পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ; qーレ: や 1] ৭ যোষেফের দুর্দশায় দুঃখিত হয় না । এই জন্ত এখন তাহার প্রথম নির্ববসিত লোকদের সহিত নির্বাসিত হইবে, ও গাত্রল,স্ব কারীদের হর্ষনাদ লুপ্ত হইলে । ৮ প্ৰভু সদা প্ৰভু আপনার নামে শপথ করিয়াছেন, ইহাই বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন ; আমি যাকোবের দপ ঘুণ। করি, ও তাহার তাটালিকা সকল দেখিতে পারি না; এই জগু আমি নগর ও তন্মধা স্থিত • সকলকে পরহস্তে সমর্পণ করিব । যদি এক গৃহে দশ ১০ জন মানুষ অবশিষ্ট থাকে, তাহারা মরিবে । আর গুহ হইতে অস্থি সকল বাহির করণার্থে কোন ব্যক্তির পিতৃবা, এমন কি, শবদাহকারী, তাছাকে তুলিলে পর অন্তঃপুরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করিবে, এখনও কি তোমার কাছে আর কেহ আছে ? সে বলিবে, কেহ নাই । তখন সে কহিবে, চুপ কর ; সদাপ্রভুর নাম ১১ উচ্চারণ করিবার নহে। কারণ দেখ, সদাপ্রভু আজ্ঞা করেন, তার বৃহৎ গৃহ খণ্ডবিখণ্ড, ও ক্ষুদ্র গৃহ ছিন্ন বিচ্ছিন্ন করা যাইবে । শৈলে কি অশ্বগণ দৌড়িবে, কিম্বা কেহ বলদ লষ্টয়া হাল বহিবে ? তবে তোমরা কেন বিচারকে বিষবৃক্ষস্বরূপ, ও ধাৰ্ম্মিক তার ফলকে নাগদানাস্বরূপ করি১৩ য়াছ ? তোমরা অবস্তুতে আনন্দ করিতেছ, বলিতেছ, আমরা কি আপনাদের বলে শৃঙ্গ ছুইটী লাভ করি ১৪ নাই ? কারণ, হে ইস্রায়েল কুল, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতি উঠাইব, ইহা বাহিনীগণের ঈশ্বর সদ। প্ৰভু কহেন : তাহারা ইমাতের প্রবেশ-স্থান অবধি আরাবী তলভূমির স্রোতোমার্গ পৰ্য্যন্ত তোমাদের প্রতি উপদ্রব করবে। ভাবী দণ্ডবিষয়ক তিনটী দর্শন, ও তাহার ব্যাখ্যা । ১২ সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন ; দেখ, পশ্চ জাত তৃণের অঙ্কুরারম্ভে তিনি পঙ্গপালদিগকে গঠন করিলেন ; আর দেখ, রাজার তৃণ ২ কাটিবার পরে সেই তৃণ উৎপন্ন হইতেছিল। তাহার ভূমির ওষধি নিঃশেষে ভোজন করিলে আমি কহিলাম, হে প্ৰভু সদাপ্রভু, বিনয় করি, ক্ষমা কর ; যাকোব ৩ কিরূপে উঠিয় দাড়াইবে ? কেনন। সে ক্ষুদ্র । সদাপ্রভু তদ্বিষয়ে অনুশোচনা করিলেন ; সদাপ্রভু বলিলেন, ইহা হইবে না । ৪ প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন ; দেখ, প্রভু সদাপ্রভু বিবাদ জন্ত অগ্নিকে আহবান করিলেন, আর সে মহাজলধিকে গ্রাস করিয়া ভূমি গ্রাস করতে ৫ লাগিল। তখন আমি কহিলাম, হে প্ৰভু সদাপ্রভু, বিনয় করি, ক্ষান্ত হও ; যাকোব কিরূপে উঠিয়া ৬ দাড়াইবে ? কেনন। সে ক্ষুদ্র । সদাপ্রভু তদ্বিষয়ে অমুশোচনা করলেন ; প্ৰভু সদাপ্রভু বলিলেন, ইহাও হইবে না। আমোষ ।

  • 8○

৭ তিনি আমাকে এইরূপ দেখাইলেন, দেখ, প্ৰভু ওলোন হস্তে লইয়া ওলোনের দ্বারা প্রস্তুত এক ভিত্তির ৮ উপরে দাড়াইয়৷ আছেন। আর সদাপ্রভু আমাকে কহিলেন, আমেষ, তুমি কি দেখিতেছ ? আমি কহিলাম ওলোন দেখিতেছি । তপন প্ৰভু কহিলেন, দেখ, আমি আপন প্রজ ইস্রায়েলের মধ্যে ওলোনসূত্র লাগাইতেছি, তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব ৯ না । আর ইস্হাকের উচ্চস্থলী সকল ধ্বংসিত হইবে, হস্রায়েলের পুণ ধাম সকল উৎসন্ন হইবে, এবং আমি খড়গ লইয়া যারবিয়ামের কুলের বিরুদ্ধে উঠিব। আমোষের সাহস । তখন বৈথেলের যাজক তামৎসিয় ইস্রায়েল-রাজ যারবিয়ামের কাছে এই কথা বলয় পাঠাইল, আমোষ ইস্রায়েল-কুলের মধ্যে আপনকার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছে, দেশ তাহার এত বাক্য সহিতে পারে না । ১১ কেননা আমোষ এই কথা কহিতেছে, যারবিয়াম খড়েগ নিহত হইবেন, ও ইস্রায়েল অবহু স্বদেশ হইতে ১২ নির্ববাদিত হইবে । আর অমৎসিয় আমোষকে কহিল, হে দর্শক, তুমি যাও, যিহ্ৰদ দেশে পলায়ন কর, সেই স্থানে রুট ভোজন কর, ও সেই স্থানে ভাববাণী বল ; ১৩ কিন্তু বৈথেলে আর কখনও ভাববাণী বলিও না, ১৪ কেননা এ রাজার পুণ্যধাম ও রাজপুরী । তখন আমোষ উত্তর করিয়া তমৎসিয়কে কহিলেন, আমি নিজে ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও ছিলাম না, কেবল গোপালক ও ডুমুরফল সংগ্রাহক ছিলাম । ১৫ কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের অনুগমন হইতে লইলেন, এবং সদা প্রভু আমাকে কহিলেন, যাও, ১৬ আমার প্রজ ইস্ত্ৰীয়েলের কাছে ভাববাণী বল । অতএব এখন তুমি সদাপ্রভুর বাক্য শুন, তুমি কহিতেছ, ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী বলিও না, ইসহাক১৭ কুলের বিপরীতে বাক্য বর্ষাইও না ; এই জন্ত সদা প্ৰভু এই কথা কহেন, তোমার স্ত্রী নগরের মধ্যে বেগু। হইবে, তোমার পুত্ৰকস্তাগণ খড়গ পতিত হইবে, তোমার ভূমি মনরঞ্জু দ্বারা বিভক্ত হইবে, এবং তুমি নিজে অশুচি দেশে মরিবে, আর ইস্রায়েল স্বদেশ হইতে অবগু নিৰ্ব্বাসিত হইবে। ইস্রায়েলের দণ্ড ও পরবর্তী মঙ্গল । Ն প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন: দেখ, এক চুপড়া গ্রীষ্মের ফল। আর তিনি কহি২ লেন, আমোষ, তুমি কি দেখিহেছ ? আমি কহিলাম, এক চুপড়া গ্রীষ্মের ফল। তথন সদাপ্রভু আমাকে কহিলেন, আমার প্রজ ইস্রায়েলের কাছে পরিণাম আসিল, আমি তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না । ও সেই দিন প্রাসাদের গান সকল হাহাকার হইয়া যাইবে, চহা প্ৰভু সদা প্রভু বলেন; শব অনেক ; লোকে সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়াছে । চুপ । S e 743