পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ア কেহ বলে, আপনি যোহন বা প্তাহজক ; কেহ কেহ । বলে, আপনি এলিয় ; আর কেহ কেহ বলে, আপনি ১৫ ফিরমিয় কিম্বা ভাববাদিগণের কোন এক জন । তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বল, আমি ১৬ কে ? শিমোন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি ১৭ সেই খ্ৰীষ্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর করিয়া | তাহাকে কহিলেন, হে যোনার পুত্র শিমোন, ধন্ত । তুমি ! কেননা রক্তমাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বৰ্গস্থ পিত। প্রকাশ ১৮ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাথিব, আর পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে ১৯ প্রবল হইবে না। আমি তোমাকে স্বৰ্গ-রাজ্যের চাবিগুলিন দিব ; আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহী স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহ। • কিছু মুক্ত করিবে, তাহ স্বর্গে মুক্ত হইবে। তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি ষে সেই খ্ৰীষ্ট, এ কথা কাহাকেও বলিও না । যীশু আপন মৃত্যুর বিষয়ে ভবিষ্যদ্বাক্য বলেন । । সেই সময় অবধি যীশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে, তাহাকে যিরশালেমে যাইতে হইবে, এবং প্রাচীনবর্গের, প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠতে হইবে। ১২ চহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু, ইহা আপন হইতে দূরে থাকুক, ইহা আপনকার প্রতি কখনও ঘটিবে না। ২ e কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও, শয়তান, তুমি আমার বিস্তুস্বরূপ , কেনন। যাহা ঈশ্বরের, তাই নয়, কিন্তু যাহ। ২৪ মনুষোর, তাহাই তুমি ভাবিতেছ। তখন যীশু আপন শিষাদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার ২. পশ্চাদগামী হউক । কেননা যে কেই আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাঁহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে ২৬ তাহ পাইবে । বস্তুত: মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে ? কিম্ব। মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি ২৭ দিবে ? কেনন। মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ২৮ ব্যক্তিকে তাহার ক্রিয়ানুসারে প্রতিফল দিবেন। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহার এখানে দাড়াইয়। রহিয়াছে, তাহদের মধ্যে এমন কয়েক জন আছে, যাহার কোন মতে মৃত্যুর আস্বাদ পাইবে ন, যে পৰ্য্যন্ত মনুষ্যপুত্রকে আপনার রাজ্যে আসিতে ন। দেখিবে । = *

  • =

18 মথি ! | ১ ৬ ; ১৫ – ১ ৭ ; ১৬ । যীশু উজ্জল রূপ গ্রহণ করেন । ১ So ছয় দিন পরে যীশু পিতর, ষাকোব ও তাহার ভ্ৰাত যোহনকে সঙ্গে করিয়৷ বিরলে এক উচ্চ ২ পৰ্ব্বতে লইয়া গেলেন। পরে তিনি তাহদের সাক্ষণতে রূপান্তরিত হইলেন ; তাহার মুথ স্তয্যের ন্যায় দেদীপ্যমান, এবং তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র ৩ হইল। আর দেখ, মোশি ও এলিয় তাহাদিগকে দেখা দিলেন, তাহার। র্তাহার সহিত কথোপকথন করিতে ৪ লাগিলেন। তখন পিতর যীশুকে কহিলেন, প্রভু, এখানে আমাদের থাকা ভাল ; যদি আপনকার ইচ্ছ। হয়, তবে আমি এখানে তিনটী কুচীর নিৰ্ম্মাণ করি, একটা আপনকার জন্য. একটী মোশির জন্য এবং একটা এলিয়ের জন্য। তিনি কথা কহিতেছেন, এমন সময়ে দেখ, একথানি উজ্জ্বল মেঘ তাহাদিগকে ছায়। করিল, আর দেখ, সেই মেঘ হইতে এই বাণী হইল, ‘ইনিহ আমার প্রিয় পুত্ৰ, ইহঁতেই আমি প্রীত, ইহার কথা শুন’ । এই কথা শুনিয়া শিষ্যেরা উবুড় হইয় পড়িলেন, এবং অত্যন্ত ভীত হইলেন । পরে যীশু নিকটে আসিয়া তাহাদিগকে স্পর্শ করিয়া কহিলেন, উঠ, ভয় করিও না । তখন তাহার। চক্ষ তুলিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, কেবল যীশু এক ছিলেন । পৰ্ব্বত হইতে নামিবার সময়ে যীশু তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, যে পৰ্য্যন্ত মনুষ্যপুত্ৰ মৃতগণের মধ্য হইতে না উঠেন, সে পর্যন্ত তোমরা এই দর্শনের কথা কাহাকেও বলিও না। তখন শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তবে অধ্যাপকের কেন বলেন যে, প্রথমে এলিয়ের আগমন হওয়া আবশ্যক ? তিনি উত্তর করিয়া কহিলেন, সত্য বটে, এলিয় আসিবেন, ১২ এবং সকলই পুনঃস্থাপন করিবেন ; কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, এলিয় আসিয়া গিয়াছেন, এবং লোকের। তাহাকে চিনে নাই, বরং তাহার প্রতি যাহা ইচ্ছ, তাহাই করিয়াছে ; তদ্রুপ মনুষ্যপুত্রকেও ১৩ তাহদের হইতে দুঃখভোগ করিতে হইবে । তখন শিষ্যেরা বুঝিলেন যে, তিনি তাহাদিগকে যোহন বাপ্তাইজকের বিষয় বলিয়াছেন। যীশুর বিবিধ কৰ্ম্ম ও শিক্ষা । যীশু একটী মৃগীরোগগ্ৰম্ভ বালককে সুস্থ করেন । পরে তাহার লোকসমূহের নিকটে আসিলে এক ব্যক্তি তাহার কাছে আসিয়া জানু পাতিয়া কহিল, ১৫ প্রভু, আমার পুত্রের প্রতি দয়া করুন, কেননা সে মৃগীরোগগ্ৰস্ত, এবং অত্যন্ত ক্লেশ পাইতেছে, কারণ সে বার বার আগুনে ও বার বার জলে পড়িয়া থাকে । ১৬ তার আমি আপনকার শিষ্যদের নিকটে তাহাকে

  • - ©

> 5 > 8 ১ । মার্ক ৯ ; ২-৭৮ । লুক ৯ ; ২৮-৪৫ ।