পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ; ৬ ও তেছে, অবরোধ-যন্ত্র স্থাপন করা গিয়াছে। নদীর দ্বার ৭ সকল খুলিয়া গেল ; প্রাসাদ বিলীন হইল। ই, ইহা নিরূপিত ; [ নীনবী] বিবস্ত্রা হইয়াছে, নীত হইতেছে, ও তাহার দাসীগণ কপোতের ধ্বনির স্থায় শোক ধ্বনি করিতেছে, বক্ষঃস্থলে করাঘাত করিতেছে, ৮ নীনবী ত জন্মাবধি জলপূর্ণ পুষ্করিণীস্বরূপ, কিন্তু সকলে পলায়ন করিতেছে ; দাড়াও, দাড়াও, [ বলিলেও ] ৯ কেহ মুখ ফিরায় না। তোমরা রৌপ্য লুট কর, স্বর্ণ লুট কর ; কেননা আয়োজিত সামগ্রীর শেষ নাই ; ১• সর্বপ্রকার রত্বের প্রতাপ আছে। সে শূন্ত, শূন্তীকৃত ও উৎসন্ন ; আর হৃদয় গলিত ও জানুতে জানুতে ঠেকাঠেকি হইল ; এবং সকলের কটিদেশে অঙ্গগ্রহ ও ১১ মনুষ্যমাত্রের মুখ কালিমাযুক্ত। কোথায় সেই সিংহগণের গর্ত, যুবকেশরীদের সেই ভোজনস্থান, যে স্থানে সিংহ, সিংহী ও সিংহশাবক বিহার করিত, ভয় ১২ দেখাইবার কেহ ছিল না ? সিংহ আপন শাবকদের জন্ত যথেষ্ট পশু বিদীর্ণ করিত, আপন সিংহীদের জন্ত অনেকের গলা চাপিয়া মারিত, আপন গুহ সকল হৃত পশুতে, ও গহ্বর সকল বিদীর্ণ পণ্ডতে পরিপূর্ণ ১৩ করিত। দেখ, আমি তোমার বিপক্ষ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি তোমার রথ-সমূহ দগ্ধ করিয়া ধূমে লীন করিব, এবং খড়গ তোমার যুবকেশরাদিগকে গ্রাস করিবে ; হুঁ, আমি পৃথিবী হইতে তোমার লুট দ্রব্য উচ্ছিন্ন করিব ; এবং তোমার দূতগণের রব আর শুন যাইবে না। ৩ - ধিক ঐ রক্তপাতী নগরকে ! সে একেবারে মিথ্যায় ও দেীরাত্ম্যে পরিপূর্ণ ; লুট ছাড়ে না। ২ কশার শব্দ, ঘূর্ণায়মান চক্রের শব্দ ; প্লবমান অশ্ব ও ৩ লম্ফমান রখ ; অশ্বারোহী যোদ্ধ, চাক্‌চক্যশালী খড়গ, বজ্ৰতুল্য বড়শী ; নিহতগণের রাশি ও মৃত দেহের ঢিবি ; শব-সমূহের শেষ নাই, উহাদের শবের উপরে s লোকে উছোট খায়। ইহার কারণ সেই পরম সুন্দরী বেঙ্গার বেষ্ঠাক্রিয়ার বাহুল্য ; সেই প্রধান মায়াবিনী আপন বেষ্ঠাক্রিয়াতে জাতিদিগকে ও আপন মায়াতে ৫ গোষ্ঠীদিগকে বিক্রয় করে। বাহিনীগণের সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বস্ত্রের অঞ্চল তুলিয়া তোমার মুখের উপরে টানিয়া দিব, জাতিগণকে তোমার উলঙ্গত ও নান রাজ্যের ৬ লোকদিগকে তোমার লজ্জা দেখাইব । আমি তোমার উপরে জঞ্জাল নিক্ষেপ করিয়া তোমাকে বিরূপ করিব, ー○ ; >s l ] নহম } ఇ ( ) ৭ ও কৌতুকম্পদ বলিয় স্থাপন করিব। তাই যে কেহ তোমাকে দেখিবে, সে তোমার নিকট হইতে পলায়ন করিবে, আর বলিবে, নীনবী উৎসন্ন হইল, তাহার বিষয়ে কে বিলাপ করিবে ? আমি কোথায় গিয়৷ তোমার নিমিত্ত সান্তনকারীদের অন্বেষণ করিব ? ৮ নো-আমোন হইতে তুমি কি শ্রেষ্ঠ ? সে ত নদীগণের মধ্যে সুখাসীন ও চারিদিকে জলবেষ্টিতা ছিল ; জল • নিধি তাহার পরিখা, সমুদ্র তাহার প্রাচীর ছিল। ও মিসর তাহার বলম্বরূপ, তাহ অসীম ; পুট ও ১০ লুবীয়গণ তাহার সহকারী ছিল। তথাপি সেও নিৰ্ব্বাসিত হইল, বন্দিত্বদেশে গেল, তাহার শিশুদিগকেও সকল পথের মাথায় আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হুইল ; শত্রুরা তাহার মাষ্ঠ পুরুষদের নিমিত্ত গুলিবাট করিল, এবং তাহার মহলোকের শৃঙ্খলে বদ্ধ হইল। ১১ তুমিও মত্ত হইবে, লুক্কায়িত হইবে ; তুমিও শত্ৰুভয় ১২ প্রযুক্ত আশ্রয় চেষ্টা করিবে। তোমার দৃঢ় দুর্গ সকল আশুপক্ক ফলবিশিষ্ট ডুমুরবৃক্ষের ন্তায় হইবে সঞ্চী১৩ লিত হইলে তাহার ফল ভক্ষকের মুখে পড়ে। দেখ, তোমার মধ্যস্থিত প্রজার স্ত্রীলোক ; তোমার দেশের পুরদ্বার সকল শক্রগণের জন্ত খোলী গিয়াছে, অগ্নি ১৪ তোমার অর্গল সকল গ্রাস করিয়াছে। তুমি অবরোধসময়ের জন্ত জল তোল, তোমার দুর্গ সকল দৃঢ় কর, ইটখোলাতে যাও, কাদ। ছান, ইটের পাজী সাজাও । ১৫ সেখানে অগ্নি তোমাকে গ্রাস করিবে ; খড়গ তোমাকে ছেদন করিবে, তাহ পতঙ্গের স্থায় তোমাকে খাইয়া ফেলিবে ; তুমি পতঙ্গের স্থায় বড় বাক হও, পঙ্গ১৬ পালের স্তায় বড় ঝাক হও । তুমি আকাশের তার হইতেও আপন বণিকগণের বৃদ্ধি করিয়াছ ; পতঙ্গ ১৭ বৰ্ণক বাধিয়া উড়িয়া যাইতেছে । তোমার কিরীটিগণ পঙ্গপালের তুল্য, তোমার সেনাপতির অগণ্য ফড়িঙ্গের তুল্য ; ফড়িঙ্গ ত শীতের দিনে বেড়ায় আশ্রয় লয়, কিন্তু স্থৰ্য্যোদয় হইলে উড়িয়া যায় ; কোন স্থানে গেল, ১৮ তাহ জানা যায় না। হে অশুর-রাজ, তোমার পালরক্ষকের নিদ্র। গিয়াছে, তোমার কুলীনের বিশ্রাম করিতেছে, তোমার প্রজার। পৰ্ব্বতগণের উপরে ছিন্নভিন্ন রহিয়াছে, তাহাদিগকে সংগ্ৰহ করিবার কেহ ১৯ নাই । তোমার ভঙ্গের প্রতীকীর নাই ; তোমার ক্ষত ংঘাতিক ; যাহার তোমার বার্তা শুনিবে, তাহার তোমার উপরে হাততালী দিবে ; কেননা তোমার হিংসা কাহার উপরে না অবিরত রছিয়াছে ? о. т. 48 ] 753 - * *