ্বারের পথ দিয়া প্রবেশ করিবে, সে উত্তর দ্বারের পথ দিয়া ৰাহির হইয়া আসিবে ; ষে ব্যক্তি ষে দ্বারের পথ দিয়া প্রবেশ করবে, সে তথায় ফিরিয়া যাইবে না, কিন্তু আপনার সম্মুখস্থ পথ দিয়া বাহির হইয়। আসিবে। ১• আর অধক্ষ তাহদের মধ্যে থাকিয় তাহীদের প্রবেশকালে প্রবেশ করবেন, ও তাহদের বাহির হইয়া ১১ আসিবার সময় বাহির হইবেন । আর উৎসবে ও পবের ভক্ষ্য নৈবেদ্য গোবৎসর প্রতি এক ঐফা, মেষের প্রতি এক ঐফ [হুজী], ও মেষশাবকদের জন্ত তাহার হাতে যতটা উঠিবে, এবং ঐফার প্রতি ১২ এক হিন তৈল লাগিবে । আর অধ্যক্ষ যখন স্ব-ইচ্ছায় দত্ত দান, সদাপ্রভুর উদ্দেশে হোম বলি বা মঙ্গলার্থক বলিরূপ স্ব-ইচ্ছায় দত্ত দান, উৎসর্গ করবেন, তখন তাহার জন্ত পুৰ্ব্বাভিমুখ দ্বার খুলিয়া দিতে হইবে। আর তিনি বিশ্রামবারে যেমন করেন, তেমনি অপেন হোমবল ও মঙ্গলাখক বলি উৎসর্গ কfরবেন, পরে বাহির হইয়া আসিবেন, এবং তাহার বাহির হইবার ১৩ পর সেই দ্বার বদ্ধ করা যাইবে । আর তুমি প্রত্যহ সদাপ্রভুর উদ্দেশে হোমবলির জন্ত একবর্ষীয় নির্দোষ একটা মেষশাবক উৎসর্গ করিবে ; প্রত্যহ প্রাতে তাহা ১৪ উৎসর্গ কfরবে। আর প্রত্যহ প্রান্তে তাহার সহিত ভক্ষ্য নৈবেদ্যরূপে ঐফার ষষ্ঠাংশ । স্বজী ], ও সেই সুগ্ম সুগ্ৰী আর্দ্র করণার্থে হিনের তৃতীয়াংশ তৈল, এই ভক্ষ্য নৈবেদ্য সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে, ১৫ এই বিধি চিরকাল নিত্যস্থায়ী। এই রূপে প্রত্যহ প্রাতে সেই মেষশাবক, নৈবেদ্য ও তৈল উৎসগ করা যাইবে। ইহা নিত্য হোমবলি । প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অধ্যক্ষ যদি আপন পুত্ৰগণের মধ্যে কোন এক জনকে কিছু দান করেন, তবে তাহ। তাহার অধিকার হইবে, তাহ, তহ৷র পুত্রদের হইবে ; তাহ অধিকার বলিয়। তাহদের স্বত্ব হইবে । ১৭ কিন্তু তিনি যদি আপনার কোন দাসকে আপন অধিকারের কিছু দান করেন, তবে তাই। মুক্তিবৎসর পর্য্যন্ত তাহার থাকিবে, পরে পুনৰ্ব্বার অধ্য.ক্ষর হইবে : ১৮ কেবল উহার পুত্ৰগণ র্তাহার অধিকার পাইবে । আর > & 712