পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ ; 8७-१ ; २> । ] হে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাট বাহির করিয়া ফেল, তার পর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে, তাহ বাহির করিবার নিমিত্ত স্পষ্ট ৪৩ দেখিতে পাইবে । কারণ এমন ভাল গাছ নাই, যাহাতে মন্দ ফল ধরে, এবং এমন মন্দ গাছও নাই, যাহাতে ভাল ৪৪ ফল ধরে। স্ব স্ব ফল দ্বারাই প্রত্যেক গাছ চেনা যায় ; লোকে ত কাঁটাবন হইতে ডুমুর সংগ্রহ করে না, এবং শাকুলের ঝোপ হইতে দ্রাক্ষফল সংগ্রহ করে ৪৫ না । ভাল মানুষ আপন হৃদয়ের ভাল ভাণ্ডার হইতে ভালই বাহির করে ; এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে ; যেহেতুক হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে । আর তোমরা কেন আমাকে হে প্রভু, হে প্রভু, বলিয়৷ ডাক, অথচ আমি যাহা যাহা বলি, তাহ কর না ? ৪৭ যে কেহ আমার নিকটে আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে, সে কাহার তুলা, তাহ। আমি তোমা৪৮ দিগকে জানাইতেছি। সে এমন এক ব্যক্তির তুল্য, যে গৃহ নিৰ্ম্মাণ করিতে গিয়া খনন করিল, খুঁড়িয়া গভীর করিল, ও পাষাণের উপরে ভিত্তিমূল স্থাপন করিল ; পরে বস্ত আসিলে সেই গৃহে জলস্রোত বেগে বহিল, কিন্তু তাহ হেলাইতে পারিল না, কারণ ৪৯ তাহ উত্তমরূপে নিৰ্ম্মিত হইয়াছিল। কিন্তু যে শুনিয়া পালন না করে, সে এমন এক ব্যক্তির তুল্য, যে মৃত্তিকার উপরে, বিনা ভিত্তিমূলে, গৃহ নিৰ্ম্মাণ করিল ; পরে জলস্রোত বেগে বহিয়া সেই গৃহে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল, এবং সেই গৃহের ভঙ্গ ঘোরতর হইল । যীশু পীড়িতকে আরোগ্য প্রদান করেন ও মৃতকে জীবন দেন । o লোকদের কর্ণগোচরে আপনার সকল কথা সমাপ্ত করিয়া তিনি কফরনাহ্রমে প্রবেশ করিলেন । ২ তখন এক জন শতপতির একটী দাস পীড়িত হইয়। মৃতপ্রায় হইয়াছিল, সে তাহার প্রিয়পাত্র ছিল। ৩ তিনি যীশুর সংবাদ শুনিয়া যিহুদীদের কএক জন প্রাচীনকে দিয়া তাহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন, যেন তিনি আসিয়া তাহার দাসকে ৪ বীচান। তাহারা যীশুর কাছে আসিয়া আগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যে তাহার ৫ জষ্ঠ এই কার্য্য করেন, তিনি তাহার যোগ্য ; কেননা তিনি আমাদের জাতিকে প্রেম করেন, আর আমাদের সমাজ-গৃহ তিনি আপনি নিৰ্ম্মাণ করিয়া দিয়াছেন। ৬ যীশু তাহাদের সঙ্গে গমন করিলেন, আর তিনি বাটীর অনতিদূরে থাকিতেই শতপতি কএক জন বন্ধু দ্বারা তাহাকে বলিয়া পাঠাইলেন 8 。 লুক । やり○ এমন যোগ্য নই যে, আপনি আমার ছাদের নীচে ৭ আইসেন ; সেই জনা আমাকেও আপনকার নিকটে আসিবার যোগ্য বুঝিলাম না ; আপনি বাক্যে ৮ বলুন, তাহাতেই আমার দাস স্বস্থ হইবে। কারণ আমিও কর্তৃত্বের অধীনে নিযুক্ত লোক, আবার সেনাগণ আমার অধীন ; আর আমি তাহীদের এক জনকেও যাও বলিলে সে যায়, এবং অন্তকে আইস বলিলে সে আইসে, আর আমার দাসকে এই ৯ কৰ্ম্ম কর’ বলিলে সে তাহ করে। এই সকল কথা শুনিয়া যীশু তাহার বিষয়ে আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যে লোকসমুহ তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল, তিনি তাহদের দিকে ফিরিয়া কহিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইস্রায়েলের মধ্যেও এত বড় ১• বিশ্বাস দেখিতে পাই নাই। পরে যাহাদিগকে পাঠান হইয়াছিল, তাহার গৃহে ফিরিয়া গিয়া সেই দাসকে সুস্থ দেখিতে পাইলেন। কিছু কাল পরে তিনি নায়িন্‌ নামক নগরে যাত্র করিলেন, এবং তাহার শিষ্যেরা ও বিস্তর লোক তাহার ১২ সঙ্গে যাইতেছিল। যখন তিনি নগর-দ্বারের নিকটবৰ্ত্তী হইলেন, দেখ, লোকর একটী মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়। যাইতেছিল ; সে আপন মাতার একমাত্র পুত্র, এবং সেই মাতা বিধবা ; আর নগরের ১৩ অনেক লোক তাহার সঙ্গে ছিল। তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন, এবং তাহাকে ১৪ কহিলেন, কাদিও না। পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন ; আর বাহকের দাড়াইল । তিনি কহি১৫ লেন, হে যুবক, তোমাকে বলিতেছি, উঠ । তাহাতে সেই মরা মানুষটা উঠয় বসিল, এবং কথা কহিতে লাগিল ; পরে তিনি তাহাকে তাহার মাতার হস্তে ১৬ সমর্পণ করিলেন। তখন সকলে ভয়গ্রস্ত হইল, এবং ঈশ্বরের গৌরব করিয়া বলিতে লাগিল, “আমাদের মধ্যে এক জন মহান ভাববাদীর উদয় হইয়াছে, আর ১৭ ‘ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন । পরে সমুদয় যিহদিয়াতে এবং চারিদিকে সমস্ত অঞ্চলে তাহার বিষয়ে এই কথা ব্যাপিয়া গেল । যোহনের প্রশ্ন ও যীশুর উত্তর । ১৮ আর ১ যোহনের শিষ্যগণ তাহাকে এই সকল ১৯ বিষয়ের সংবাদ দিল। তাহাতে যোহন আপনার দুই জন শিষ্যকে ডাকিয় তাহদের দ্বারা প্রভুর নিকটে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, “যাহার আগমন হইবে, সেই ব্যক্তি কি আপনি ? না, আমরা অষ্ঠের অপেক্ষায় ২• থাকিব ? পরে সেই দুই ব্যক্তি তাহার কাছে আসিয়া বলিল, যোহন বাপ্তাইজক আমাদের দ্বারা আপনকার কাছে এই কথা বলিয়া পাঠাইয়াছেন, যাহার আগমন হইবে, সেই ব্যক্তি কি আপনি ? ২১ না, আমরা অষ্ঠের অপেক্ষায় থাকিব ? সেই দণ্ডে 3 y প্রভু, আপনাকে কষ্ট দিবেন না ; কেননা আমি a- ১ । মথি ৮ ; ৫-১৩ । ১ । মথি ১১ ; ২-১৯ । 63