পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* S a হগয়—সখরিয় । ९ ; २२-४ ; s१ ॥ ২১ দ্বিতীয় বার হগয়ের নিকটে উপস্থিত হইল ; তুমি ৷ ২৩ আপন আপন ভ্রাতার খড়েগ পতিত হইবে। বাহিনী যিহুদার অধ্যক্ষ সরুত্ববাবিলকে এই কথা বল, আমি ২২ আকাশমণ্ডল ও পৃথিবীকে কম্পান্বিত করিব ; আর রাজগণের সিংহাসন উণ্টাইয়। ফেলিব, জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব, রথ ও রথারোহীদিগকে উণ্টাইয়। ফেলিব, এবং অশ্ব ও অশ্বারোহিগণ গণের সদাপ্রভু বলেন, সেই দিন, হে শস্টীয়েলের । পুত্র, আমার দাস, সরুববাবিল, আমি তোমাকে গ্রহণ । করিব, ইহ সদাপ্রভু বলেন ; আমি তোমাকে মুদ্রণার্থক অঙ্গুরীয়স্বরূপ রাখিব; কেননা আমি তোমাকে মনোনীত করিয়াছি, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। সখরিয় ভাববাদীর পুস্তক সখরিয়ের প্রাপ্ত দুই দর্শনের বৃত্তান্ত । Ş দারিয়াবসের দ্বিতীয় বৎসরের অষ্টম মাসে সদাপ্রভুর এই বাক্য ইন্দোর পৌত্র বেরিখিয়ের পুত্ৰ সখরিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল। ২ সঙ্গাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের প্রতি অতিশয় ৩ ক্রোধাবিষ্ট হইয়াছিলেন। অতএব তুমি এই লোকদিগকে বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন ; তোমরা আমার প্রতি ফির, ইহা বাহিনীগণের সদা প্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব, ইহা ৪ বাহিনীগণের সদাপ্রভু বলেন। তোমরা তোমাদের পিতৃপুরুষদের সদৃশ হইও না, তাহাদিগকে পূৰ্ব্বকালীন ভাববাদিগণ উচ্চৈঃস্বরে বলিত, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন কুপথ হইতে ও আপন আপন কুকাৰ্য্য হইতে ফির ; কিন্তু তাহারা শুনিত না, আমার কথায় কর্ণপাত ৫ করিত না, ইহ সদাপ্রভু বলেন । তোমাদের পিতৃপুরুষের কোথায় ? এবং ভাববাদিগণ কি নিত্য৬ জীবী ? কিন্তু তামি আপন দাস ভাববাদিগণকে যাহা যাহ আজ্ঞা করিয়াছিলাম, আমার সেই সকল বাক্য ও বিধান কি তোমাদের পিতৃপুরুষদের লাগাইল পায় নাই ? তখন তাহার ফিরিয়া আসিয়া কহিল, বাহিনীগণের সদাপ্রভু আমাদের আচার ও ক্রিয়ামুসারে আমাদের প্রতি যেরূপ ব্যবহার করিতে মনস্থ করিয়াছিলেন, আমাদের প্রতি তদ্রুপ ব্যবহার করিয়াছেন । ৭ দারিয়াবসের দ্বিতীয় বৎসরের একাদশ মাসের, অর্থাৎ শবাট মাসের, চতুৰ্ব্বিংশ দিনে সদাপ্রভুর বাক্য ইদ্বোর পৌত্র বেরিখিয়ের পুত্র সর্থরিয় ভাববাদীর ৮ নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, আমি রাত্রিকালে দর্শন পাইলাম, আর দেখ, রক্তবর্ণ অশ্বে আরোহী এক পুরুষ, তিনি নিম্নভূমিস্থ গুলমেদিবৃক্ষ সকলের 760 মধ্যে দাড়াইয়াছিলেন, এবং তাহার পশ্চাৎ রক্তবর্ণ, ৯ পাওর ও শ্বেতবর্ণ কতিপয় অশ্ব ছিল। তখন আমি কহিলাম, হে আমার প্রভু, ইহার কে ? তাহাতে আমার সঙ্গে আলাপকারী দূত আমাকে কহিলেন, ইহার কে, তাহা আমি তোমাকে জ্ঞাত করিব। ১• আর যে পুরুষ গুলমেদিবৃক্ষ সকলের মধ্যে দাড়াইয়াছিলেন, তিনি কহিলেন, সদাপ্রভু ইহাদিগকে পৃথি১১ বীতে ইতস্ততঃ ভ্রমণ করিতে পাঠাইয়াছেন। তখন তাহারা উত্তর করিয়া, যিনি গুলমেদিবৃক্ষ সকলের মধ্যে দাড়াইয়াছিলেন, সদাপ্রভুর সেই দুতকে কহিল, আমরা পৃথিবীতে ইতস্ততঃ ভ্রমণ করিয়াছি, আর দেখ, সমস্ত পৃথিবী স্বস্থির ও বিশ্রান্ত । ১২ তখন সদাপ্রভুর দূত কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি এই সত্তর বৎসর ষাহীদের উপরে ক্রোধাবিষ্ট রহিয়াছ, সেই ষিরশালেমের প্রতি, ও যিহুদার নগর সকলের প্রতি করুণা করিতে কত কাল ১৩ বিলম্ব করিবে ? তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, সদাপ্রভু তাহাকে উত্তর দিয়া নানা ১৪ মঙ্গলকথা, নানা সান্তনাদায়ক কথা কহিলেন। আর যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি আমাকে কহিলেন, তুমি ঘোষণা করিয়া বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, যিরশালেমের পক্ষে ও সিয়োনের পক্ষে আমি মহা অন্তর্জালায় জ্বালাযুক্ত ১৫ হইয়াছি। আর নিশ্চিস্ত জাতিগণের প্রতি আমি মহাক্রোধাবিষ্ট হইয়াছি ; কেননা আমি যৎকিঞ্চিৎ ক্রোধাবিষ্ট হইলে তাহারী অমঙ্গলার্থে সাহায্য করিল। ১৬ এই জষ্ঠ সদাপ্রভু এই কথা বলেন, আমি করুণাসহ ষিরশালেমে ফিরিয়া আসিলাম ; তাহার মধ্যে আমার গৃহ নিৰ্ম্মিত হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন : ১৭ এবং যিরশালেমে স্বত্রপাত হইবে । তুমি আরও ঘোষণা করিয়া ৰল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার নগর সকল পুনৰ্ব্বার মঙ্গলে আপ্লাবিত হইবে,