পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や や ১১ না। আর যদি সে তাহার প্রতি এই তিনটী কৰ্ত্তব্য না করে, তবে সে স্ত্রী অমান মুক্ত হইয়৷ চলিয়া যাইবে ; রৌপ্য লাগিবে না । কেহ যদি কোন মনুষ্যকে এমন আঘাত করে যে, ১৩ তাহার মৃত্যু হয়, তবে অবশ্ব প্রাণদণ্ড হইবে। আর যদি কোন ব্যক্তি অন্তকে বধ করিতে চেষ্টা না পায়, কিন্তু ঈশ্বর তাহাকে তাহার হস্তে সমর্পণ করেন, তবে যে স্থানে সে পলাইতে পারে, এমন স্থান তোমার নিমিত্ত ১৪ আমি নিরূপণ করিব। কিন্তু যদি কেহ দুঃসাহস করিয়া ছলে আপন প্রতিবাসীকে বধ করণার্থ তাহার উপর চড়াউ হয়, তবে সে ব্যক্তির প্রাণদণ্ড করণার্থে তাহাকে আমার বেদির নিকট হইতেও লইয়া যাইবে । আর যে কেহ আপন পিতাকে কি আপন মাতাকে প্রহার করে, তাহার প্রাণদণ্ড অবগু হইবে। আর কেহ যদি কোন মনুষ্যকে চুরি করিয়া বিক্রয় করে, কিম্বা তাহার হস্তে যদি তাহাকে পাওয়া যায়, তবে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে । আর যে কেহ আপন পিতাকে কি আপন মাতাকে শাপ দেয়, তাহার প্রাণদণ্ড অবগু হইবে। আর মনুষ্যর বিবাদ করিয়া এক জন অন্তকে প্রস্তরাঘাত কম্ব মুষ্ট্যাঘাত করিলে সে যদি না মরিয়া ১৯ শয্যাগত হয়, পশ্চাৎ উঠিয়া যষ্টি অবলম্বন করিয়া বাহিরে বেড়ায়, তবে সেই প্রহারক দণ্ড পাইবে না ; কেবল তাহার কৰ্ম্মক্ষতির ও চিকিৎসার ব্যয় তাহাকে দিতে হইবে । >ース Ꮌ ☾ >W。 > * Sb. প্রহার করিলে সে যদি তাহার হস্তে মরে, তবে সে অবষ্ঠ দণ্ডনীয় হইবে । কিন্তু সে যদি দুই এক দিন বাচে, তবে তাহার প্রভু দণ্ডাৰ্ছ হুইবে না, কেননা সে তাহার রৌপ্যস্বরূপ । আর পুরুষের বিবাদ করিয়া কোন গৰ্ত্তবর্তী স্ত্রীকে প্রহার কারলে যদি তাহার গৰ্ত্তপাত হয়, কিন্তু পরে আর কোন আপদ না ঘটে, তবে ঐ স্ত্রীর স্বামীর দাবী অনুসারে তাহার অর্থদণ্ড অবগু হইবে, ও সে বিচার২৩ কৰ্ত্তাদের বিচারমতে টাকা দিবে। কিন্তু যদি কোন আপদ ঘটে, তবে তোমাকে এই পরিশোধ দিতে হইবে ; ২৪ প্রাণের পরিশোধে প্রাণ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত, হস্তের পরিশোধে হস্ত, চরণের পরিশোধে ২৫ চরণ, দাহের পরিশোধে দাহ, ক্ষতের পরিশোধে ক্ষত, কালশিরার পরিশোধে কালশিরা । আর কেহ আপল দাস কি দাসীর চক্ষুতে আঘাত করিল যদি তাহ নষ্ট হয়, তবে তাহার চক্ষুনাশের জন্ত ২৭ সে তাহাকে মুক্ত করবে। আর আঘাত দ্বারা আপন দাস কিম্বা দাসীর দন্ত ভাঙ্গিয় ফেলিলে ঐ দন্তের জন্য সে তাহাকে মুক্ত করবে। আর গোরু কোন পুরুষ কি স্ত্রীকে শৃঙ্গাঘাত করিলে সে যদি মরে, তবে ঐ গোরু অবখ্য প্রস্তরাঘাতে বধ্য হইবে, এবং তাহার মাংস অখাদ্য হইবে ; কিন্তু গোরুর SRN ミミ ર૭ ミbo যাত্রীপুস্তক । আর কেহ আপিন দাসকে কিম্বা দাসীকে যষ্টি দ্বারা | [ ९ > : >> - २ ९ ; ध्र । ২৯ স্বামী দণ্ড পাইবে না। পরস্তু ঐ গোরু পূর্বে শৃঙ্গাঘাত করিত, ইহার প্রমাণ পাইলেও তাহার স্বামী তাহাকে সাবধানে না রাখতে যদি সে কোন পুরুষকে কিম্বা স্ত্রীকে বধ করে, তবে সে গোরু প্রস্তরাঘাতে বধ্য হইবে : ৩০ এবং তাহার স্বামীরও প্রাণদণ্ড হইবে। যদি তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত নিরূপিত হয়, তবে সে প্রাণমুক্তির ৩১ নিমিত্তে নিরূপিত সমস্ত মূল্য দিবে। তাহার গোরু যদি কাহারও পুত্রকে কি কন্যাকে শৃঙ্গাঘাত করে, তবে ঐ ৩২ বিচারানুসারে তাহার প্রতি করা যাইবে। আর তাহার গোরু যদি কাহারও দাস কিম্বা দাসীকে শৃঙ্গাঘাত করে, তবে সে তাহার প্রভুকে ত্রিশ শেকল রৌপ্য দিবে; এবং গোরু প্রস্তরাঘাতে বধ্য হইবে। ৩৩ আর কেহ যদি কোন কূপ অনাবৃত করে, কিম্বা কূপ খনন করিয়া তাহ আবুত না করে, তবে তাহার মধ্যে ৩৪ কোন গোরু কিম্বা গর্দভ পড়িলে সেই কুপের স্বামী ক্ষতিপূরণ করবে, সে পশুর স্বামীকে রৌপ্যমূল্য দিবে, কিন্তু ঐ মৃত পশু তাহারই হইবে । আর, এক জনের গোরু অষ্ঠ জনের গোরুকে শৃঙ্গাঘাত করিলে সেটা যদি মরে, তবে তাহারা জীবিত গোরু বিক্রয় করিয়া তাহার মূল্য দুই অংশ করিবে, এবং ঐ ৩৬ মৃত গোরুও দুই অংশ করিয়া লইবে । কিন্তু যদি জানা যায়, সেই গোরু পূৰ্ব্বে শৃঙ্গাঘাত করিত, ও তাহার স্বামী তাহাকে সাবধানে রাখে নাই, তবে সে তাহার পরিবর্তে অন্ত গোরু দিবে, কিন্তু মৃত গোরু তাহারই হইবে འབྲེལ་འདྲི། যে কেহ গোরু কিম্বা মেষ চুরি করিয়া বধ করে, কিম্বা বিক্রয় করে, সে এক গোরুর পরিশোধে পাচ গোরু, ও এক মেষের পরিশোধ চারি মেষ দিবে। ২ আর চোর যদি সিধ কাটিবার সময়ে ধরা পড়িয়া আহত হয়, ও মারা পড়ে, তবে তাহার জন্ত রক্তপাতের দোষ ৩ হইবে না। যদি তাহার উপরে সূৰ্য্য উদিত হয়, তবে রক্তপাতের দোষ হইবে ; ক্ষতিপূরণ করা চোরের কৰ্ত্তব্য ; যদি তাহার কিছু না থাকে, তবে চৌর্য্য ৪ হেতুক সে বিক্রীত হইবে। গোরু, গর্দভ বা মেষ, চুরির কোন বস্তু যদি চোরের হস্তে জীবৎ পাওয়া যায়, তবে সে তাহার দ্বিগুণ দিবে। ৫ কেহ যদি শস্তক্ষেত্রে কিম্ব দ্রীক্ষাক্ষেত্রে পশু চরায়, আর আপন পশু ছাড়িয়া দিলে যদি তাই অস্তের ক্ষেত্রে চরে, তবে সে ব্যক্তি আপন ক্ষেত্রের উত্তম শস্ত কিম্বা আপন দ্রাক্ষাক্ষেত্রের উত্তম ফল দিয়া ক্ষতিপূরণ করিবে । ৬ অগ্নি ধরিয়া উঠিয়া কণ্টকবনে লাগিলে যদি কাহ:রও শস্তরাশি কিম্বা শস্তের ঝাড় কিম্বা ক্ষেত্র দগ্ধ হয়, তবে সেই দাহকারী অবশু ক্ষতিপূরণ করবে। ৭ কেহ মুদ্র কিম্বা জিনিসপত্র আপন প্রতিবাসীর কাছে গচ্ছিত রাখিলে যদি তাহার গৃহ হইতে কেহ তাহা চুরি করে, এবং সেই চোর ধরা পড়ে, তবে সে ৮ তাহার দ্বিগুণ দিবে। যদি চোর ধরা না পড়ে, তবে ○○ 66 .* >