বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R মথি । প্রভূ যীশুর শিশুকালের বিবরণ। R হেরোদ রাজার সময়ে যিহুদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হইলে পর, দেখ, পুৰ্ব্বদেশ হইতে কয়েক জন পণ্ডিত বিরূশালেমে আসিয়া কহিলেন, ২ যিহুদীদের যে রাজা জন্মিয়াছেন, তিনি কোথায় ? কারণ আমরা পুৰ্ব্বদেশে তাহার তারা দেখিয়াছি, ও ৩ তাহাকে প্রণাম করিতে আসিয়াছি । এ কথা শুনিয়া হেরোদ রাজ উদ্বিগ্ন হইলেন, ও তাহার সহিত সমুদয় ৪ যিরশালেমও উদ্বিগ্ন হইল । আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোকসাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্ৰীষ্ট কোথায় ও জন্মিবেন ? তাহারা তাহাকে বলিলেন, যিছুদিয়ার বৈৎলেহমে, কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে, ও ‘’ আর তুমি, হে যিহ্ৰদ। দেশের বৈৎলেহম, তুমি যিহুদার অধ্যক্ষদের মধ্যে কোন মতে ক্ষুদ্র তম নও, কারণ তোম৷ হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন, যিনি আমার প্রজ ইস্রায়েলকে পালন করিবেন।” * ৭ তখন হেরোদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়, ঐ তার কোন সময়ে দেখা গিয়াছিল, তাহ। তাহাদের ৮ নিকটে বিশেষ করিয়া জানিয়া লইলেন । পরে তিনি তাহাদিগকে বৈৎলেহমে পাঠাইয়া দিয়া কহিলেন, তোমরা গিয়া বিশেষ করিয়৷ সেই শিশুর আম্বেষণ কর ; দেখা পাইলে আমাকে সংবাদ দিও, যেন ৯ আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। রাজার কথা শুনিয় তাহারা প্রস্থান করিলেন, তার দেখ, পুৰ্ব্বদেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন, তাহ তাহীদের অগ্ৰে অগ্ৰে চলিল, শেষে যেখানে শিশুটা ছিলেন, তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রহিল । ১০ তারাটা দেখিতে পাইয় তাহার। মহানন্দে আতিশয় ১১ আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটাকে, তাহার মাত মরিয়মের সহিত, দেখিতে পাইলেন, ও ভূমিষ্ঠ হইয় তাহাকে প্রণাম করিলেন, এবং আপনাদের ধনকোষ খুলিয় তাহাকে স্বর্ণ, ১২ কুন্দুর ও গন্ধরস উপহার দিলেন। পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া, অন্ত পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন । তাহারা চলিয়া গেলে পর, দেখ, প্রভুর এক দূত স্বপ্নে যোষেফকে দর্শন দিয়া কহিলেন, উঠ, শিশুটীকে ও তাহার মাতাকে লইয়া মিসরে পলায়ন কর : আর আমি যত দিন তোমাকে না বলি, তত দিন সেখানে থাক , কেননা হেরোদ শিশুটাকে বধ করিবার ১৪ জন্য তাহার অনুসন্ধান করিবে। তখন যোষেফ উঠিয়৷ রাত্রিযোগে শিশুটকে ও র্তাহার মাতাকে লইয়।

  • যৗগ। ৫ ; ২ ।

3vరి 「* 3 >ー○ ; a ] ১৫ মিসরে চলিয়া গেলেন, এবং হেরোদের মৃত্যু পৰ্য্যন্ত সেখানে থাকিলেন যেন ভাববাদী দ্বার। কথিত প্রভুর এই বচন পূর্ণ হয়, “আমি মিসর হইতে আপন পুত্রকে ডাকিয়৷ আনিলাম” স্থা । পরে হেরোদ যখন দেখিলেন যে, তিনি পণ্ডিতগণ কর্তৃক তুচ্ছাকৃত হইয়াছেন, তখন মহাকুদ্ধ হইলেন, এবং সেই পণ্ডিতদের নিকটে বিশেষ করিয়া যে সময় জানিয়া লইয়াছিলেন, তদনুসারে দুই বৎসর ও তাহার অল্প বয়সের যত বালক বৈৎলেহম ও তাহার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠাইয়া সে সকলকে ১৭ বধ করাইলেন। তখন ফিরমিয় ভাববাদী দ্বার। কথিত এই বচন পূর্ণ হইল, “ রামায় শব্দ শুনা যাইতেছে, হাহাকার ও অত্যন্ত রোদন ; রাহেল আপনি সস্তানদের জন্ত রোদন করিতেছেন, সাস্তুনা পাইতে চান না, কেননা তাহার। নাই । * f ১৯ হেরোদের মৃত্যু হইলে পর, দেখ, প্রভুর এক দূত ২• মিসরে ষোষেফকে স্বপ্নে দর্শন দিয়া কহিলেন, উঠ, শিশুটকে ও র্তাহার মাতাকে লইয়া ইস্রায়েল দেশে যাও ; কারণ যাহারা শিশুটার প্রাণনাশের চেষ্ট৷ ২১ করিয়াছিল, তাহারা মরিয়া গিয়াছে । তাহাতে তিনি উঠিয়া শিশুটীকে ও তাহার মাতাকে লইয়৷ ২২ ইস্রায়েল দেশে আসিলেন । কিন্তু যখন তিনি শুনিতে পাইলেন যে, আৰ্থিলায় নিজ পিত। হেরোদের পদে যিছুদিয়াতে রাজত্ব করিতেছেন, তখন সেখানে যাইতে ভীত হইলেন ; পরে স্বপ্নে আদেশ পাইয়৷ ২৩ গালীল প্রদেশে চলিয়া গেলেন, এবং নাসরৎ নামক নগরে গিয়া বসতি করিলেন ; যেন ভাববাদিগণ দ্বার। কথিত এই বচন পূর্ণ হয় যে, তিনি নাসরতীয় বলিয়া আখ্যাত হইবেন । যোহন বাপ্তাইজকের প্রচারাদি কাৰ্য্য ।” ○ সেই সময়ে যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়৷ যিছুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন : ২ তিনি বলিলেন, ‘মন ফিরাও, কেনন। স্বৰ্গ-রাজ্য সন্নিকট হইল। ’ ৩ ইনিই সেই ব্যক্তি, যাহার বিষয়ে যিশাইয় ভাববাদী দ্বারা এই কথ। কথিত হইয়াছিল, “প্রান্তরে এক জনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাহার রাজপথ সকল সরল কর।= { ৪ যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কটিদেশে চৰ্ম্ম-পটুক, ও তাহার খাদ্য পঙ্গপাল ও বনং মধু ছিল। তখন যিরশালেম, সমস্ত বিহদিয়া, এবং যর্দনের নিকটবৰ্ত্তী সমস্ত অঞ্চলের লোক, বাহির

  • হোশেয় ১১ ঃ ১ । + ফিরমিয় ৩১ ঃ ১৫ ।

اج داده و دا چw t =rست و د كچart 1 د { যিশাইয় ৪০ ; ৩ । S)や >bア