পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 や ৪১ নাই । এই কথা শুনিয়া অন্য দশ জন যাকোব ও ৪২ যোহনের প্রতি রাষ্ট হইতে লাগিলেন । কিন্তু যীশু তাহাদিগকে কাছে ডাকিয় কহি লন তোমরা জান, জাতিগণের মধ্যে যাহারা শাসনক ক্ট বলিয়া গণা, তাহারা তাহদের উপরে প্রভূত্ব করে, এবং তাহদের মধ্যে যাচার। মহান, তা রি। তাহদের উপরে ক ত্ব ৪৩ করে । তোমাদের মধ্যে সেরূপ নয় ; কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায়, সে তোমাদের পরি৪৪ চারক হইবে ; এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান ৪৫ হইতে চায়, সে সকলের দাস হইবে। কারণ বাস্তবিক মনুষ্য পুত্রও পরিচয্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচয্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। যীশু যিরশালেমে যাত্রা করেন, ও উপদেশ দেন । অন্ধ বস্তৃতীযয়কে চক্ষুদান । পরে তাহারা ঘিরীহোতে আসিলেন । আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত যিরীহে হইতে বাহির হইয়া যাইতেছেন. তখন তীময়ের পুত্র বর্তীময় নামে এক জন অন্ধ ভিক্ষুক পথের পার্থে ৪৭ বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল, তিনি নাসরতীয় যীশু, তখন চেচাইয়া বলিতে লাগিল, হে যীশু, দার্বুদ ৪৮ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল ; কিন্তু সে আরও অধিক চেচাহয় বলিতে লাগিল, হে দায়ুদ-সন্তান ৪৯ অামার প্রতি দয়া করুন । তখন যীশু থামিয়া বলিলেন, উহাকে ডাক ; তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়৷ বলিল, ওহে, সাহস কর, উঠ, উনি তোমাকে ডাকি৫০ তেছেন। তখন সে আপনার কাপড় ফলিয়া লম্ফ ৫১ দিয়া উঠিয়া যীশুর নিকটে গেল। যীশু তাহাকে কহিলেন, তুমি কি চাও ? আমি তোমার নিমিত্ত কি করিব ? অন্ধ তাহাকে কহিল, রবণ | হে গুরু 1, যেন ৫২ দেখিতে পাই । যীশু তাহাকে কহিলেন চলিয় যাও, তোমার বিশ্বাস তোমাকে স্বস্থ করিল। তখনই সে দেখিতে পাইল, এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল । যীশুর যিন্ধশালেমে প্রবেশ । SS so > যখন র্তাহার যিরশালেমের নিকটবত্তী হইয়া জৈতুন পৰ্ব্বতে বৈৎফগা ও বৈথনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে দুঃ ২ জনকে পাঠাচয় দিলেন, তাহাদিগকে বলিলেন তোমাদের সম্মুখে ঐ গ্রামে যাও ; তথায় প্রবেশ করিবামাত্র একটা গৰ্দ্দভশাবক বাধা দেখিতে পা বে, যাহার উপরে কোন মানুষ কখনও বসে নাই ; সেটা খুলিয়া আন । ৩ আর যদি কেহ তোমাদিগকে বলে, এ কৰ্ম্ম কেন جه-چا د ,ج- د ; د ه l N٢٩٤ ۵ যোহন ১২ : ১২-১৫ । 8い。 লুক ১৯ ; ২৯-৩৮ । মাক । [ > o s>ー> > ; >b ] করিতেছ ? তবে বলিও, প্রভুর ইহাতে প্রয়োজন আছে; তাহাতে স তখনই সেটাকে এখানে পাঠা য়া দিবে। ৪ তখন তাহারা গিয়া দেখিতে পাঠলেন, একটা গর্দভশাবক কোন দ্বারের নিকটে, পাইরে বাধা রহিয়াছে, ৫ আর তা খুলিতে লাগিলেন। তাহাতে যাহারা সখানে দাড়াইয়াছিল, তাহদের মধ্যে কেহ কেহ বলিল, গদভ৬ শাবকটা খুলিয়া কি করিতেছ? তাহাতে যীশু যেমন বলিয়াছিলেন, তাহার। টহ দিগকে সেই মত বলিলেন, আর উহারা তাহাদিগকে ডহ লহয়। যাইতে দিল । ৭ পরে তাহার। সেই গর্দভ-শাবককে যীশুর নিকটে আনিয়া তাহার উপরে আপনাদের কাপড় পাতিয়া ৮ দিলেন ; আর তিনি তাহার উপরে বসিলেন । তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল ও অষ্ঠেরা ক্ষত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া ৯ দিল । আর যে সকল লোক অগ্রে ও পশ্চাৎ যাইতেছিল, তাহারা উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, হোশান্না ! ধষ্ঠ তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন । ১• ধন্য যে রাজ্য আসিতেছে, আমাদের পিতা দায়ুদের রাজ্য ; উৰ্দ্ধলোকে হোশান্না । * পরে তিনি যিরশালেমে প্রবেশ করিয়া ধৰ্ম্মধামে গেলেন, আর চারিদিকে দৃষ্টিপাত করিয়া সকলই দেখিয়া বেলা অবসান হওয়াতে সেই দ্বাদশের সঙ্গে বাহির হইয়া বৈথনিয়াতে গমন করিলেন । বিশ্বাসযুক্ত প্রার্থনীর বিষয়ে শিক্ষণ । ১২ পরদিবসে তাহারা বৈথনিয়া হইতে বাহির হইয়া ১৩ আসিলে পর তিনি ক্ষুধাৰ্ত্ত হইলেন ; এবং দূর হইতে সপত্র এক ডুমুরগাছ দেখিয়া, হয় ত তাহ হইতে কিছু ফল পাইবেন বলিয়া কাছে গেলেন ; কিন্তু নিকটে গেলে পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না ; কেননা তথন ১৪ ডুমুরফলের সময় ছিল না। তিনি গাছটকে বলিলেন, এখন অবধি কেহ কখনও তোমার ফল ভোজন না করুক। এ কথা তাহার শিষ্যেরা শুনিতে পাইলেন। ১৫ পরে ১ তাহারা যিব্ধশালেমে আসিলেন, আর তিনি ধৰ্ম্মধামের মধ্যে গিয়া, যাহারা ধৰ্ম্মধামের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছিল, তাহাদিগকে বাহির করিয়া দিতে লাগিলেন, এবং পেশাদারদের মেজ, ও যাহার কপোত বিক্রয় করিতেছিল, তাহীদের আসন সকল উন্টাইয়া ১৬ ফেলিলেন । আর ধৰ্ম্মধামের মধ্য দিয়া কাহাকেও ১৭ কোন পত্র লইয়া যাহতে দিলেন না । আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন, ইহা কি লেখা নাই, “আমার গৃহকে সর্ববজাতির প্রার্থন-গৃহ বলা যাইবে ” ? কিন্তু তোমরা ইহা “ দস্তাগণের গহবর ” ১৮ করিয়াছ । T এ কথা শুনিয়া প্রধান যাজক ও অধ্যাপ

  • গীত ১১৮ - ২৫, ২৬ ৷ ১ । মথি ২ ১ ; ১২-৪৩ ৷ লুক ১৯ - ৪৫-৪৭ ২০ { 3-yo . + যিশপইয় ৫৬ : ৭ । যিরমিয় ৭ , ১১ ৷

> X 46