পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ○8 আত্মাবিষ্ট লোক উন্মত্ত ; ইহার কারণ তোমার অপ৮ রাধের বাহুল্য ও বিদ্বেষের আধিক্য। ইফ্রয়িম আমার ঈশ্বরের সহিত প্রহরী (ছিল] ; * ভাববাদীর সকল পথে রহিয়াছে ব্যাধের ফাদ, তাহার ঈশ্বরের গৃহে বিদ্বেষ । ৯ তাহার। গিবিয়ার সময়ের স্থায় অত্যন্ত ভ্ৰষ্ট হইয়াছে ; তিনি তাহদের অপরাধ স্মরণ করিবেন, তাহাদের ১• গাপ সকলের প্রতিফল দিবেন। আমি প্রান্তরে ত্রাক্ষীফলের হ্যায় ইস্রায়েন্ত্রকে পাইয়াছিলাম ; আমি ডুমুরবৃক্ষর অগ্ৰিম আশুপক্ক ফলের স্থায় তোমাদের পিতৃপুরুষদিগকে দেখিয়ছিলাম ; কিন্তু তাহার। ৰালপিয়োরের কাছে গিয়া সেই লজ্জাম্পদের উদ্দেশে আপনাদিগকে পৃথক করিল, এবং আপনাদের সেই ১১ জারের ন্যায় জঘন্ত হইয়া পড়িল। ইফ্রয়িমের গৌরব পক্ষীর দ্যায় উড়িয়া যাইবে ; না প্রসব না গৰ্ত্ত না ১২ গৰ্ত্তধারণ হইবে। যদ্যপি তাহার সন্তানসন্ততি পালন করে, তথাপি আমি তাহাদিগকে এমন নিঃসন্তান করিব যে, এক জন মানুষও থাকিবে না ; আবার ধিক তাহাদিগকে, যখন আমি তাহাদিগকে পরি১৩ ত্যাগ করি । সোরকে আমি যেমন দেখিয়াছি, ইফ্রায়মও সেই প্রকার রম্য স্থানে রোপিত ; কিন্তু ইফায়ম আপন সন্তানগণকে বাহিরে ঘাতকের নিকট ১৪ লইয়া যাইবে । হে সদাপ্রভু, তাহাদিগকে দেও ; তুমি কি দিবে ? তাহাদিগকে গৰ্ত্তস্ৰাবী জঠর ও শুষ্ক স্তন ১৫ দেও। গিলুগলে তাহদের সমস্ত দুষ্টাম [ দেখা যায় ], বস্তু তঃ সেখানে তাহদের প্রতি আমার ঘুণ জন্মিয়াছিল ; আমি তাহাদের কৰ্ম্মকাণ্ডের দুষ্টত প্রযুক্ত আমার গৃহ হইতে তাহাদিগকে তাড়াইয়। দিব, আর ভাল বাসিব না, তাহীদের অধ্যক্ষগণ সকলে বিদ্রোহী। ১৬ ইক্ৰয়ম আহত, তাহদের মূল শুকীভুত, তাহার। আর ফলিবে না ; যদ্যপি তাহার। সন্তানের জন্ম দেয়, তথাপি আমি তাহদের প্রিয় গৰ্ত্তফল মারিয়া ফেলিব। ১৭ আমার ঈশ্বর তাহাদিগকে অগ্রাহ কপ্লিবেন, কেনন। তাহার। তাহার বাক্য মনে নাই ; আর তাহারা জাতিগণের মধ্যে ইতস্ততঃ ভ্রমণ করিবে । S a ইস্রায়েল দীর্ঘপল্লব দ্রাক্ষালতাস্বরূপ, তাহার ফল ধরে ; সে আপন ফলের আধিক্য অনুসারে অধিক যজ্ঞৰেদি নিৰ্ম্মাণ করিয়াছে, আপন দেশের উৎকর্ষ অনুসারে উৎকৃষ্ট উৎকৃষ্ট স্তন্ত নিৰ্ম্মাণ করে২ ব্লাছে। তাহীদের অন্তঃকরণ বিভক্ত ; এখন তাহার দোষী প্রতিপন্ন হইবে । তিনিই তাহীদের যজ্ঞবেদ সকল ভগ্ন করবেন, তাহীদের স্তম্ভ সকল নষ্ট করিও বেন। অবস্ত এখন তাহার বলিবে, আমাদের রাজা নাই, কারণ আমরা সদাপ্রভুকে ভয় করি না, তবে ও রাজ। আমাদের জন্ত কি করিতে পারে ? তাহার। [ অলীক ] কথা বলে, নিয়ম করিবার সময় মিথ্য। শপথ করে ; তাই বিচার ক্ষেত্রের আলিস্থ বিষবৃক্ষের

  • (বা ) আমার ঈশ্বরের বিরুদ্ধে প্রহৰি-কৰ্ম্ম করে।

হোশেয় । SS [ > 5 マー > > お R 。 e হ্যায় তাঙ্কুরিত হয়। শমরিয়া-নিবাসিগণ বৈৎ-অীবনের বৎস-প্রতিমার নিমিত্তে উদ্বিগ্ন হইবে ; কারণ তাহার প্রজাগণ তাহার নিমিত্তে শোকার্ভ হইবে, এবং তাঁহাৱ যে পুরোহিতেরা তাহার জন্ত আনন্দ করিত, তাহারাও তাহার জন্য, তাহার গৌরবের নিমিত্তে শোকীৰ্ত্ত হইৰে, কারণ গৌরব তাহাকে ছাড়িয়া নিৰ্ব্বাসিত হইবে। ৬ সেও বিবাদ-রাজের উপঢৌকন দ্রব্য বলিয়। স্বশুরে নীত হইবে ; ইফুয়িম লজ্জা পাইবে, ইস্রায়েল আপন ৭ মন্ত্রণায় লজ্জিত হইবে । শমরিয়ার রাজা উচ্ছিন্ন ৮ হইল, সে জলে পরিস্থ ফেনের সদৃশ হইল। ইস্রায়েলের পাপস্বরূপ আবনের উচ্চস্থলী সকলও বিনষ্ট হইবে, তাহাদের যজ্ঞৰেদি-সমুহের উপরে কণ্টক ও শেয়ালকাটা জন্সিবে ; এবং তাহারা পৰ্ব্বতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়া রাখ ; ও উপপৰ্ব্বতগণকে বলিবে, আমাদের উপরে পড়। হে ইস্রায়েল গিবিয়ার সময় অবধি তুমি পাপ করিয়া আসিতেছ : [ তোমার] লোকেরা সেই স্থানে দাড়াচয় রহিয়াছে ; অন্তায়ী বংশের প্রতিকূলে কৃত যুদ্ধ কি গিবিয়াতে তাহাদিগকে ১• ধরিবে না ? আমি যখন ইচ্ছ, তাহাদিগকে শাস্তি দিব ; আর তাহারা যখন তাহদের দুইটী অপরাধরাপ যোয় লিতে বদ্ধ রহিয়াছে, তখন তাহাদের বিপক্ষে ১১ জাতিগণ সংগৃহীত হইবে। আর ইক্রস্লিম এমন শিক্ষিতা গাভীস্বরূপ, ষে [ শস্ত ] মর্দন করিতে ভাল বাসে, কিন্তু আমি তাহার কুন্দর গ্রীবায় হস্তক্ষেপ করিয়াছি, আমি ইফ্রয়িমের উপরে এক আরোহীকে বসাইব ; যিহুদা হাল টানিবে, যাকোব তাহার চেল। ১২ ভঙ্গিলে । তোমরা আপনাদের জন্ত ধাৰ্ম্মিকতায় বীজ বপন কর, দয়ানুযায়ী শস্ত কাট, আপনাদের জন্ত পতিত ভূমি তোল ; কেননা সদাপ্রভুর অন্বেষণ করিবার সময় আছে, যে পৰ্য্যন্ত তিনি আসিয়া তোমাদের ১৩ উপরে ধাৰ্ম্মি কত না বর্ষান। তোমরা দুষ্টতারূপ চাস করিয়াছ, অধৰ্ম্মরূপ শস্ত কাটিয়াছ, মিথ্যার ফল ভোজন করিয়াছ ; কারণ তুমি আপনার পথে, আপনার বীর১৪ সমূহে,বিশ্বাস করিয়াছ। এই নিমিত্তে তোমার লোকবৃন্দের বিরুদ্ধে কোলাহল উঠিবে ; তোমার দৃঢ় দুর্গ সকলের সববনাশ হুইবে ; যেমন বুদ্ধর দিনে শল্মন বৈৎ-তালেবলের সর্বনাশ করিয়াfছল ; মাতাকে ও বালকগণকে আছড়ে মারিয়া খণ্ড খণ্ড করা হইয়াছিল। ১৫ তোমাদের মহাদুষ্টত। প্রযুক্ত বৈথেল তোমাদ্ধের প্রতি ইহা ঘটাইবে ; অরুণোদয় কালে ইস্রায়েলের স্লাজা উচিছন্ন হইবে । ইস্রায়েলের পাপ সত্ত্বেও তাহার প্রতি ঈশ্বরের স্নেহ । ইস্রায়েলের বাল্যকালে আমি তাহাকে ভাল বাসিতীম, এবং মিসর হইতে আপন পুত্রকেই ডাকিয়৷ আনিলাম। তাহার লোকদিগকে ডাৰিলে 734