পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& & ১৩ করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন। পরে ১ যখন দিবস হইল, তিনি আপন শিষ্যগণকে ডাকিলেন, এবং তাহদের মধ্য হইতে বার জনকে মনোনীত করিলেন, আর তাহাদিগকে ‘প্রেরিত’ নাম ১৪ দিলেন –শিমোন, যাহাকে তিনি পিতর নামও দিলেন, ও তাহার ভ্রাতা আন্দ্রিয়, এবং যাকোব ও ১৫ যোহন, এবং ফিলিপ ও বর্থলময়, এবং মথি ও থোমা, এবং আলফেয়ের । পুত্র ] যাকোব ও উদযোগী আখ্যাত ১৬ শিমোন, যাকোবের [ পুত্র ] * যিহুদা, এবং ঈষ্করিয়োতীয় যিহুদী, যে তাহাকে শক্রহস্তে ] সমর্পণ ১৭ করে। পরে তিনি তাহীদের সহিত নামিয়া এক সমান ভূমির উপরে গিয়া দাড়াইলেন ; আর তাহার অনেক শিষ্য এবং সমস্ত যিহfদয়া ও যিরশালেম এবং সোর ও সৗদোনের সমুদ্র উপকূল হইতে বিস্তর লোক উপস্থিত হইল ; তাহারা তাহার বাক্য শুনিবার ও আপন আপন রোগ হইতে সুস্থ হইবার নিমিত্তে ১৮ তাহার নিকটে আসিয়াছিল , এবং যাহার। অশুচি আত্মা দ্বারা উৎপীড়িত হইতেছিল, তাহারা সুস্থ হইল। ১৯ আর, সমস্ত লোক তাহাকে স্পশ করিতে চেষ্টা করিল, কেননা তাহা হইতে শক্তি নির্গত হইয়া সকলকে স্বস্থ করিতেছিল। পরে ২ তিনি আপন শিষ্যগণের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, ধন্ত দীনহীনের, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। ধষ্ঠ তোমরা, যাহারা এক্ষণে ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হইবে। ধষ্ঠ তোমরা, যাহারা এক্ষণে রোদন কর, কারণ তোমরা হাসিবে । ধন্ত তোমরা, যখন লোকে মনুষ্যপুত্রের নিমিত্ত তোমাদিগকে দ্বেষ করে, আর যখন তোমাদিগকে পৃথক্ করিয়া দেয়, ও নিন্দ করে, এবং তোমাদের ২৩ নাম মন্দ বলিয়া দূর করিয়া দেয়। সেই দিন আনন্দ করিও ও নৃত্য করিও, কেননা দেখ, স্বর্গে তোমাদের পুরষ্কার প্রচুর ; কেননা তাহদের পিতৃপুরুষেরা ভাব২৪ বাদিগণের প্রতি তাহাই করিত । কিন্তু ধিক্ তোমাদিগকে, হা ধনবানের, কারণ তোমরা আপনাদের সাস্তুন পাঠয়াছ। ধিক্ তোমাদিগকে, যাহার এক্ষণে পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হইবে ; ধিক্ তোমাদিগকে, যাহার এক্ষণে হাস্য কর, কারণ তোমরা বিলাপ ও রোদন কfরবে। ধিক্ তোমাদিগকে, যখন সকল লোকে তোমাদের মুখাতি করে, কারণ তাহদের পিতৃপুরুষের ভক্তি ভাববাদীদের প্রতি তাহাই করিত । ২৭ কিন্তু তোমরা যে শুনিতেছ, আমি তোমাদিগকে - বলি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও : R • ミ○ ー&R ー&Q > I মথি ১০ : ২-৪ । মার্ক ৩ - ১৬-১৯। * ( বা ) [ ভ্রাত ] । ২ । মথি ৫-৭ অধ্য । লুক । [ ৬ ; ১৩-৪২ ৷ যাহারা তোমাদিগকে দ্বেষ করে, তাহদের মঙ্গল ২৮ করিও ; যাহার তোমাদিগকে শাপ দেয়, তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিও ; যাহার তোমাদিগকে নিন্দ করে, ২৯ তাহদের নিমিত্ত প্রার্থনা করিও । যে তোমার এক গালে চড় মারে, তাহার দিকে অষ্ঠ গালও পাতিয়া দিও ; এবং যে তোমার চোগা তুলিয়া লয়, তাহাকে ৩০ আঙরাখাটাও লইতে বারণ করিও না । যে কেহ তোমার কাছে যাজ্ঞা করে, তাহাকে দিও ; এবং যে তোমার দ্রব্য তুলিয় লয়, তাহার কাছে তাহা আর চাহিও না । ৩১ আর তোমরা যেরূপ ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহদের প্রতি সেইরূপ করিও । ৩২ আর যাহারা তোমাদিগকে প্রেম করে, তাহাদিগকেই প্রেম করিলে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার ? কেননা পাপীরাও, যাহারা তাহাদিগকে প্রেম করে, ৩৩ তাহাদিগকে প্রেম করে । আর যাহারা তোমাদের উপকার করে, যদি তাহদেরই উপকার কর, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার ? পাপীরাও ৩৪ তাহাই করে। আর যাহাদের কাছে পাইবার আশা থাকে, যদি তাহাদিগকেই ধার দেও, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার পাপীরাও পাপীদিগকে ধার দেয়, যেন সেই পরিমাণে পুনরায় ৩৫ পায় । কিন্তু তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, তাহদের ভাল করিও, এবং কখনও নিরাশ না হইয়া ধার দিও, তাহা করিলে তোমাদের মহাপুরস্কার হইবে, এবং তোমরা পরাৎপরের সন্তান হইবে, কেননা তিনি অকৃতজ্ঞদের ও দুষ্টদের প্রতিও ৩৬ কৃপাবান। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও ৩৭ তেমনি দয়ালু হও । আর তোমরা বিচার কারও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, ৩৮ তাহাতে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে । দেও, তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে ; লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাকরিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে ; কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ কর, সেই পরিমাণে তোমাদেরও নিমিত্তে পরিমাণ করা যাইবে । আর তিনি তাহাদিগকে একটা দৃষ্টান্তও কহিলেন, অন্ধ কি অন্ধকে পথ দেখাইতে পারে । উভয়েই কি ৪০ গৰ্ত্তে পড়িবে না ? শিষ্য গুরু হইতে বড় নয়, কিন্তু যে কেহ পরিপক্ক হয়, সে আপন গুরুর তুলা হইবে। ৪১ আর তোমার ভ্রাতার চক্ষে যে কুট আছে, তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাট আছে, তাহা কেন ভাবিয়া দেখিতেছ না ? ৪২ তোমার চক্ষে যে কড়িকাট আছে, তাহ যখন দেখিতেছ না, তখন তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিতে পার, ভাই, এস, আমি তোমার চক্ষু হইতে কুটাগাছটা বাহির করিয়া দিই? তোমার নিজের চক্ষে যে কড়িকাট আছে, তাহা ত তুমি দেখিতেছ না । vరిపె 62