পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ৬ ; ৩২ – ২৮ ; ৭ । ] ৩২ আকৃতি থাকিবে। তুমি তাহ স্বর্ণে মুড়ান শিটীম কাঠের চারি স্তম্ভের উপরে খাটাইবে ; সেইগুলির আঁকড়া স্বর্ণময় হইবে, এবং সেইগুলি রৌপ্যের চারি ৩৩ চুঙ্গির উপরে বসিবে। আর যুণ্টি সকলের নীচে তিরস্করিণী খাটাইয়া দিবে, এবং তথায় তিরস্করিণীর ভিতরে সাক্ষ্য-সিন্দুক আনিবে ; এবং সেই তিরস্করিণী পবিত্র স্থানের ও অতি পবিত্র স্থানের মধ্যে তোমাদের ৩৪ জষ্ঠ্য প্রভেদ রাখিবে । আর অতি পবিত্র স্থানে সাক্ষ্য৩৫ সিন্দুকের উপরে পাপাবরণ রাখিবে। আর তিরস্করিণীর বাহিরে মেজ রাখিবে, ও মেজের সম্মুখে আবাসের পার্থে, দক্ষিণদিকে দীপবৃক্ষ রাখিবে ; এবং উত্তরদিকে মেজ ৩৬ রাখিবে। আর তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীন সূত্রনিৰ্ম্মিত শিল্প৩৭ কারের কৃত এক পর্দা প্রস্তুত করিবে। আর সেই পর্দার নিমিত্তে শিটীম কাঠের পাচটী স্তস্ত নিৰ্ম্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে, ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে, এবং তাহার নিমিত্তে পিত্তলের পাচ চুঙ্গি ঢালিবে । হোমার্থক বেদি । २१ আর তুমি শিটীম কাষ্ঠ দ্বারা পাচ হস্ত দীর্ঘ, পাঁচ হস্ত প্রস্থ বেদি নিৰ্ম্মাণ করিবে । সেই বেদি ২ চতুষ্কোণ এবং তিন হস্ত উচ্চ হইবে। আর তাহার চারি কোণের উপরে শৃঙ্গ করিবে, সেই বেদির শৃঙ্গ সকল তৎসহ অখণ্ড হইবে, এবং তুমি তাহ পিত্তলে ৩ মুড়িবে। আর তাহার ভস্ম লইবার নিমিত্তে হাড়ী প্রস্তুত করিবে, এবং তাহার হাত, বাটি, ত্রিশূল ও অঙ্গরধানী গড়িবে ; তাহার সমস্ত পাত্র পিত্তল দিয়া গড়িবে। ৪ আর জালের স্যায় পিত্তলের এক ঝাঝর গড়িবে, এবং সেই ঝাঝরীর উপরে চারি কোণে পিত্তলের চারি কড়া ৫ প্রস্তুত করিবে । এই ঝাঝরী নিম্নভাগে বেদির বেড়ের নীচে রাখিবে, এবং ঝাঝরী বেদির মধ্য পয্যন্ত ৬ থাকিবে । আর বেদির নিমিত্তে শিটীম কাঠের বহন৭ দণ্ড করিবে, ও তাহ পিত্তলে মুড়িবে। আর কড়ার মধ্যে ঐ বহন-দণ্ড দিবে ; বেদি বহনকালে তাহার দুই ৮ পার্শ্বে সেই বহন-দণ্ড থাকিবে। তুমি ফাঁপা করিয়া তক্ত দিয়া তাহ। গড়িবে ; পৰ্ব্বতে তোমাকে যেরূপ দেখান গেল, লোকের সেইরূপে তাহা করিবে । প্রাঙ্গণ ৷ ৯ আর তুমি আবাসের প্রাঙ্গণ নিৰ্ম্মাণ করিবে ; দক্ষিণ পার্শ্বে, দক্ষিণদিকে পাকান সাদা মসীন সূত্রনিৰ্ম্মিত যবনিকা থাকিবে ; তাহার এক পাশ্বের দীর্ঘত এক ১০ শত হস্ত হইবে । তাহার বিংশতি স্তম্ভ ও বিংশতি চুঙ্গি পিত্তলের হইবে, এবং স্তস্তের আঁকড়া ও শলাক ১১ সকল রৌপ্যের হইবে । তদ্রুপ উত্তর পাশ্বে এক শত হস্ত দীর্ঘ যবনিকা হইবে, আর তাহার বিংশতি স্তন্ত ও বিংশতি চুঙ্গি পিত্তলের হইবে ; এবং স্তস্তের আঁকড় ১২ ও শলাকা সকল রৌপ্যের হইবে। আর প্রাঙ্গণের প্রস্থের নিমিত্তে পশ্চিমদিকে পঞ্চাশ হস্ত যবনিক ও যাত্রাপুস্তক ।

  • >

১৩ তাহার দশ স্তস্ত ও দশ চুঙ্গি হইবে । আর প্রাঙ্গণের ১৪ প্রস্থ পুৰ্ব্ব পার্থে পূর্বদিকে পঞ্চাশ হস্ত হইবে। দ্বিারের] এক পাশ্বের জন্ত পনের হস্ত যবনিক, তিন স্তম্ভ ও ১৫ তিন চুঙ্গি হইবে। আর অন্ত পাশ্বের জন্তও পনের ১৬ হস্ত যবনিক, তিন স্তম্ভ ও তিন চুঙ্গি হইবে। আর প্রাঙ্গণের দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদ। মসীন সূত্রে শিল্পকারের কৃত বিংশতি হস্ত এক পর্দা ও তাহার চারি স্তম্ভ ও চারি চুঙ্গি হইবে। ১৭ প্রাঙ্গণের চারিদিকের স্তম্ভ সকল রৌপ্য-শলাকাতে বদ্ধ হইবে, ও সেগুলির আঁকড়া রৌপ্যময়, ও চুঙ্গি পিত্তলের হইবে । প্রাঙ্গণের দীর্ঘত এক শত হস্ত, প্রস্থ সৰ্ব্বত্র পঞ্চাশ হস্ত, এবং উচ্চতা পাচ হস্ত হইবে, সকলই পাকান সাদা মসীন স্থত্রে করা যাইবে, ও তাহার পিত্তলের ১৯ চুঙ্গি হইবে। আবাসের যাবতীয় কাৰ্য্য সম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও গোজ এবং প্রাঙ্গণের সকল গোজ পিত্তলের হইবে। আর তুমি ইস্রায়েল-সন্তানগণকে এই আদেশ করিবে, যেন তাহারা আলোর জন্ত উথলিতে প্রস্তুত জিততৈল তোমার নিকটে আনে, যাহাতে নিয়ত ২১ প্রদীপ জ্বালান থাকে। আর সমাগম-তাম্বুতে সাক্ষ্যসিন্দুকের সম্মুখে স্থিত তিরস্করিণীর বাহিরে হারোণ ও তাহার পুত্ৰগণ সন্ধ্য অবধি প্রাতঃকাল পর্য্যন্ত সদাপ্রভুর সম্মুখে তাহ প্রস্তুত রাখিবে ; ইহা ইস্রায়েলসন্তানদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি । যাজকীয় বস্ত্র । રbr আর তুমি আমার যাজনার্থে ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে তোমার ভ্রাত। হারোণকে ও তাহার সঙ্গে তাহার পুত্রগণকে আপনার নিকটে উপস্থিত করিবে ; হারেীণ এবং হারোণের পুত্ৰ নাদব, অবীহ্, ইলীয়াসর ও ঈখামরকে উপস্থিত করিবে। ২ আর তোমার ভ্রাতা হারোণের জন্য, গৌরব ও শোভার নিমিত্তে তুমি পবিত্র বস্ত্র প্রস্তুত করবে। ৩ আর আমি যাহাদিগকে বিজ্ঞতার আত্মায় পুর্ণ করিয়াছি, সেই সকল বিজ্ঞমন লোকদিগকে বল, যেন আমার যাজনার্থে হারোণকে পবিত্র করিতে ৪ তাহারা তাহার বস্ত্র প্রস্তুত করে। এই সকল বস্ত্র তাহার প্রস্তুত করিবে ; বুকপাট, এফোদ, পরিচ্ছদ, চিত্রিত অঙ্গরক্ষক বস্ত্র, উষ্ণীষ ও কটিবন্ধন ; তাহার। আমার যাজনার্থে তোমার ভ্রাতা হারোণের ও তাহার ৫ পুত্ৰগণের নিমিত্তে পবিত্র বস্ত্র প্রস্তুত করবে। তাহার স্বর্ণ এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মদীনা সূত্ৰ লইবে । ৬ আর তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মদীনা স্থত্রে শিল্পকারের কৰ্ম্ম দ্বারা এফোদ ৭ প্রস্তুত করিবে। তাহার দুই মুড়াতে পরস্পর সংযুক্ত দুই স্কন্ধপটি থাকিবে ; এইরূপে তাহ যুক্ত হইবে ; >b* Ro 71