পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ; २१-© ; ७ ।] প্রকাশিত হইয়াছিল যে, তিনি প্রভুর খ্ৰীষ্টকে দেখিতে ২৭ না পাইলে মৃত্যু দেখিবেন না। তিনি সেই আত্মার আবেশে ধৰ্ম্মধামে আসিলেন, এবং শিশু যীশুর পিতামাতা যখন তাহার বিষয়ে ব্যবস্থার রীতি অনুযায়ী কার্যা করিবার জন্য র্তাহাকে ভিতরে আনি২৮ লেন, তখন তিনি তাহাকে ক্রেগড়ে লইলেন, আর ঈশ্বরের ধন্যবাদ করিলেন, ও কহিলেন, হে স্বামিন্‌, এখন তুমি তোমার বাক্যানুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ, ৩০ কেননা আমার নয়নযুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল, ৩১ যাহা তুমি সকল জাতির সম্মুখে প্রস্তুত করিয়াছ, ৩২ পরজাতিগণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি, ও তোমার প্রজ ইস্রায়েলের গৌরব। তাহার বিষয়ে কথিত এই সকল কথায় তাহার পিতা ও মাতা আশ্চৰ্য্য জ্ঞান করিতে লাগিলেন । ৩৪ আর শিমিয়োন তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিলেন, এবং তাহার মাতা মরিয়মকে কহিলেন, দেখ, ইনি ইস্রায়েলের মধ্যে অনেকের পতন ও উত্থানের নিমিত্ত, এবং যাহার বিরুদ্ধে কথা বলা যাইবে, এমন চিহ্ন ৩৫ হইবার নিমিত্ত স্থাপিত,—আর তোমার নিজের প্রাণও খড়েগ বিদ্ধ হইবে,–যেন অনেক হৃদয়ের চিন্ত৷ প্রকাশিত হয় । আর হান্না নাম্নী এক ভাববাদিনী ছিলেন, তিনি পলুয়েলের কন্যা, অশের-বংশজাত ; তাহার অনেক বয়স হইয়াছিল, তিনি কুমারী অবস্থার পর সাত ৩৭ বৎসর স্বামীর সহিত বাস করেন, আর চৌরাশী বৎসর পর্য্যন্ত বিধবা হইয়া থাকেন ; তিনি ধৰ্ম্মধাম হইতে প্রস্থান না করিয়া উপবাস ও প্রার্থনা সহকারে ৩৮ রাত দিন উপাসনা করিতেন। তিনি সেই দণ্ডে উপস্থিত হইয়। ঈশ্বরের ধষ্ঠবাদ করিলেন, এবং যত লোক যিরশালেমের মুক্তি অপেক্ষা করিতেছিল, তাহাদিগকে যীশুর কথা বলিতে লাগিলেন । আর প্রভুর ব্যবস্থানুরূপ সমস্ত কাৰ্য্য সাধন করিবার পর তাহারা গালীলে, র্তাহাদের নিজ নগর নাসরতে, ফিরিয়া গেলেন । বালক যীশুর যিরশালেম যাত্রা । পরে বালকট বাড়িয়া উঠিতে ও বলবান হইতে লাগিলেন, জ্ঞানে পূর্ণ হইতে থাকিলেন ; আর ঈশ্বরের অনুগ্রহ তাহার উপরে ছিল। ৪১ তাহার পিতামাতা প্রতিবৎসর নিস্তারপর্বের ৪২ সময়ে যিরশালেমে যাইতেন। তাহার বার বৎসর বয়স হইলে তাহারা পর্বের রীতি অনুসারে ফিরূ৪৩ শালেমে গেলেন ; এবং পর্বের্বর সময় সমাপ্ত করিয়া যখন ফিরিয়া আসিতেছিলেন, তখন বালক যীশু যিরশালেমে রহিলেন ; আর তাহার পিতামাতা তাহ ৪৪ জানিতেন না, কিন্তু তিনি সহযাত্রীদের সঙ্গে আছেন, ス。 ○○ \రిv \రిణె 8 o লুক। C: মনে করিয়া তাহার এক দিনের পথ গেলেন ; পরে জ্ঞাতি ও পরিচিত লোকদের মধ্যে র্তাহার অন্বেষণ ৪৫ করিতে লাগিলেন ; আর তাহাকে না পাইয় তাহার অন্বেষণ করিতে করিতে যিরশালেমে ফিরিয়া গেলেন । ৪৬ তিন দিনের পর তাহারা তাহাকে ধৰ্ম্মধামে পাইলেন : তিনি গুরুদিগের মধ্যে বসিয়া তাহীদের কথা শুনিতেছিলেন ও তাহাদিগকে প্রশ্ন জিজ্ঞাসা করিতেছিলেন : ৪৭ আর যাহারা তাহার কথা শুনিতেছিল, তাহারা সকলে তাহার বুদ্ধি ও উত্তরে অতিশয় আশ্চৰ্য্য জ্ঞান করিল। ৪৮ তাহাকে দেখিয় তাহারা চমৎকৃত হইলেন, এবং তাহার মাত তাহাকে কহিলেন, বৎস, আমাদের প্রতি এরূপ ব্যবহার কেন করিলে ? দেখ, তোমার পিতা এবং আমি কাতর হইয়া তোমার অন্বেষণ ৪৯ করিতেছিলাম। তিনি তাহাদিগকে কহিলেন, কেন আমার অন্বেষণ করিলে ? আমার পিতার গৃহে আমাকে থাকিতেই হইবে, * ইহা কি জানিতে না ? ৫০ কিন্তু তিনি তাহাদিগকে যে কথা বলিলেন, তাহ ৫১ তাহারা বুঝিতে পারিলেন না। পরে তিনি তাহদের সঙ্গে নামিয়া নাসরতে চলিয়া গেলেন, ও তাহাদের বশীভুত থাকিলেন। আর র্তাহার মাতা সমস্ত কথা আপন হৃদয়ে রাখিলেন। পরে যীশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন । & R যোহন বাপ্তাইজকের কৰ্ম্ম । যীশুর বাপ্তিস্ম । ○ তিবিরিয় কৈসরের রাজত্বের পঞ্চদশ বৎসরে যখন পন্তীয় পীলাত যিহুদিয়ার অধ্যক্ষ, হেরোদ গালীলের রাজা, তাহার ভ্রাতা ফিলিপ যিত্বরিয়া ও ত্ৰাখোনীতিয়া প্রদেশের রাজা, এবং লুষাশিয় অবি২ লীনীর রাজা, তখন হানন ও কায়াফার মহাযাজকত্ব কালে ঈশ্বরের বাণী প্রান্তরে সখরিয়ের পুত্ৰ যোহনের ৩ নিকটে উপস্থিত হইল। তাহাতে ১ তিনি যদিনের নিকটবৰ্ত্ত সমস্ত দেশে আসিয়া পাপমোচনের জন্য মনঃপরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগিলেন : ৪ যেমন যিশাইয় ভাববাদীর বাক্য-গ্রন্থে লিখিত আছে, “প্রান্তরে এক জনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাহার রাজপথ সকল সরল কর । ৫ প্রত্যেক উপত্যক পরিপূরিত হইবে, প্রত্যেক পৰ্ব্বত ও উপপৰ্ব্বত নিম্ন করা যাইবে, যাহা যাহা বক্র, সে সকল সরল করা যাইবে, যাহা যাহা অসমান, সে সকল সমান করা যাইবে, ৬ এবং সমস্ত মর্ত্য ঈশ্বরের পরিত্রাণ দেখিবে ।”+

  • ( বা ) আমার পিতার বিষয়ে আমাকে ব্যাপৃত থাকিতেই হইবে । ১ । মথি ৩ অধ্য। মার্ক ১ , ১-১১ ।
  • যিশাইয় ৪০ ; ৩-৫ ।

57