পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* や 8 ৫ বসিবে। আর চকে ক্রীড়া করে, এমন বালক বালি৬ কাতে নগরের চক সকল পরিপূর্ণ হইবে। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই লোকদের অবশিষ্টাংশের দৃষ্টিতে তাহ যদি তৎকালে অসম্ভব বোধ হয়, তবে কি আমার দৃষ্টিতেও অসম্ভব বোধ হইবে ? ৭ ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি পুর্ব দেশ হইতে ও পশ্চিম দেশ হইতে আপন প্রজাদিগকে নিস্তার ৮ করিব ; আর আমি তাহাদিগকে আনিব, তাহাতে তাহার। যিরশালেমের মধ্যে বাস করিবে ; এবং সত্যে ও ধাৰ্ম্মিকতায় তাহার। আমার প্রজ৷ হইবে, ও আমি তাহীদের ঈশ্বর হুইব । ৯ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহুেন, বাহিনীগণের সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনকালীয় ভাববাদীদের মুখে এই বর্তমান কালে এই সকল কথা শুনিতে পাইতেছ যে তোমরা, তোমাদের হস্ত সবল ১• হউক : মন্দির নিৰ্ম্মিত হইবে । বস্তুতঃ সেই দিনের পূৰ্ব্বে মনুয্যের বেতন ছিল না, পশুর ভাড়াও ছিল না; এবং যে কেহ ভিতরে আদিত কিম্ব বাহিরে বাইত, বিপক্ষের জন্ত তাহার কিছুই শান্তি হইত না ; আর আমি প্রত্যেক জনকে আপন আপন প্রতিবাসীর ১১ বিপক্ষে প্রেরণ করিতাম। কিন্তু এখন আমি এই লোকদের অবশিষ্টাংশের প্রতি পুৰ্ব্বকার দিন-সমুহের দ্যায় ব্যবহার করিব না, ইহা বাহিনীগণের সদাপ্রভু ১২ বলেন। কেননা শান্তিযুক্ত বীজ হইবে, দ্রাক্ষালতা ফলবতী হইবে, ভূমি আপন শস্ত উৎপন্ন করবে, ও আকাশ আপন শিশির দান করিবে ; আর আমি এই লোকদের অবশিষ্টাংশকে এই সকলের অধিকারী ১৩ করিব। আর হে যিহদা-কুল ও ইস্রায়েল-কুল, জাতিগণের মধ্যে তোমরা যেমন অভিশাপস্বরূপ ছিলে, তেমনি আমি তোমাদিগকে নিস্তার করিব, আর | তোমরা আশীৰ্ব্বাদস্বরূপ হইবে ; ভয় করিও না ; ১৪ তোমাদের হস্ত সবল হউক। কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষের আমাকে ক্রুদ্ধ করাতে আমি যেমন তোমাদের অমঙ্গল সাধনের সঙ্কল্প করিলাম, অনুশোচনা করিলাম না, -৫ বাহিনীগণের সদাপ্রভু কহেন, তেমনি ফিরিয়া এই সময়ে ফিরশালেমের ও যিছুদ-কুলের মঙ্গল সাধনের ১৬ সঙ্কল্প করিলাম ; তোমরা ভয় করিও না । তোমরা এই সকল কাৰ্য্য করিও, আপন আপন প্রতিবাসীর কাছে সত্য বলিও, তোমাদের নগর-দ্বারে সত্য ও ১৭ শান্তিজনক বিচার করিও। তার মনে মনে আপন আপন প্রতিবাসীর অনিষ্ট চিন্তা করিও না, এবং মিথ্যা দিব্য ভাল বাসিও না ; কেননা এই সকল আমি ঘৃণা করি, ইহ সদাপ্রভু বলেন। ১৮ পরে বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য আমার ১৯ নিকটে উপস্থিত হইল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের যে 764 সখরিয় । [レ; c – ఎ ; ty | সকল উপবাস, সে সকল যিহূদা-কুলের জন্ত আনন্দ, আমোদ এবং মঙ্গলোৎসব হইয়া উঠিবে ; অতএব ২• তোমরা সত্য ও শাস্তি ভাল বাসিও। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ইহার পরে নানা জাতি ২১ এবং অনেক নগরের নিবাসীরা আসিবে। এক নগরের নিবাসীরা অষ্ঠ নগরে গিয়া এই কথা বলিবে, চল, আমরা সদাপ্রভুর কাছে বিনতি করিতে ও বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে শীঘ্ৰ যাই ; আমিও ২২ যাইব । আর অনেক দেশের লোক ও বলবান জাতিগণ বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে ও সদাপ্রভুর কাছে বিসতি করিতে বিরূশালেমে আসিবে। ২৩ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৎকালে জাতিগণের সর্ব ভাষাবাদী দশ দশ পুরুষ এক এক যিহুদী পুরুষের বস্ত্রের অঞ্চল ধরিয়া এই কথা কহিবে, আমরা তোমাদের সহিত যাইব, কেনন। আমরা শুনিলাম, ঈশ্বর তোমাদের সহবৰ্ত্তা। ইস্রায়েল ও ইস্রায়েল-রাজের বিষয়ে ভারবাণী । > 」。" দেশের উপরে সদাপ্রভুর বাক্যের ভারবাণী, এবং দম্মেশক তাহার অবস্থিতি-স্থান : কেননা সদাপ্রভুর চক্ষু মনুষ্যের এবং সমস্ত ইস্রায়েল২ বংশের প্রতি রহিয়াছেই । আর তাহার পার্শ্বে স্থিত হমাৎ এবং প্রচুর জ্ঞানবিশিষ্ট সোর ও সাঁদোনও ৩ তাহার ভাগী হইবে। সোর আপনার জন্ত দৃঢ় দুর্গ নিৰ্ম্মাণ করিয়াছে, এবং ধুলার দ্যায় রৌপ্য ও পথের ৪ কৰ্দমের স্থায় উত্তম স্বর্ণ সঞ্চয় করিয়াছে। দেগ, প্ৰভু তাহাকে অধিকারচু্যত করিবেন, ও সমুদ্রে তাহার বলে আঘাত করিবেন, এবং সে অগ্নিভক্ষিত হইবে। ৫ তাহ দেখিয়া অস্কিলেীন ভয় পাইবে, ঘসাও দেখিয়া আতিশয় ব্যথিত হইবে, এবং ইক্রোণও তদ্রুপ হইবে, কেননা তাহার আশাভূমি লজ্জিত হইবে, ঘসা হইতে রাজা উচ্ছিন্ন হইবে, ও তাঙ্কিলোনে বসতি থাকিবে ৬ না। আর অস্দোদে জারজ বংশ বাস করিবে, এবং ৭ আমি পলেষ্টীয়দের দৰ্প চূর্ণ করিব। আর আমি তাহার মুখ হইতে তাহার পেয় রক্ত, ও দন্তের মধ্য হইতে তাহার জঘন্ত বস্তু সকল অপসারণ করিব : আর সে অবশিষ্ট থাকিয় আপনিও আমাদের ঈশ্বরের লোক হইবে ; সে যিহূদার মধ্যে অধ্যক্ষতুল্য হইবে, ৮ এবং ইক্রোণ যিবুীয়ের তুল্য হইবে। আর আমি সৈন্তসামস্তের বিরুদ্ধে আপন কুলের চারিদিকে শিবির স্থাপন করিব, যেন কেহ গমনাগমন না করে ; তাহাতে কোন প্রজাপীড়নকারী আর তাহাদের নিকট দিয়া যাইবে না ; কারণ এখন আমি স্বচক্ষে দেখিলাম ।

  • ( বা ) কেননা মনুষ্যের এবং সমস্ত ইত্ৰায়েলের চক্ষ

সদাপ্রভুর প্রতি রহিয়াছে ।