পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ ; ৯ – ২৩ ; ১৩ । ] গৃহস্বামী প্রতিবাসীর দ্রব্যে হাত দিয়াছে কি না, তাহ জানিবার জন্ত সে ঈশ্বরের সাক্ষাতে আনীত হইবে। ৯ সর্ববপ্রকার অপরাধের বিষয়ে, অর্থাৎ গোরু কিম্বা গর্দভ কিম্বা মেষ কিম্বা বস্ত্র, বা কোন হারাণ বস্তুর বিষয়ে যদি কেহ বলে, এ সেই দ্রব্য, তবে উভয়ের কথা ঈশ্বরের নিকটে উপস্থিত হইবে ; ঈশ্বর যাহাকে 響 করিবেন, সে আপন প্রতিবাসীকে তাহার দ্বিগুণ দবে। কেহ যদি আপন গর্দভ কিম্বী গোরু কিম্বা মেষ কিম্বা কোন পশু প্রতিবাসীর কাছে পালনার্থে রাখে, এবং লোকের অগোচরে সে পশু মরিয়া যায়, বা ভগ্নাঙ্গ ১১ হয়, কিম্বা তাড়িত হয়, তবে ‘আমি প্রতিবাসীর দ্রব্যে হস্তীর্পণ করি নাই, ইহা বলিয়া এক জন অন্ত জনের কাছে সদাপ্রভুর নামে দিব্য করিবে ; আর পশুর স্বামী সেই দিব্য গ্রাহ করিবে, ঐ ব্যক্তি ক্ষতিপূরণ করিবে ১২ না। কিন্তু যদি তাহার নিকট হইতে উহ চুরি যায়, তবে সে তাহার স্বামীর কাছে ক্ষতিপূরণ করিবে। ১৩ যদি সেটী বিদীর্ণ হয়, তবে সে প্রমাণার্থে তাহ উপস্থিত করুক ; সেই বিদীর্ণ পশুর জন্য সে ক্ষতিপূরণ করিবে না । আর কেহ যদি আপন প্রতিবাসীর পশু চাহিয়া লয়, ও তাহার স্বামী তাহার সহিত না থাকিবার সময়ে সে ভগ্নাঙ্গ হয় কিম্বা মরিয়া যায়, তবে সে অব ক্ষতি১৫ পূরণ করবে। যদি তাহার স্বামী তাহার কাছে থাকে, তবে সে ক্ষতিপূরণ করিবে না ; তাহা যদি ভাড়া করা পশু হয়, তবে তাহার ভাড়াতে শোধ হইল । আর কেহ যদি অবাগদত্ত কুমারীকে ভুলাইয় তাহার সহিত শয়ন করে, তবে সে অবস্থা কন্যাপণ দিয়া ১৭ তাহাকে বিবাহ করিবে। যদি সেই ব্যক্তির সহিত আপন কন্যার বিবাহ দিতে পিতা নিতান্ত অসন্মত হয়, 蠶 কন্তপণের ব্যবস্থানুসারে তাহাকে রৌপ্য দিতে বে । তুমি মায়াবিনীকে জীবিত রাখিও না। পশুর সহিত শৃঙ্গারকারী ব্যক্তির প্রাণদণ্ড অবশ্য হইবে। যে ব্যক্তি কেবল সদাপ্রভু ব্যতিরেকে কোন দেবতার কাছে বলিদান করে, সে সম্পূর্ণরূপে বিনষ্ট হইবে। ২১ তুমি বিদেশীর প্রতি অন্যায় করিও না, তাহার প্রতি উপদ্রব করিও না, কেননা মিসর দেশে তোমরা বিদেশী ২২ ছিলে। তোমরা কোন বিধবাকে কিম্ব পিতৃহীনকে ২৩ দুঃখ দিও না । তাহাদিগকে কোন মতে দুঃখ দিলে যদি তাহারা আমার নিকট ক্ৰন্দন করে, তবে আমি ২৪ অবঙ্গ তাঁহাদের ক্ৰন্দন শুনিব ; আর আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, এবং আমি তোমাদিগকে খড়গ দ্বারা বধ করিব, তাহাতে তোমাদের স্ত্রীর বিধবা ও তোমাদের সন্তানগণ পিতৃহীন হইবে। তুমি যদি আমার প্রজাদের মধ্যে তোমার স্বজাতীয় কোন দীন দুঃখীকে টাক। ধার দেও, তবে তাহার কাছে Y e S 8 うW。 >し* So ー&o 한C যাত্রীপুস্তক । や● সুদগ্রাহীর স্থায় হুইও না : তোমরা তাহার উপরে ২৬ সুদ চাপাইবে না। যদি তুমি আপন প্রতিবাসীর বস্ত্র বন্ধক রাখ, তবে স্বৰ্য্যাস্তের পূর্বে তাহ ফিরাইয়া দিও ; ২৭ কেননা তাহ তাহার একমাত্র আচ্ছদন, তাহার গাত্রের বস্ত্র ; সে কিসে শয়ন করিবে ? আর যদি সে আমার কাছে ক্ৰন্দন করে, তবে আমি তাহ শুনিব, কেননা আমি কৃপাবান । তুমি ঈশ্বরকে ধিক্কার দিও না, এবং স্বজাতীয় লোকদের অধ্যক্ষকে শাপ দিও না । তোমার পক্ক শস্ত্য ও দ্রাক্ষারস নিবেদন করিতে বিলম্ব করিও না । তোমার প্রথমজাত পুত্ৰগণ আমাকে ৩০ দিও। তোমার গো ও মেষ সম্বন্ধেও তদ্রুপ করিও : তাহ সাত দিন আপন মাতার সহিত থাকিবে, অষ্টম দিনে তুমি তাহ আমাকে দিও। আর তোমরা আমার উদ্দেশে পবিত্র লোক হইবে : ক্ষেত্রে বিদীর্ণ কোন মাংস খাইবে না ; তাহা কুকুরদের কাছে ফেলিয়া দিবে। ২৩ তুমি মিথ্যা জনরব উত্থাপন করিও না ; অন্তায় সাক্ষী হইয়। দুর্জনের সহায়তা করিও না । ২ তুমি দুষ্কৰ্ম্ম করিতে বহু লোকের পশ্চাদ্বত্তী হইও না, এবং বিচারে অন্তায় করণার্থে বহু লোকের পক্ষ ৩ হইয়া প্রতিবাদ করিও না। দরিদ্রের বিচারে তাহারও পক্ষপাত করিও না । ৪ তোমার শক্রর গোরু কিম্বা গর্দভকে পথহারা দেখিলে তুমি অবগু তাহার নিকটে তাহাকে লইয়া ৫ যাইবে । তুমি আপন শক্রর গর্দভকে ভারের নীচে পতিত দেখিলে যদ্যপি তাহাক ভারমুক্ত করিতে অনিচ্ছুক হও, তথাপি অবশ্ব উহার সঙ্গে তাহাকে ৬ ভারমুক্ত করবে। দরিদ্র প্রতিবাসীর বিচারে তাহার ৭ প্রতি অন্তায় করিও না। মিথ্যা বিষয় হইতে দুরে থাকিও, এবং নির্দোষের কি ধাৰ্ম্মিকের প্রাণ নষ্ট করিও না, কেননা আমি দুষ্টকে নির্দোষ করিব না। ৮ আর তুমি উৎকোচ গ্রহণ করিও না, কেননা উৎকোচ মুক্তচক্ষু দিগকে অন্ধ করে, এবং ধাৰ্ম্মিকদের কথা সকল ৯ উলটায়। আর তুমি বিদেশীর প্রতি উপদ্রব করিও না; তোমরা ত বিদেশীর হৃদয় জান, কেননা তোমরা মিসর দেশে বিদেশী ছিল । ১০ তুমি আপন ভূমিতে ছয় বৎসর যাবৎ বীজ বপন ১১ করিও, ও উৎপন্ন শস্ত্য সংগ্ৰহ করিও । কিন্তু সপ্তম বৎসরে তাহাকে বিশ্রাম দিও, ফেলিয়া রাখিও ; তাহাতে তোমার স্বজাতীয় দরিদ্রগণ খাইতে পাইবে, আর তাহারী যাহ অবশিষ্ট রাখে, তাহ বনপশুতে খাইবে ; এবং তোমার দ্রাক্ষাক্ষেত্রের ও জিতবৃক্ষের বিষয়েও ১২ সেইরূপ করিও । তুমি ছয় দিন আপন কৰ্ম্ম করিও, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করিও ; যেন তোমার গোরু ও গর্দভ বিশ্রাম পায়, এবং তোমার দাসীপুত্র ও ১৩ বিদেশী লোক প্রাণ জুড়ায় । আমি তোমাদিগকে যাহ। যাহা কহিলাম, সকল বিষয়ে সাবধান থাকিও ; ইতর ২৮ ২৯ No. 3 67