পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ ; ৩—৩৯ ৷ ] মনুষ্যপুত্র ক্রুশে বিদ্ধ হইবার জন্ত সমৰ্পিত হইতেছেন। ৩ তখন প্রধান যাজকের ও লোকদের প্রাচীনবগ কায়াফা নামক মহাযাজকের প্রাঙ্গণে একত্র ইহল ; ৪ আর এই মন্ত্রণা করিল, যেন ছলে যীশুকে ধরিয়া ৫ বধ করিতে পারে। কিন্তু তাহার কহিল, পর্বের্বর | | རེ ༩ তাহার পক্ষে ছিল ভাল। তখন যে তাহাকে সমপর্ণ সময়ে নয়, পাছে লোকদের মধ্যে গণ্ডগোল বাধে । যীশুর অভিষেক । ৬ যীশু যখন বৈথনিয়ায় কুষ্ঠ শিমোনের বাটীতে ছিলেন, * তখন একটী স্ত্রীলোক শ্বেত প্রস্তরের পাত্রে বহুমূল্য হগন্ধি তৈল লহয় তাহার নিকটে আসিল, এবং তিনি ভোজনে বসিলে তাহার মস্তকে ঢালিয়া দিল । ৮ কিন্তু তাহ দেখিয়া শিষ্যের বিরক্ত হইয়। কহিলেন, ৯ এ অপব্যয় কেন ? ইহা ত অনেক টাকায় বিক্রয় করিয়া তাহ দরিদ্রদিগকে দিতে পারা যাহত । ১• কিন্তু যীশু তাহ বুঝিয় তাহাদিগকে কহিলেন মথি । R > ২৩ তিনি উত্তর করিলেন, যে আমার সঙ্গে ভোজনপত্রে ২৪ হাত ডুবাইল, সেই আমাকে সমপণ করিবে। মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লিখিত আছে, তেমনি তিনি যাইতেছেন ; কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যাহার দ্বারা মনুষ্যপুত্র সমৰ্পিত হন ; সেই মানুষের জন্ম ন হইলে করিবে, সেই যিহ্রদ কহিল, রবিব, সে কি আমি ? তিনি তাহাকে কহিলেন, তুমিই বলিলে। পরে তাহার ভোজন করিতেছেন, এমন সময়ে যীশু রুট লইয়। আশীৰ্ব্বাদপূৰ্ব্বক ভাঙ্গিলেন, এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন কর, ২৭ ইহা অামার শরীর। পরে তিনি পানপত্র লইয়। ধন্যবাদপুরুবক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমর। ર૭ ২৮ সকলে ইহা হইতে পান কর ; কারণ ইহা আমার রক্ত, নুতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপ স্ত্রীলোকটাকে কেন দুঃখ দিতেছ ? এ ত আমার প্রতি ২৯ মোচনের নিমিত্ত, পাতিত হয় * । আর আমি তোমা ১১ সৎকাৰ্য্য করিল। কেনন। দরিদ্রের তোমাদের কাছে সৰ্ব্বদাই আছে, কিন্তু তোমরা আমাকে সৰ্ব্বদা পাইবে ১২ ন । বস্তুতঃ আমার দেহের উপরে এই মগন্ধি তৈল | ঢালিয়া দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কৰ্ম্ম ১৩ করিল। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোন স্থানে এই মুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার এই কৰ্ম্মের কথাও ইহার স্মরণাথে বলা যাইবে । $ 8 রিয়োতীয় যিহদ। বলা যায়, সে প্রধান যাজকদের ১৫ নিকটে গিয়া কহিল, আমাকে কি দিতে চান, বলুন, আমি তাহাকে আপনাদের হস্তে সমপণ করিব । তাহার। তাহাকে ত্রিশ রৌপ্যখণ্ড তেল করিয়া দিল । ১৬ আর সেই সময় অবধি সে তাহাকে সমর্পণ করিবার জন্ত সুযোগ অন্বেষণ করিতে লাগিল । নিম্ভারপর্ব পালন ও প্রভুর ভোজ স্থাপন । পরে তাড়াশূন্ত রুটীর পকেবর প্রথম দিন শিষ্যের যীশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনকার নিমিত্ত আমরা কোথায় নিস্তারপর্কেবর ভোজ প্রস্তুত ১৮ করিব ? আপনকার ইচ্ছা কি ? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর ভাহাকে বল, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট ; আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত ১৯ নিস্তারপকব পালন করিব। তাহাতে শিষ্যের যীশুর আদেশ অনুসারে কৰ্ম্ম করিলেন, ও নিস্তারপকেবর ভোজ প্রস্তুত করিলেন । ২• পরে সন্ধ্য হইলে তিনি সেই বার জন শিষ্যের ২১ সহিত ভোজনে বসিলেন। আর তাহদের ভোজন yo সময়ে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, | তোমাদের মধ্যে এক জন আমাকে সমর্পণ করিবে । ২২ তখন তাহার। অত্যন্ত দুঃখিত হইয়া প্রত্যেক জন তাহাকে বলিতে লাগিলেন, প্রভু, সে কি আমি ? రితా তখন বার জনের মধ্যে এক জন, যাহাকে ঈস্ক |ss দিগকে কহিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষাফলের রস আর কখনও পান করিব না, সেই দিন পৰ্য্যন্ত, যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নূতন পান করিব। পরে তাহার। গীত গান করিয়া বাহির হইয়। জৈতুন ৩১ পৰ্ব্বতে গেলেন। তখন যীশু তাহাদিগকে কহিলেন, এই রাত্রিতে তোমরা সকলে আমাতে বিঘ্ন পাইবে ; কেননা লেখা আছে, “ আমি পালরক্ষককে আঘাত করিব, তাহাতে পালের মেষের ছিন্নভিন্ন হইয়া যাইবে।” + ৩২ কিন্তু উখিত হইলে পর আমি তোমাদের অগ্রে গালালে ৩৩ যাইব । পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি সকলে আপনাতে বিম্ব পায়, আমি কখনও বিঘ্ন ৩৪ পাইব না। যীশু তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, এই রাত্রিতে কুকুড়া ডাকিবার পূৰ্ব্বে ৩৫ তুমি তিন বার আমাকে অস্বীকার করিবে । পিতর তাহাকে কহিলেন, যদি আপনকার সহিত মরিতেও হয়, কোন মতে আপনাকে অস্বীকার করিব ন! } সেইরূপ সকল শিষ্যই কহিলেন । গেৎশিমানী বাগগনে যীশুর স্বৰ্খাম্ভিক দুঃখ । তখন যীশু তাহদের সহিত গেংশিমানী নামক এক স্থানে গেলেন, আর আপন শিষাদিগকে কহিলেন, আমি যতক্ষণ ওখানে গিয়া প্রার্থনা করি, ততক্ষণ ৩৭ তোমরা এখানে বসিয়া থাক । পরে তিনি পিতরকে এবং সিবদিয়ের দুই পুত্রকে সঙ্গে লইয়া গেলেন, আর ৩৮ দুঃখাৰ্ত্ত ও ব্যাকুল হইতে লাগিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পৰ্য্যন্ত ঃথাৰ্ত্ত হইয়াছে ; তোমর। এখানে থাক, আমার সঙ্গে ৩৯ জাগিয়া থাক। পরে তিনি কিঞ্চিৎ অগ্ৰে গিয়া উবুড় হছয় পড়িয়। প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিতঃ, যদি হইতে পারে, তবে এই পানপত্র আমার নিকট হইতে দূরে যাউক ; তথাপি আমার ইচ্ছামত

  • ( বা ) হইতেছে । + সথরিয় ১৩ ; ৭ ।

29