পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*) О о e আর সেই দিন আমি যিষিয়েল-তলভূমিতে ইস্রায়েলের ৬ ধনু ভঙ্গ করিব। পরে সেই স্ত্রী পুনকবার গৰ্ত্তধারণ করিয়া কন্য। প্রসব করিল ; তাহাতে [সদাপ্রভু ! হোশেয়কে কহিলেন, তুমি তাহার নাম লো-রুহাম [ অনু কম্পিত নয় ] রাখ, কেননা আমি ইস্রায়েলকুলের প্রতি আর অনুকম্প করিব না, কোন ক্ৰমে ৭ তাহীদের পাপ ক্ষমা কারব না। কিন্তু যিছুদ-কুলের প্রতি অনুকম্প করিব, এবং তাহাদিগকে তাহাদের ঈশ্বর সদাপ্রভু দ্বারা পরিত্রাণ করিব ; ধনু কি গড়গ কি যুদ্ধ কি অশ্ব কি অশ্বারোহী দ্বারা পরিত্রাণ করিব ৮ না । পরে সে লো-কুহামাকে স্তন্তপান ত্যাগ করাইয়। ৯ গৰ্ত্তবর্তী হইল, এবং এক পুত্র প্রসব করিল। তখন [সদাপ্রভু কহিলেন, তুমি তাহার নাম লো-আন্ম আমার প্রজ। নয় ] রাখ ; কেননা তোমরা আমার প্রজ নহ, এবং আমিও তোমাদের পক্ষ হইব না। কিন্তু ইস্রায়েল-সন্তানগণের সংখ্যা সমুদ্রের সেই বালুকার স্থায় হইবে, যাহা পরিমাণ করা যায় না, ও গণনা করা যায় না । আর এই কথা যে স্থানে তাহাদিগকে বলা গিয়াছিল, “তোমরা আমার ও জ। নহ, সেই স্থালে তাহাদিগকে বলা যাহবে, “জীবন্ত ১১ ঈশ্বরের সন্তান” । আর যিছুদ-সন্তানগণ ও ইস্রায়েলসন্তানগণ একসঙ্গে সংগৃহীত হইবে, এবং আপনাদের উপর এক জন অধ্যক্ষ নিযুক্ত করিবে, এবং সেই দেশ হইতে যাত্র। করিবে ; কেননা যি ফ্ৰয়েলের দিন মহৎ হইবে । R তোমরা আপনাদের ভ্রাতাদিগকে আম্মি [ আমার প্রজ। ], ও আপনাদের ভগিনী দিগকে ক্লহাম [ অসুকম্পিত বল । ২ তোমরা বিবাদ কর, তোমাদের মাতার সহিত বিবাদ কর, কেনন। সে আমার স্ত্রী নয়, এবং আমিও তাহার স্বামী নই ; সে আপনার দৃষ্টি হইতে আপন বেগুচার, এবং আপনার স্তনযুগলের মধ্য হইতে আপন ব্যভিচার ৩ দূর করুক। নতুব। আমি তাহাকে বিবস্ত্রী করব, সে জন্মদিনে যেমন ছিল, তেমনি করিয়া তাহাকে রাখিব, এবং তাঁহাকে প্রান্তরের সমান ও মরুভূমির ৪ তুল্য করিব, তৃষ্ণ দ্বারা বধ করিব। আর তাহার সন্তানগণকে অনুকম্প করিব না, কারণ তাহার। ও ব্য। ভচারের সন্তান । বাস্তবিক তাহাদের মাত। ব্যভচার করিয়াছে, তাহীদের গৰ্ত্তধারিণী লজ্জাকর কৰ্ম্ম করিয়াছে ; কেনন। সে বলিত, আমি আমার প্রেমিকগণের পশ্চাৎ পশ্চাৎ গমন করব, তাহরাই তামাকে অল্প ও জল, মেবলোম ও মসীন, তৈল ও পানীয় ও দ্রব্য দেয়। এই জগু দেখ, আমি কণ্টক দ্বারা তাহার পথ রোধ করিব, ও তাহার চারি দকে প্রাচীর গাথিৰ, তাহাতে সে আপন পথের সন্ধান পাইবে না। ৭ সে আপন প্রেমিকদের পশ্চাৎ পশ্চাৎ দৌড়িয়া যাইবে, কিন্তু তাহদের লাগাইল পাইবে না ; সে তাহীদের জস্বেৰণ করিবে, কিন্তু সন্ধান গাইবে না। তখন সে Şe হোশেয় । [ ১ ঃ ৫—২ ; ২১ ৷ বলিবে, আমি ফিরিয়া আমার প্রথম স্বামীর নিকটে স্বাইৰ ; কেননা এখন অপেক্ষ তখন আমার পক্ষে ৮ মঙ্গল ছিল। সে ত বুঝত ন যে, আমিই তাহাকে সেই শস্ত, দ্রাক্ষারস ও তৈল দিতাম, এবং তাহার রৌপ্য ও স্বর্ণের বৃদ্ধি করিতাম,—যাহ তাহার। বাল৯ দেবের জন্ত ব্যবহার করিয়াছে । অতএব আমি শস্তের সময়ে আমার শস্ত ও দ্রাক্ষরসের ঋতুতে আমার দ্রাক্ষারস ফিরাইয়। লইব, এবং যাহা তাহার উলঙ্গতা আচ্ছাদুনাথক ছিল, আমার সেই মেঘলোম ও মদীন তুলিয়। ১• লইব । এখন আমি তাহার প্রেমিকদের সাক্ষাতে তাহার ভ্রষ্টতা প্রকাশ করিব ; কেহ তাহাকে আমার ১১ হস্ত হইতে উদ্ধার করিবে না । আর আমি তাহার সমস্ত আমোদ, তাহার উৎসব, অমাবস্তা, বিশ্রাম১২ দিন ও পৰ্ব্ব সকল রহিত করিব। আর আমি তাহার দ্রাক্ষলতা ও ডুমুরগাছ সকল বিনষ্ট করব, যাহার বিষয়ে সে বলিয়াছে, “ এই সকল আমার পণ, আমার প্রেমিকরা ইহ আমাকে দিয়াছে; " কিন্তু আমি এ সকল অরণ্য করব, আর মাঠের পশুগণ সে সকল ১৩ খাইয়। ফেলিবে । আর আমি বাল-দেবগণের সময়ের প্রতিফল তাহাকে ভোগ করাইব, যাহাঁদের উদ্দেশে সে ধূপ জ্বালাইভ, ও কুণ্ডলাদি অলঙ্কারে আপনাকে অলঙ্ক ত করিয়া প্রেমিকদের পশ্চাৎ গমন করিত, এবং আমাকে ভুলিয়া থাকিত, ইহ সদাপ্ৰভু বলেন । ১৪ অতএব দেখ, আমি তাহাকে প্ররোচনা করিয়া ১৫ প্রান্তরে আনিব, আর চিত্ততোষক কথা কহিব । আর অ।মি সে স্থান হইতে তাহার দ্রাক্ষাক্ষেত্র এবং আশাদ্বার বলিয়া অtাখার + তলভূম তাহাকে দিব ; এবং সে সেখানে উত্তর করিবে, যেমন যৌবনকালে, যেমন ১ণ্ড মিসর হইতে আগমন দিনে করিয়tiছল । আর সদাপ্রভু কহেন, সেই দিনে সে আমাকে ঈশী * [ আমার স্বামী ] বলিয়া সম্বোধন করবে ; কিন্তু বালী • [আমার নাথ ] বলিয়া আর সম্বোধন করিবে না । ১৭ কারণ আমি তাহার মুখ হইতে বাল-দেবগণের নাম সকল দূর করিব, তাহদের নাম লইয়া তাহাদিগকে ১৮ আর স্মরণ করা হইবে না। আর সেই দিন আমি লোকদের নিমিত্ত মাঠের পশু, আকাশের পক্ষী ও ভূমির সরীস্বপ সকলের সহিত নিয়ম করিব ; এবং ধনুক, খড়গ ও রণসজ্জা ভাঙ্গিয় দেশের মধ্য হইতে উচ্ছিন্ন কারব, ও তাহাদিগকে নিশ্চিন্তে শয়ন করা১৯ ইব । আর আমি চিরকালের জন্ত তোমাকে বাগদান করব : হঁ। ধা। স্মকতায়, স্তায়বিচারে, দয়াতে ও ২• বহুবিধ অনুকম্পয় তোমাকে বাগদান করিব। আমি বিশ্বস্ততায় তোমাকে বাগদান করিব, তাহাতে তুমি ২১ সদাপ্রভুকে জানবে। আবার, সদাপ্রভু কঙ্গেন, সেই দিলে আম উত্তর দিৰ ; আমি আকাশকে উত্তর দিব

  • অর্থাৎ ব্যাকুলত। যিহে ই ; ২৩ ৷

730