পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レ、○Rー> ; ミ8 ] ৩২ তিন দিন পরে আবার উঠতে হইবে। এই কথা তিনি স্পষ্টরূপেই কহিলেন । তাহাতে পিতর তাহাকে কাছে ৩৩ লহয়। অনুযোগ করতে লাগিলেন। কিন্তু তিনি মুখ ফিরাইয় আপন শিষ্যগণের প্রতি দৃষ্টি করিয়৷ পিতরকে অনুযোগ করলেন, বলিলেন আমার সম্মুখ হইতে দূর হও, শয়তান ; কেননা যাহা ঈশ্বরের, তাহ নয়, ৩৪ কিন্তু যাহা মনুষোর তাহই তুমি ভাবিতেছ। পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকেও ডাকিয়৷ কহিলেন কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে. সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ ৩৫ তুলিয়া লঙক, এবং আমার পশ্চাদগামী হউক। কেনন। যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে ; কিন্তু যে কেহ আমার এবং সুসমা চারের নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহ রক্ষা ৩৬ করিবে । বস্তুতঃ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ কবিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে ? ৩৭ কিম্বা মনুষ্য আপন প্রাণের পরিবর্ক্সে কি দিতে পারে ? ৩৮ কেননা যে কেহ এই কালের ব্যভিচার ও পাপিষ্ঠ লোকদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন, যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন । > আর তিনি তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা এখানে দাড়াইয়া রহিয়াছে. তাহীদের মধ্যে কয়েক জন আছে যাহার। কোন মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পয্যন্ত ঈশ্বরের রাজ্য পরাক্রমের সহিত আসিতে না দেখে । যীশু উজ্জ্বল রূপ গ্রহণ করেন । ২ ছয় দিন পরে যীশু কেবল পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পৰ্ব্বতে লইয়। গেলেন, আর তিনি তাহদের সাক্ষাতে রূপান্তরিত ৩ হইলেন । আর তাহার বস্ত্র উজ্জ্বল এবং অতিশয় শুভ্রবর্ণ হইল পৃথিবীস্থ কোন রাজক সেইরূপ শুভ্রবর্ণ ৪ করিতে পারে না। আর এলিয় ও মোশি তাহাদিগকে দেখা দিলেন ; তাহারা যীশুর সহিত কথোপকথন ৫ করিতে লাগিলেন । তখন পিতর যীশুকে কহিলেন, রবিব, এখানে আমাদের থাকা ভাল ; আমরা তিনটা কুটার নিন্মাণ করি, একটা আপনকার জন্ত, একটা মোশির ৬ জগু. এবং একটী এলিয়ের জন্ত । কারণ কি বলিতে হইবে, তাহ। তিনি বুঝিলেন না, কেননা তাহারা অতান্ত ৭ ভীত হইয়াছিলেন। পরে একখানি মেন উপস্থিত হইয়া তাহাদিগকে ছায়া করিল ; আর সেই মেঘ হইতে এই বাণী হইল - ই নি আমার স্থি য় পুত্র, ইহার ৮ কথা শুন । পরে হঠাৎ তাহার। চারিদিকে দৃষ্টি করিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না দেখিলেন, কেবল এক যীশু তাহদের সঙ্গে রহিয়াছেন । > পৰ্ব্বত হইতে নামিবার সময় তিনি তাহাদিগকে দৃঢ় মাক । 8 ○ আজ্ঞা দিয়া কহিলেন, তোমরা যাহা যাহা দেখিলে, তাহা কাহাকেও বলিও না, যাবৎ মৃতগণের মধ্য হইতে ১০ মনুষাপুত্রের উত্থান না হয় । তখন, মৃতগণের মধ্য হইতে দখান কি, তাহার এই বিখয় পরস্পর জিজ্ঞাসাবাদ করতঃ সেই কথা আপনাদের মধ্যে ১১ রাখিয়া দিলেন। পরে তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন বলিলেন, অধ্যাপকের ত বলেন, প্রথমে ১২ এলিয়কে আসিতে হইবে । তিনি তাহাদিগকে কহিলেন, এলিয় প্রথমে আসিয়া সকল বিষয়ের সুধারা পুন স্থাপন করিবেন বটে ; আর মনুষ্যপুত্রের বিষয়ে কিরপেই বা লেখা রহিয়াছে যে, তাহাকে অনেক গুঃখ পাইতে ও ১৩ অবজ্ঞাত হইতে হইবে ? কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এলিয়ের বিষয়ে যেরূপ লখা আছে তদনুসারে তিনি আসিয়া গিয়াছেন, এবং লোকের তাহার প্রতি যাহা ইচ্ছা, তাহাই করিয়াছে * । যা শুর বিবিধ কৰ্ম্ম ও শিক্ষা । যীশু এক জন ভূতগ্ৰস্ত বালককে সুস্থ করেন। পরে তাহারা শিষ্যগ ের নিকটে আসিয়া দেখিলেন র্তাহীদের চারিদিকে অনেক লোক, আর অধ্যাপকের তাহদের সহিত বাদানুবাদ করিতেছে । ১৫ তাeাকে দেখিবামাত্র সমস্ত লোক আতিশয় চমৎকুত হইল, ও তাহার নিকটে দৌড়িয়া গিয় তাহাকে ১৬ মঙ্গলবাদ করিল। তিনি তাহাদিগকে জি গুণস করিলেন, ইহাদের সঙ্গে তোমরা কোন বিষয়ে বাদানুবাদ ১৭ করিতেছ? তাহাতে লোকদের মধ্যে এক জন উত্তর করিল হে গুরু, আমার পুত্রটাকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবা আত্মীয় পাইয়াছে ; ১৮ আর সেটা তাহাকে যেখানে ধরে, সেইখানে আছাড় মারে আর তাহার মুখে ফেনী উঠে, এবং সে দাত কিডুমিড় করে. আর কাট ইয়া যায় ; আমি আপনার শিষাদিগকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু ১৯ তাহারা পারিলেন না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হে অবিশ্বাসি বংশ, আমি কত কাল তোমাদের নিকটে থাকিব ? কত কাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করব ? উহাকে আমার নিকটে আন । ২• তাহার। তাহাকে তাহার নিকটে আনিল ; তাহাকে uদখিবামাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মুচড়াইয়৷ ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙ্গিয়া গড়াগড়ি ২১ দিতে লাগিল । তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন ইহার কত দিন এমন হইয়াছে ? সে কহিল, ২২ ছেলে বেলা থেকে ; আর সেই আ ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেক যার আগুনে ও অনেক বার জলে ফেলিয়া দিয়াছে ; কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার ২৩ করুন। যীশু তাহাকে কহিলেন, যদি পারেন । যে ২৪ বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই যিশ ৫৩ অধ্যায় । S 8

  • মাল ৪ ; ও ।

43