পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

རི ༠ ১৮ করগ্রাহীর তুল্য হউক। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহা স্বর্গে বদ্ধ হইবে ; এবং পৃথিবীতে যাহা কিছু ১৯ মুক্ত করিবে, তাহ স্বর্গে মুক্ত হইবে। আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের ' দুই জন যাহা কিছু যাঙ্কা করিবে, সেই বিষয়ে যদি ৷ একচিত্ত হয়, তবে আমার স্বৰ্গস্থ পিত। কর্তৃক = ০ তাহীদের জন্য তাহ করা যাইবে । কেননা যেখানে | দুই কি তিন জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহদের মধ্যে আছি । ক্ষমাশীলতা সম্বন্ধে শিক্ষণ । তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কত বার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব ? কি ২২ সাত বার পয্যন্ত ? যীশু তাহকে কহিলেন, তোমাকে বলিতেছি না, সাত বার পর্য্যন্ত, কিন্তু সত্তর গুণ সাত ২৩ বার পর্য্যন্ত। এজন্য স্বৰ্গ-রাজ্য এমন এক জন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে ২৪ চাহিলেন । তিনি হিসাব আরম্ভ করিলে, এক জন তাহার নিকটে আনীত হইল, যে তাহার দশ সহস্ৰ । ২৫ তালন্ত * ধারিত। কিন্তু তাহার পরিশোধ করিবার | সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকে ও তাহার স্ত্রী পুত্রাদি সৰ্ব্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞ ২৬ করিলেন। তাহাতে সে দাস তাহীর চরণে পড়িয়৷ প্ৰণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য্য ধরুন, আমি আপনকার সমস্তই পরিশোধ করিব। ২৭ তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয় তাহাকে মুক্ত ২৮ করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। কিন্তু সেই দাস বাহিরে গিয় তাহার সহদাসদের মধ্যে এক জনকে, দেখিতে পাইল, যে তাহার এক শত সিকি ধারিত : সে তাহাকে ধরিয়া গলাটিপি দিয়া কহিল, তুই যা ১৯ ধারিস, তাহা পরিশোধ কর । তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিমতিপূর্ববক কহিল, আমার প্রতি ধৈয্য ধর, আমি তোমার ঋণ পরিশোধ করিব । ৩. তথাপি সে সম্মত হইল না, কিন্তু গিয় তাহাকে কারাগারে ফেলিয়। রাগিল, যে পৰ্য্যন্ত ঋণ পরিশোধ ৩১ না করে। এই ব্যাপার দেখিয় তাহার সহদাসের। বড়ই দুঃখিত হইল, আর আপনাদের প্রভুর কাছে ৩২ গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল । তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকাইয়া কহিলেন, দুষ্ট দাস । তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ঐ সমস্ত ৩৩ ঋণ ক্ষমা করিয়াছিলাম : আমি যেমন তোমার প্রতি দয়া করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি ৩৪ দয়া করা কি তোমারও উচিত ছিল না ? আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমৰ্পণ করিলেন, যে পয্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ ৩৫ ন করে । আমার স্বগীয় পিতাও তোমাদের প্রতি

  • >

মথি ।

  • এক তলন্ত কমৰেশ ৩ a ০০ টাকা ।

● لیکه [ >レ; ンケー> > ; >a এইরূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না কর। Sఏ এই সকল বাক্য সমাপ্ত করিবার পর যীশু গালীল হইতে প্রস্থান করিলেন, পরে ফর্দনের ২ পরপারস্থ যিহদিয়ার অঞ্চলে উপস্থিত হইলেন ; আর বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল, এবং তিনি সেখানে লোকদিগকে সুস্থ করিলেন । স্ত্রী-পরিত্যাগ বিষয়ে শিক্ষণ । ৩ আর ফরাশীরা তাহার নিকটে আসিয়া পরীক্ষা ভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, যে সে কারণে কি ৪ আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধেয় ? তিনি উত্তর করিলেন, তোমরা কি পাঠ কর নাই যে, স্বষ্টিকৰ্ত্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নিৰ্ম্মাণ ৫ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন, “ এই কারণ মনুষ্য পিতা ও মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত ৬ হইবে, এবং সে দুই জন একাঙ্গ হইবে ?” * সুতরাং তাহার। আর দুই নয়, কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ ৭ ন করুক। তাহার। তাহাকে কহিল, তবে মোশি কেন ত্যাগপত্ৰ দিয়া পরিত্যাগ করিবার বিধি দিয়াছেন ? + ৮ তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়৷ মোশি তোমাদিগকে আপন আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি দিয়াছিলেন, কিন্তু ন আদি হইতে এরূপ হয় নাই। আর আমি তোমাদিগকে কহিতেছি, ব্যভিচার দোষ ষ্যতিরেকে যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্তাকে বিবাহ করে, সে ব্যভিচার করে ; এবং যে ব্যক্তি সেই পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করে, সেও ব্যভিচার করে । ১• শিষ্যেরা তাহাকে কহিলেন, যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এরূপ সম্বন্ধ হয়, তবে বিবাহ কর ভাল ১১ নয় । তিনি তাহাদিগকে কহিলেন, সকলে এই কথা গ্রহণ করে না, কিন্তু যাহাদিগকে ক্ষমতা দত্ত হইয়াছে, ১২ তাহারাই করে। কারণ এমন নপুংসক আছে, যাহার। মাতার উদর হইতে সেইরূপ হইয়া জন্মিয়াছে ; আর এমন নপুংসক আছে, যাহাদিগকে মানুষে নপুংসক করিয়াছে ; আর এমন নপুংসক আছে, যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদিগকে নপুংসক করিয়াছে । ষে গ্রহণ করিতে পারে, সে গ্রহণ করুক । শিশুদের বিষয়ে শিক্ষণ । তখন কতকগুলি শিশু তাহার নিকটে আনীত হইল, যেন তিনি তাহাদের উপরে হস্তাপণ করেন ও প্রার্থনা করেন ; তাহাতে শিষ্যেরা তাহাদিগকে ভৎসনা ১৪ করিলেন। কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে অসিতে দেও, বারণ করিও না ; কেননা ১৫ স্বৰ্গ-রাজ্য এই মত লোকদেরই। পরে তিনি তাহাদের উপরে হস্তপণ করিয়া সেখান হইতে চলিয়: গেলেন ।

  • আদিপুম্ভক ১ ; ২৭ ৷ ২ ; ২৪ ।

రి + fদ্ধ বি ২s , ১ । 0