পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“) о কলিকা ও এক পুষ্প থাকিবে ; এবং অন্ত শাখায় বাদামপুষ্পের ন্যায় তিন গোলাধার, এক কলিক ও এক পুষ্প থাকিবে : দীপবৃক্ষ হইতে নির্গত ছয় শাখায় ৩৪ এইরূপ হইবে। দ্বীপবৃক্ষে বাদামপুষ্পের দ্যায় চারি গোলাধার, ও তাহীদের কলিকা ও পুষ্প থাকিবে । ৩৫ আর দীপবৃক্ষের যে ছয়ট শাখা নির্গত হইবে, তাহদের এক শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা, অমৃত্যু শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা ও অপর শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা থাকিবে । ৩৬ কলিকা ও শাখা তৎসহ অখণ্ড হইবে ; সমস্তই পিটান ৩৭ নিৰ্ম্মল স্বর্ণের একই বস্তু হইবে। আর তুমি তাহার সাতটা প্রদীপ নিৰ্ম্মাণ করিবে ; এবং লোকেরা সেই সকল প্রদীপ জ্বালাইলে তাহার সম্মুখে আলো হইবে। ৩৮ আর তাহার চিমটা ও গুলতরাশ সকল নিৰ্ম্মল স্বর্ণ দ্বার ৩৯ নিৰ্ম্মাণ করিতে হইবে। এই দীপবৃক্ষ এবং ঐ সমস্ত সামগ্রী এক তালন্ত পরিমিত নিৰ্ম্মল স্বর্ণ দ্বারা নিৰ্ম্মিত ৪• হইবে। দেখিও, পৰ্ব্বতে তোমাকে এই সকলের যেরূপ আদর্শ দেখান গেল, সেইরূপ সকলই করিও । যবনিক সমূহ । Wり আর তুমি দশ যবনিক দ্বারা এক আবাস প্রস্তুত R করিবে ; সেগুলি পাকান সাদ। মসীন এবং নীল, বেগুনে ও লাল সূত্ৰে নিৰ্ম্মাণ করিবে ; সেই যবনিক ২ সমূহে শিল্পিত করুবগণের আকৃতি থাকিবে। প্রত্যেক যবনিক। দীৰ্ঘে আটাইশ হস্ত ও প্রত্যেক যবনিক। প্রস্থে চারি হস্ত হইবে ; সমস্ত যবনিকার এক পরিমাণ ৩ হইবে। আর একত্ৰ পাচ যবনিকার পরস্পর যোগ থাকবে, এবং অন্ত পাচ যবনিকার পরস্পর যোগ s থাকিবে । আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে নীলস্থত্রের যুণ্টিঘরা করিয়া দিবে, এবং যোড়স্থানে দ্বিতীয় অন্ত্য যবনিকার মুড়াতেও তদ্রুপ করিবে । ৫ প্রথম যবনিকাতে পঞ্চাশ ঘুণ্টিঘর করিয়া দিবে ; এবং যৌড়স্থানের দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশ যুণ্টিঘর করিয়া দিবে; সেই দুই ঘুটিঘর শ্রেণী পরস্পর ৬ সম্মুখীন হইবে। আর পঞ্চাশ স্বর্ণখুণ্টি গড়িয় ঘুণ্টিতে যবনিকা সকল পরস্পর বদ্ধ করিবে ; তাহাতে তাহ একই আবাস হইবে। ● ৭ আর তুমি আবাসের উপরে আচ্ছাদনার্থ তাম্বর নিমিত্তে ছাগলোমজাত যবনিক। সকল প্রস্তুত করিবে, ৮ একাদশ যবনিক প্রস্তুত করিবে। প্রত্যেক যবনিক দীৰ্ঘে ত্রিশ হস্ত ও প্রত্যেক যবনিক প্রস্থে চারি হস্ত হইবে ; এই একাদশ যবনিকার একই পরিমাণ ৯ হইবে । পরে পাচ যবনিক। পরস্পর যোড় দিয়া পৃথক রাখিবে, অন্ত ছয় যবনিকাও পৃথক্ রাখিবে, এবং ইহাদের ষষ্ঠ যবনিক দোহার করিয়া তাম্বুর সম্মুখে ১০ রাখিবে । আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে পঞ্চাশ ঘুণ্টিঘর করিয়া দিবে, এবং সংযোক্তব্য দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশ ঘুণ্টিঘর করিয়৷ যাত্রাপুস্তক । ১১ দিবে। পরে পিত্তলের পঞ্চাশ ঘুণ্টি গড়িয়া সেই ঘুণ্টি چیحp s [ a.G 5 ○8ー* や ; ○> ঘরাতে তাহ প্রবেশ করাইয়া তাম্বু সংযুক্ত করিবে ; ১২ তাহাতে তাহ একই তাম্বু হইবে ; তাম্বুর যবনিকার অতিরিক্ত অংশ, অর্থাৎ যে অৰ্দ্ধযবনিক। অতিরিক্ত থাকিবে, তাহ আবাসের পশ্চাৎপর্শ্বে ঝুলিয়া থাকিবে । ১৩ আর তাম্বুর যবনিকার দীর্ঘতার যে অংশ এপার্থে এক হস্ত, ওপার্শ্বে এক হস্ত অতিরিক্ত থাকিবে, তাহ আচ্ছাদন জন্ত আবাসের উপরে এপার্শ্বে ওপার্শ্বে ঝুলিয়৷ ১৪ থাকিবে । পরে তুমি তাম্বুর জন্ত রক্তীকৃত মেষচৰ্ম্মের এক ছাদ প্রস্তুত করিবে, আবার তাহার উপরে তহশচৰ্ম্মের এক ছাদ প্রস্তুত করিবে । তত্তণ ও অর্গল সমূহ। ১৫ পরে তুমি আবাসের জন্ত শিটীম কাষ্ঠের দাড় করান ১৬ তক্ত প্রস্তুত করিবে। প্রত্যেক তক্ত দীৰ্ঘে দশ হস্ত ও ১৭ প্রস্থে দেড় হস্ত হইবে। প্রত্যেক তক্তার পরস্পর সংযুক্ত দুই দুই পায়া থাকিবে ; এইরূপে আবাসের সকল ১৮ তক্তা প্রস্তুত করিবে। আবাসের নিমিত্তে তক্তা প্রস্তুত করিবে, দক্ষিণদিকে দক্ষিণ পাশ্বের নিমিত্তে বিংশতি ১৯ তক্ত । আর সেই বিংশতি তত্তগর নীচে চল্লিশ রৌপ্যের চুঙ্গি গড়িয়া দিবে ; এক তক্তার নীচে তাহার দুই পায়ার নিমিত্তে দুই চুঙ্গি, এবং অন্ত অন্ত তক্তার নীচেও তাহদের দুই দুই পায়ার নিমিত্তে দুই দুই ২০ চুঙ্গি হইবে। আর আবাসের দ্বিতীয় পাশ্বের নিমিত্তে ২১ উত্তরদিকে বিংশতি তক্ত ; আর সেইগুলির জষ্ঠ্য রোপ্যের চল্লিশ চুঙ্গি : এক তক্তার নীচে দুই চুঙ্গি ও ২২ অন্য অন্য তক্তার নীচেও দুই দুই চুঙ্গি ; আর আবাসের পশ্চিমদিকের পশ্চাদ্ভাগের নিমিত্তে ছয়খানি তক্ত। ২০ করবে। আর আবাসের সেই পশ্চাদ্ভাগের দুই কোণের ২৪ জন্য দুইখানি তক্তা করিবে । সেই দুই তক্তার নীচে যোড় হইবে, এবং সেইরূপ মাথাতেও প্রথম কড়ার নিকটে যোড় হইবে ; এইরূপ উভয়েতেই হইবে : ২৫ তাহ দুই কোণের নিমিত্ত হইবে ৷ তক্ত আটখান হইবে, ও সেইগুলির রৌপ্যের চুঙ্গি ষোলট হইবে : এক তক্তার নীচে দুই চুঙ্গি, ও অন্য তক্তার নীচে দুই চুঙ্গি থাকিবে। ২৬ আর তুমি শিটীম কাষ্ঠের অর্গল প্রস্তুত করিবে: ২৭ আবাসের এক পাশ্বের তক্তাতে পাচ অর্গল, ও আবাসের অন্ত পাশ্বের তক্তাতে পাচ অর্গল, এবং আবাসের পশ্চিমদিকের পশ্চাদ্ভাগের তত্তগতে পাচ অর্গল দিবে। ২৮ এবং মধ্যবৰ্ত্তী অর্গল তক্তাগুলির মধ্যস্থান দিয়া এক ২৯ প্রান্ত অবধি অন্ত প্রান্ত পৰ্য্যন্ত যাইবে । তার ঐ তক্তাগুলি স্বর্ণে মুড়িবে, এবং অর্গলের ঘর হইবার জন্য স্বর্ণকড় গড়িবে, এবং অর্গল সকল স্বর্ণ দিয়া মুড়িবে। ৩০ আবাসের যে আদর্শ পববতে তোমাকে দেখান গেল, তদনুসারে তাহী স্থাপন করিবে । তিরস্করিণী ও পর্দন । ৩১ আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদ মদীনা সূত্র দ্বারা এক তিরস্করিণী প্রস্তুত করিবে ; তাহ। শিল্পকারের কৰ্ম্ম হইবে, তাহাতে কক্সবগণের ()