পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*) Ф. е. জাতি করিব এবং সদাপ্রভু এখন অবধি চিরকাল সিয়েশন পর্ববতে তাহাদের উপরে রাজত্ব করিবেন । ৮ আর হে পালের দুর্গ, হে সিয়োন-কছার গিরি, তোমারক্ট কাছে রাজ্য আসিবেই আসিবে, ই, পূর্বকালীন কর্তৃত্ব, যিরশালেম কস্তার রাজ্য আসিবে। ৯ তুমি এখন কেন ঘোর চীৎকার করিতেছ ? তোমার মধ্যে কি রাজ। নাই ? তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল ? তাই বfলয়। কি স্ত্রীর প্রসব-বেদনার দ্যায় বেদন ১• তোমাকে ধরিয়াছে ? হে সিয়েন-কষ্ঠে, তুমি প্রসবকারিণীর দ্যায় বাথ থাও, কোতাও ; কেনন। এখন তোমাকে নগর ছাড়িয়া মাঠে বাস করিতে ও বাবিল পৰ্য্যন্ত যাইতে হইবে ; সেখানে তুমি উদ্ধার পাইবে : সেখানে সদাপ্রভু তোমাকে তোমার শক্রগণের হস্ত ১১ হইতে মুক্ত কfরবেন। এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে সমবেত হইল : তাহারা বলে, সিয়েন অশুচি ১২ হউক, আমাদের চক্ষু তাহার দশ দেখুক । কিন্তু তাহার। সদাপ্রভুর সঙ্কল্প সকল জানে নং ও তাঙ্গার মন্ত্রণ বুঝে না , বস্তুতঃ তিনি তাহাদিগকে অটির ১৩ দ্যায় থামারে সংগ্ৰহ করিয়াছেন । হে সিয়োন-কন্তে, উঠ, শস্ত মৰ্দ্দন কর , কেননা আমি তোমার শুঙ্গ । লৌহময় ও খুর পিত্তলময় করিয়া দিব, তুমি অনেক জাতিকে চূর্ণ করিবে ; এবং তুমি সদাপ্রভুর উদ্দেশে তাহাদের লুটদ্রব্য, ও সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে তাহালের সম্পত্তি নিবেদন করিবে । * to .so সৈন্তদল-কষ্ঠে, এখন তুমি সৈন্তদল-স্বরূপ হইবে ; সে আমাদের বিরুদ্ধে অবরোধ কfরল, লোকে দ্বও দিয়া হস্রায়েলের বিচারকর্ডার হনুত আঘাত করিবে । আর তুমি, হে বৈৎলেহম-ইক্ৰাখা, তুমি যিহুদার সহস্ৰগণের মধ্যে ক্ষুদ্র। বলিয়, অগণিত, তোম। হইতে ইস্রায়েলের মধ্যে কর্তী হইবার জন্তু আমার উদেশে এক ব্যক্তি উৎপন্ন হইবেন ; প্রাক্কাল হইতে, অনাদি৩ কাল হঠতে তাহার উৎপত্তি । এই জন্ত তিনি তাহাদিগকে ত্যাগ করিবেন, যে পৰ্য্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন, সেই সময় পৰ্য্যস্ত । পরে তাহার অবশিষ্ট ভ্রাতৃগণ ঈশ্রায়েল-সন্তানদের সহিত ঃ ফিরিয়া আসিবে। ৪ আর তিনি দাড়াইবেন, এবং সদাপ্রভুর শক্তিতে, আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে, [ আপন পাল | চরাইবেন ; তাঈ তাহারা বাস করিবে, কেননা তৎকালে তিনি পৃথি hর প্রান্ত পৰ্য্যন্ত মহান হইবেন। এ আর ইনিই । আমাদের] শান্তি হইবেন । অশুর যখন আমাদের দেশে আসিবে, ও আমাদের অট্টালিক। সকল দলিত করিবে, তখন আমরা তাহার বিপক্ষে সাত জন পালরক্ষক ও আট জন নরপতিকে উত্থাপন করিব ।

  • ( ৰ ) আমি সদাপ্রভূর - করিব । + ( বা ) অতি পুত্রণকাল হইতে । : ( বা ) কাছে ।

মীখা । ۱ ه ق ون سیاسی : 8 ] ৬ তাহার খড়গ দ্বারা অশূরের দেশ, এবং নিম্রোদের দেশের দ্বারে দ্বারে সেই দেশ শাসন করিবে ; অপূর জামাদের দেশে আসিয়া আমাদের সীমা দলিত করিলে তিনি ৭ তাহ। হঠতে আমাদিগকে উদ্ধার কfরবেন । আর অনেক জাতির মধ্যে যাকাবের অবশিষ্টাংশ সদাপ্রভুর নিকট হইতে আগত শিশিরের স্থায়, তৃণের উপরে পতিত বুষ্টির স্থায় হইবে, যাহা মনুষ্যের জগু বিলম্ব C BBB B BB BBBSBBBSBBB BBBS BB B BB জাতিগণের মধ্যে, অনেক জাতির মধ্যে, যাকোবের অবশিষ্টাংশ, বন পশুদের মধ্যে যেমন সিংহ, মেবপালসমূহের মধ্যে যেমন খুবfসংহ, তেমনি হইবে ; এ যদি পালের মধ্য দিব৷ যায়, তবে পলন করে ও বিদীর্ণ ৯ করে, এবং উদ্ধারকারী কেহ নাই। তোমার বিপক্ষগণের উপরে তোমার হস্ত উন্নত হউক, আর তোমার সমস্ত শক্র উচিছন্ন হউক । আর সদাপ্রভু কচেন, সেই দিন আমি তোমার মধ্য হইতে তোমার অশ্ব সকল উচ্ছিন্ন করিব, ও ১১ তোমার রথ সকল নষ্ট করিব ; আর আমি তোমার দেশের নগর সকল উচ্ছিন্ন করিব, ও তোমার দুর্গ ১২ সকল fনপাত করিব ; আর তামি তোমার হন্তের মধ। ইচতে মায়াবিত্ব সকল উiচ্ছন্ন করিব, গণকেরা ১৩ তোমার মধ্যে আর থাকিবে না ; এবং আমি তোমার মধ্য হঠতে তোমার ক্ষোদিত প্রতিম ও তোমার স্তম্ভ সকল উfচ্ছন্ন কfরব ; তুমি আর আপন হগুকুত বস্তুর ১৪ কাছে প্ৰণিপাত করিবে না । আর আমি তোমার মধ্য হইতে তোমার আশের মূৰ্ত্তি সকল উৎপাটন করিব, ১৫ ও তোমার নগর সকল ৫ বিনষ্ট কfরব । আর আমি ক্রোধে ও প্রচণ্ডতায় সেই জাতিগণের কাছে প্রতিশোধ লইব, যাহার কথা শুনে নাই । Y e ইস্রায়েলের ভ্রষ্টত। ভাবী কালে ঈশ্বরের দয়া। We তোমরা এক বার শুন, সদাপ্রভু কি বলিতেছেন ; তুমি উঠ, পৰ্ব্বতগণের সম্মুখে বিবাদ কর, ২ উপপৰ্ববতগণ তোমার রব শুলুক । হে পৰ্ব্বতগণ, হে পৃথিবীর অটল ভিত্তিমূল সকল, তোমরা সদাপ্রভুর বিবাদ-বাক্য শুন ; কেননা আপন প্রজ।গণের সহিত সদাপ্রভুর বিবাদ হইতেছে, তিনি ইস্রায়েলের সহিত ৩ বিচার করিতেছেন। হে আমার প্রজtলাক, আমি তোমার fক কfরলাম ? কিসে তোমাকে ক্লাস্ত করি৪ লাম ? আমার বিরুদ্ধে সাক্ষা দেও। আমি ত মিসর দেশ হইতে তোমাকে আনিয়াfছলাম, দাস-গুহ হইতে মুক্ত করিয়াছিলাম, এবং তোমার অগ্ৰে মেশিকে, ৫ হারোণকে ও মরিয়মকে পাঠ;ঙ্গ রাfছলাম । হে আমার প্রজালোক, এক বার স্মরণ কর, মোল্লাবের 引丐世

  • ( ৰ ) তোমার শত্রু সকলকে।

750