পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮔ Ꮆ Ꭽ ভয় করবে, তুমি শাসন গ্রহণ করিবে, তাঁহাতে তাহার নিবাস উচ্ছিন্ন হইবে না ; ইহ। তাহার সম্বন্ধে আমার নিরূপিত বিষয়ের সাকল্য ; কিন্তু তন্নিবাসীরা প্রত্যুষে উঠিয় আপনাদের সকল কাৰ্য্য নষ্ট করিয়া আমার অপেক্ষায় থাক, যে দিন আমি হরণ করিতে তাহীদের উপরে আমার ক্রোধ, আমার সমস্ত কোপাগ্নি অীর `` জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব, পার হইতে আমার উপাসকগণ, আমার ছিন্নভিন্ন হইয়াছ, তৎপ্রযুক্ত সে দিন লজ্জিত হইবে না : কেনন। তুমি আমার পবিত্ৰ পৰ্ব্বতে আর অহঙ্কার করিবে না । Y R লইবে । ইস্রায়েলের অবশিষ্ট লোক তন্ত্যায় করিলে ফেলিতে লাগিল । এই জন্ত সদাপ্রভু কহেন, তোমরা সেই দিন পর্য্যন্ত উঠিব ; কেননা তামার বিচার এই, তামি জাতিগণকে সংগ্ৰহ করিয়া ও রাজ্য সকল একত্র করিয়া ঢালিয়া দিব : বস্তুতঃ আমার অন্তর্জালীর তাপে সমস্ত পৃথিবী অগ্নিভক্ষিত হইবে। যেন তাহার। সকলেই সদাপ্রভুর নামে ডাকে, ও একযোগে তাহার আরাধন করে ৷ কৃশ দেশস্থ নদীগণের প্রজ-কন্যা, আমার নৈবেদ্য আনয়ন করিবে* । তুমি আপনার ষে সকল ক্রিয়াতে আমার কাছে অপরাধিনী সেই সময়ে আমি তোমার দপযুক্ত উল্লাসকারী লোকদিগকে তোমার মধ্য হইতে হরণ করিব ; তাহতে আর আমি তোমার মধ্যে দীনদুঃখী এক জাতিকে অবশিষ্ট রাখিব ; তাহারা সদাপ্রভুর নামের শরণ ন, মিথ্যাকথা বলিবে না, এবং তাঁহাদের মুখে প্রতারক জিহব থাকিবে না ; বস্তুতঃ তাহার চরিবে >ご মন্দিরের পুননিৰ্ম্মাণ বিষয়ে হগয়ের ভাববাণী । S দারিয়বস রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদী দ্বারা শস্টীয়েলের পুত্র সরুকবাবিল নামক যিছু দীর অধ্যক্ষের কাছে এবং যিহোষাদকের পুত্ৰ যিহোশুর মহাযাজকের কাছে উপস্থিত হইল। তিনি কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই লোকের বলিতেছে, সময়, সদাপ্রভুর গৃহ R

  • ( বা ) নৈবেদ্য বলিয়। আনীত হইবে ।

7 সফনিয় – হগয় । [○ 3 セー。 ; b l ও শয়ন করবে, তাহাদিগকে ভয় দেখাইবার কেহ থাকিবে না। হে সিয়োন-কষ্ঠে, আনন্দগান কর ; হে ইস্রায়েল, জয়ধ্বনি কর ; হে যিরশালেম-কম্বে, আনন্দ কর, ১৫ সৰ্ব্বান্তঃকরণে উল্লাস কর। সদাপ্রভু তোমার দণ্ড সকল দূর করিয়াছেন, তোমার শক্রকে সরাইয়া দিয়াছেন ; ইস্রায়েলের রাজ। সদাপ্রভু তোমার মধ্যবৰ্ত্তী ; তুলি ১৬ আর তামঙ্গলের ভয় করিবে না । সেই দিন যিরশালেমকে এই কথা বল। যাইবে, ভয় করিও না : ১৭ হে সিয়োন, তোমার হস্ত শিথিল না হউক। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবৰ্ত্তী ; সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন : তিনি প্রেমভরে মেীনী হইবেন, আনন্দগান দ্বারা ১৮ তোমার বিষয়ে উল্লাস করবেন। যাহারা পর্বববিরহে খেদ করে, তাহাদিগকে আমি একত্র করিব ; তাহার ১৯ তোম৷ হইতে উৎপন্ন, তাহার ধিক্কারে ভারগ্রস্ত । দেখ, যে সকল লোক তোমাকে দুঃখ দেয়, সেই সময়ে আমি তাহদের প্রতি যাহা করিবার, তাহা করিব ; আর আমি খঞ্জাকে পরিত্রাণ করিব, ও দূরীকুতাকে ংগ্ৰহ করিব ; এবং যাহাঁদের লজ্জ। সমস্ত পৃথিবীতে ব্যাপিয়াছে, আমি তাহাদিগকে প্রশংসার ও কীৰ্ত্তির ২• পত্র করিব। সেই সময়ে আমি তোমাদিগকে আনিব, সেই সময়ে তোমাদিগকে সংগ্ৰহ করিব : কারণ আমি পৃথিবীন্থ সমস্ত জাতির মধ্যে তোমাদিগকে কীৰ্ত্তির ও প্রশংসার পাত্র করিব ; কেননা তখন আমি তোমাদের দৃষ্টিগোচরে তোমাদিগকে বন্দিত্ব হইতে ফিরাইয়া আনিব, ইহ সদাপ্রভু কহেন। y 8 ৩ নিৰ্ম্মাণের সময়, উপস্থিত হয় নাই। তখন হগয় ভােব৪ বাদী দ্বারা সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল ; এই কি তোমাদের আপন আপন ছাদ আঁট গৃহে বাদ ৫ করিবার সময় ? এই গৃহ ত উৎসন্ন রহিয়াছে। এই জষ্ঠ এখন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ৬ তোমরা আপন আiপন পথ তালোচনা কর । তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ আহার করিয়াও তৃপ্ত হইতেছে না, পান করিয়াও আপ্যায়িত হইতেছ না, পরিচ্ছদ গুরিয়াও উষ্ণ হইতেছ না, এবং বেতনজীবী লোক ছেড়া থলিতে বেতন ৭ রাখে। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ৮ তোমরা আপন আপন পথ তালোচনা কর । পৰ্ব্বতে 58