পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ং ৪ ; ১১ – ২৫ ; ৩৩ ৷ ] স্তরের কার্য্যবৎ, এবং নিৰ্ম্মলতায় সাক্ষাৎ আকাশের ১১ তুল্য ছিল। আর তিনি ইস্রায়েল-সন্তানদের অধ্যক্ষগণর উপরে হস্তপণ করিলেন না, বরং তাহারা ঈশ্বরকে দর্শন করিয়া ভোজন পান করিলেন । আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি পৰ্ব্বতে আমার নিকটে উঠিয়া অসিয়৷ এই স্থানে থাক, তাহাতে আমি দুই খান প্রস্তরফলক, এবং আমার লিখিত ব্যবস্থা ও আজ্ঞ তোমাকে দিব, যেন তুমি লোকদিগকে শিক্ষা দিতে পার। পরে মোশি ও তাহার পরিচারক যিহেশুয় উঠলেন, এবং মেশি ঈশ্বরের পঞ্চ তে উঠলেন । আর তিনি প্রাচীনবর্গকে কহিলেন, আমরা যাবৎ তোমাদের নিকটে ফিরিয়া না আসি, তাবৎ তোমরা আমাদের অপেক্ষায় এই স্থানে থাক ; আর দেখ, হারোণ ও হ্রর তোমাদের কাছে রহিলেন ; কাহারও কোন বিবাদের কথা উপস্থিত হইলে সে ১৫ তাহদের কাছে যাউক । মোশি যগন পৰ্ব্বতে উঠিলেন, ১৬ তখন মেঘে পৰ্ববত আচ্ছন্ন ছিল । আর সীনয় পৰ্ব্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করিতেছিল ; উহ। ছয় দিন মেঘাচ্ছন্ন রহিল ; পরে সপ্তম দিনে তিনি ১৭ মেঘের মধ্য হইতে মেশিকে ডকিলেন । আর ইস্রায়েল-সন্তানগণের দৃষ্টিতে সদাপ্রভুর প্রতাপ পৰ্ববতশৃঙ্গে ১৮ গ্রাসকারী অগ্নির দ্যায় প্রকাশিত হইল। আর মেশি মেঘের মধ্য প্রবেশ করিয়া পববতে উঠিলেন । মোশি চল্লিশ দিবারাত্র সেই পববতে অবস্থিতি করিলেন । ঈশ্বরীয় তাম্বু ও পাত্ৰাদি নিৰ্ম্মাণ বিষয়ক আদেশ । -२७ं পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানদিগকে আমার নিমিত্তে উপহার ংগ্ৰহ করতে বল ; হৃদয়ের ই চছয় যে নিবেদন করে, তাহ হইতে তোমরা আমার সেই উপহার ৩ গ্রহণ করিও । এই সকল উপহার তাহদের হইতে ৪ গ্রহণ করবে ; স্বর্ণ, রৌপ্য, পিত্তল ; এবং নীল, ৫ বেগুনে ও লাল, এবং সাদ মদীন। স্বত্র ও ছাগলোম : ও ৬ রক্ত কৃত মেষচৰ্ম্ম, তহশ চৰ্ম্ম, ও শিটীম কষ্ঠ . দীপাথ তৈল, এবং অভিষেকার্য তৈলের ও মুগন্ধি ধূপের ৭ নিমিত্তে গন্ধদ্রব্য ; এবং এফাদের ও বুকপাটার জন্ত ৮ গোমেদক মণি প্রভূতি থচনীয় প্রস্তর। আর তাহার। আমার নিমিত্তে এক ধৰ্ম্মধাম নিৰ্ম্মাণ করুক, তাহতে ৯ অtiম তাহদের মধ্যে বাস করব। আবাসের ও তাহার সকল দ্রব্যের যে আদর্শ আমি তোমাকে দেখাই, তদনুসারে তোমরা সকলই করিবে । স্বাক্ষা-সিন্দুক ও পণপ্যবরণ । তাহার শিটীম কাণ্ডের এক সিন্দুক নিৰ্ম্মাণ করিবে: তাহা আড়াই হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও দেড় হস্ত ১১ উচ্চ হইবে। পরে তুমি নিৰ্ম্মল হবৰ্ণে তাহ মুড়িবে: তাহার ভিতর ও বাহির মুড়িবে, এবং তাহার উপরে ১২ চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিবে। আর তাহার 18 Io e যাত্রাপুস্তক । 3 S) জন্য মুবর্ণের চারি কড়া ছাঁচে ঢালিয়। তাছার চারি গায়াতে দিবে ; তাহার এক পাশ্বে ছুই কড়া, ও অন্ত ১৩ পাখে দুই কড়া থাকিবে । আর তুমি শিটীম কাষ্ট্রের ১৪ দুঃ টী বহন-দও করিয়৷ স্বর্ণে মুড়িব । আর সিন্দুক বহুনাথে ঐ বহন-দও সিন্দুকের দুই পাশ্বস্থ কড়াতে ১৫ দিবে। সেই বহন দণ্ড সিন্দুকের কড়াতে থাকবে, ১৬ তাহ হইতে বহিস্কৃত হচবে না । তার আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব, তাহ ঐ সিন্দুকে রাখিবে। ১৭ পরে তুমি নিৰ্ম্মল স্বর্ণে আড়াই হস্ত দীর্ঘ ও দেড় হস্ত ১৮ প্রস্থ পাপবরণ প্রস্তুত করবে। আর তুমি স্বর্ণের দুষ্ট করব নিৰ্ম্মাণ করিবে ; পাপাবরণের দুই মুড়াতে ১৯ পিটন কাৰ্য্য দ্বারা তাহাদিগকে নিৰ্ম্মাণ করবে। এক মুড়াতে এক করব ও অন্ত মুড়াতে অস্ত করব, পাপীবর,ণর দুই মুড়াতে তৎসহিত অখণ্ড দুই করব ২• কfরবে। আর সেই দুই করব উদ্ধ পক্ষ বিস্তার করিয়া ঐ পক্ষ দ্বার। পাপাবরণক আচ্ছাদন করবে, এবং তাহদের মুখ পরস্পরের দিকে থাকিবে, করূব২১ দের দৃষ্টি পাপাবরণের দিকে থাকিবে । তুম এই পাপাবরণ সেই সিন্দুকর উপরে রাখিবে, এবং আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব, তাহ। ঐ সিন্দুকের মধ্যে ২২ রাখিব । আর আমি সেই স্থানে তে,মর সহিত সাক্ষাৎ করিব, এবং পাপাবরণের উপরিভাগ হইতে, সাক্ষ্য-সিন্দুকর উপরিস্থ দুই করবের মধ্য হইতে তোমার সঙ্গে আলাপ ক রয়৷ ইত্ৰায়েল-সন্তানগণের প্রতি আমার সমস্ত আজ্ঞ তোমাকে জ্ঞাত করিব । Lমজ । আর তুমি শিটীম কাঠের এক মেজ নিৰ্ম্মাণ করিবে: তাহা দুই হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ ২৪ হইবে । আর নিৰ্ম্মল স্বর্ণ তই মুড়িবে, এবং তাহার ২৫ চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয় দিবে। আর তাহার চারিদিকে চারি তাঙ্গুলি পরিমিত এক পাশ্বকাষ্ঠ করিবে, এবং পার্শ্বকাঠের চারিদিকে স্বর্ণের নিকাল ২৬ গড়িয়া দিবে। আর স্বর্ণের চারটা কড়া করিয়া চারি ২৭ পায়ার চারি কোণে রাখিবে । মেজ বহনাথ বহন-দণ্ডের ঘর হইবার নিমন্ত ঐ কড়া পার্শ্বকাgর নিকটে ২৮ থাকবে। আর ঐ মেজ বহনর্থে শিটীম কাঠের দুই ২৯ বহন-দও করিয়া তাহ৷ স্বর্ণে মুড়িবে। আর মেজর থল, চমস, শ্রুব ও ঢালিবার জন্ত সেকপত্র গড়িবে ; ৩০ এই সকল নিৰ্ম্মল স্বর্ণ দ্বারা গড়িবে। আর তুম সেই মেজের উপরে আমার সম্মুখে নয়ত দর্শন-র টা রাখিবে। দীপবৃক্ষ ! আর তুমি নিৰ্ম্মল স্বর্ণের এক দীপবৃক্ষ প্রস্তুত করিবে ; পিটন কায্যে সেই দীপবৃক্ষ প্রস্তুত হইবে : তাহার কাণ্ড, শাখা, গোলাধার, কলিকা ও পুপ ৩২ তৎসহিত অখণ্ড হইবে । দীপবৃক্ষের এক পাশ্ব হইতে তিন শাখা ও দীপবৃক্ষের অন্ত পার্থ হইতে তিন শাখ, ৩৩ এই ছয় শাখা তাহার পার্থ হইতে নির্গত হইবে। এক শাখায় বাদামপুষ্পের স্তায় তিন গোলাধার, এক ২৩ vరి) 69