পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ や যাইবার প্রয়োজন নাই, তোমরাই উহাদিগকে আহার ১৭ দেও। তাহারা তাহাকে কহিলেন, আমাদের এখানে কেবল পাঁচখানি রুট ও দুইটী মাছ ছাড়া আর কিছুই ১৮ নাই । তিনি কহিলেন, সেগুলি এখানে আমার কাছে ১৯ আন। পরে তিনি লোকসমূহকে ঘাসের উপরে বসিতে আজ্ঞা করিলেন ; আর সেই পাঁচখানি রুট ও দুইটী মাছ লইয়া স্বর্গের দিকে উৰ্দ্ধদৃষ্টি করিয়া আশীৰ্ব্বাদ করিলেন, এবং রুটী কয়খানি ভাঙ্গিয়া শিষ্যদিগকে ২০ দিলেন, শিষ্যের লোকদিগকে দিলেন। তাহাতে সকলে আহার করিয়৷ তৃপ্ত হইল ; এবং তাহার অবশিষ্ট গুড়াগাড়া পূর্ণ বার ডাল তুলিয়া লইলেন । ২১ যাহারা তাহার করিয়াছিল, তাহারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান পাচ সহস্র পুরুষ ছিল । আর যীশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহার নৌকায় উঠিয় তাহার অগ্ৰে পরপারে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিগকে ২৩ বিদায় করিয়া দিবেন। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পৰ্ব্বতে উঠিলেন। সন্ধ্য হইলে তিনি সেই স্থানে একাকা ২৪ থাকিলেন। কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, ২৫ কারণ বাতাস প্রতিকূল ছিল । পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হঁটিয় তাহাদের ২৬ নিকটে আসিলেন। তখন শিষ্যের তাহাকে সমুদ্রের উপর দিয়া হঁটিতে দেখিয়া ত্ৰাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপচছায়া ! অরি ভয়ে চেচাইতে লাগিলেন । ২৭ কিন্তু যীশু তখনই তাহদের সহিত কথা কহিলেন, ২৮ বলিলেন, সাহস কর, এ আমি, ভয় করিও না । তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি তাপনি হন, তবে আমাকে জলের উপর দিয়া ২৯ আপনকার নিকটে যাইতে আজ্ঞ করুন। তিনি | বলিলেন, আইস ; তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হঁটিয়া যীশুর কাছে ৩• চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন, এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চৈঃস্বরে ডাকিয়৷ ৩১ কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখনই যীশু হাত বাড়াইয় তাহাকে ধরিলেন, আর তাহাকে ৩২ কহিলেন, হে অল্পবিশ্বাসি, কেন সন্দেহ করিলে ? পরে ৩৩ তাহার নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। আর যাহার নৌকায় ছিলেন, তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। ৩৪ পার হইয় তাহার স্থলে, গিনেষরৎ প্রদেশে, ৩৫ উপস্থিত হইলেন । তথাকার লোকের। তাহাকে চিনিতে | পারিয়া চারিদিকে সেই দেশের সববত্র সংবাদ পাঠাইল, এবং যত পীড়িত লোক ছিল, সকলকে তাহার নিকটে ৩৬ আনাইল ; আর তাহকে বিনতি করিল, যেন উহার | তাহার বস্ত্রের থোপমাত্র স্পশ করিতে পায় ; আর যত লোক স্পশ করিল, সকলে সুস্থ হহল । ૨ ર মথি । [ » 8 ; 9 і — 9 с ; * 9 і অশুচিতা-বিষয়ক উপদেশ । ১ S{ তখন বিরূশালেম হইতে ফরাশীরা ও অধ্যাপকেরা যীশুর নিকটে আসিয়া কহিল, আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে ? কেনন। আহার করিবার সময় তাহার হাত ৩ ধোয় না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাও আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের ৪ আজ্ঞা লঙ্ঘন কর কেন ? কারণ ঈশ্বর বলিয়াছেন, “ তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করিও ” আর “যে কেহ পিতার কি মাতার ৫ নিন্দ করে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে।” * কিন্তু তোমরা বলিয়া থাক, ষে ব্যক্তি পিতাকে কি মাতাকে বলে, “ আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে ৬ পারিত, তাহা ঈশ্বরকে দত্ত হইয়াছে, সে আপন পিতাকে বা আপন মাতাকে আর সমাদর করিবে না ; এইরূপে তোমরা আপনাদের পরম্পরাগত বিধির জন্য ৭ ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ। কপটীর, যিশাইয় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, ৮ “এই লোকের ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে ; এবং ইহার অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধৰ্ম্মস্বত্র বলিয়া শিক্ষা দেয়।" পরে তিনি লোকদিগকে কাছে ডাকিয়া কহিলেন, ১১ তোমরা শুন ও বুঝ। মুখের ভিতরে যাহা যায়, তাহা যে মনুষ্যকে অশুচি করে, এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয়, তাহাই মনুষ্যকে অশুচি করে। তখন শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, আপনি কি জানেন এই কথা শুনিয়৷ ফরাশীর বিঘ্ন পাইয়াছে ? তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বগীয় পিতা ষে সকল চার রোপণ করেন নাই, সে সকল উপড়াইয় ফেলা যাইবে । উহাদিগকে থাকিতে দেও, উহার অন্ধদের অন্ধ পথদশক ; যদি অন্ধ অন্ধকে পথ দেখায়, উভয়েই গৰ্ত্তে পড়িবে। পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, এই দৃষ্টান্তটা আমাদিগকে বুঝাইয়া দিউন। তিনি কহিলেন, তোমরাও কি এখন পৰ্য্যন্ত অবোধ রহিয়াছ ? ইহা কি বুঝ না যে, যাহ। কিছু মুখের ভিতরে যায়, তাহা উদরে যায়, পরে বহিঃস্থানে নিক্ষিপ্ত হয় ; কিন্তু যাহা যাহ মুখ হইতে বাহির হয়, তাহ অন্তঃকরণ হইতে আইসে, আর তাহাই মনুষ্যকে অশুচি করে। কেনন। অন্তঃকরণ হইতে কুচিস্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চোষ্য, মিথ্যাসাক্ষা, নিন্দ আইসে। এই সকলই মনুষ্যকে অশুচি করে ; কিন্তু অধেীত 3 У о 2 e হস্তে ভোজন করিলে মনুষ্য তাহাতে অশুচি হয় না । ১ । মাক ৭ , ১-২ ৩ । * যাত্রাপুস্তক ২ ও ১২ । ২১ , ১৭ । + যিশপইয় ২৯ - ১৩ । 16