পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯy & জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি ? সে কহিল, বাহিনী ; কেননা অনেক ভূত তাহার মধ্যে প্রবেশ ৩১ করিয়াছিল। পরে তাহারা তাহাকে বিনয় করিতে লাগিল, যেন তিনি তাহাদিগকে রসাতলে চলিয়া ৩২ যাইতে আজ্ঞা না দেন। সেই স্থানে পৰ্ব্বতের উপরে বৃহৎ এক শূকরপাল চরিতেছিল ; তাহাতে ভূতগণ তাহাকে বিনতি করিল, যেন তিনি তাহাদিগকে শুকরদের মধ্যে প্রবেশ করিতে অনুমতি দেন ; তিনি ৩৩ তাহাদিগকে অনুমতি দিলেন। তখন ভূতগণ সেই লোকটী হইতে বাহির হইয়া শূকরদিগের মধ্যে প্রবেশ করিল, তাহাতে সেই পাল বেগে চালু পাড় দিয়া ৩৪ দৌড়িয়া গিয়া হ্রদে পড়িয়া ডুবিয়া মরিল। এই ঘটনা দেখিয়া, যাহার সেগুলিকে চরাইতেছিল, তাহার লুক । [レ; や>ー> ; 8 I ৪৪ নাই, সে পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল ; আর অমনি তাহার রক্তস্রাব বদ্ধ হইল । ৪৫ তখন যীশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল ? সকলে অস্বীকার করিলে পিতর ও র্তাহার সঙ্গীরা বলিলেন, হে নাথ, লোকসমূহ চাপাচাপি করিয়া আপনকার ৪৬ উপরে পড়িতেছে। কিন্তু যীশু কহিলেন, আমাকে কেহ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পাইয়াছি, ৪৭ আম৷ হইতে শক্তি বাহির হইল। স্ত্রীলোকটী যখন দেখিল, সে গুপ্ত নহে, তখন কাপিতে কাপিতে আসিল, এবং তাহার সম্মুখে প্ৰণিপাত করিয়া, কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল, এবং কি প্রকারে তখনই সুস্থ হইয়াছে, তাহা সকল লোকের সাক্ষাতে ৪৮ বর্ণনা করিল। তিনি তাহাকে কহিলেন, বৎসে । তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল ; শাস্তিতে পলায়ন করিল, এবং নগরে ও পল্লীতে পল্লীতে সংবাদ ৩৫ দিল। তখন কি ঘটিয়াছে, দেখিবার জন্ত লোকেরা | বাহির হইল, এবং যীশুর নিকটে আসিয়া দেখিল । যে লোকটা হইতে ভূতগণ বাহির হইয়াছে, সে কাপড় পরিয়া ও স্ববোধ হইয়া যীশুর চরণতলে বসিয়া আছে ; | ৩৬ তাহাতে তাহারা ভয় পাইল। আর যাহারা দেখিয়া- | ছিল, তাহার সেই ভূতগ্রস্ত কিরূপে স্বস্থ হইয়াছিল, | ৩৭ তাহা তাহাদিগকে বলিল। তাহাতে গেরাসেনীদের । প্রদেশের চারিদিকের সমস্ত লোক তাহাকে বিনতি করিল, যেন তিনি তাহদের নিকট হইতে চলিয়া যান ; কেননা তাহারা মহাভয়ে আক্রান্ত হইয়াছিল, । ৩৮ তখন তিনি নৌকার উঠিয়া ফিরিয়া আসিলেন । আর যাহা হইতে ভূতগণ বাহির হইয়াছিল, সেই লোকটা প্রার্থনা করিল, যেন তাহার সঙ্গে থাকিতে পারে ; | ৩৯ কিন্তু তিনি তাহাকে বিদায় করিয়া কহিলেন, তুমি | তোমার গৃহে ফিরিয়া যাও, এবং তোমার নিমিত্ত | ঈশ্বর যে যে মহৎ কার্য্য করিয়াছেন, তাহার বৃত্তান্ত | বল। তাহাতে সে চলিয়। গিয়া, যীশু তাহার জন্ত । যে যে মহৎ কার্য্য করিয়াছেন, তাহ নগরের সর্ববত্র । প্রচার করিতে লাগিল । যীশু একটী রুগ্ন স্ত্রীলোককে সুস্থ করেন ও একটী মৃত বালিকাকে জীবন দেন । যীশু ফিরিয়া আসিলে লোকেরা তাহাকে সাদরে গ্রহণ করিল ; কারণ সকলে তাহার অপেক্ষা ৪১ করিতেছিল। আর দেখ, যায়ীর নামে এক ব্যক্তি আসিলেন ; তিনি সমাজ-গৃহের এক জন অধ্যক্ষ। তিনি যীশুর চরণে পড়িয় তাহার গৃহে আসিতে ৪২ তাহীকে বিনতি করিতে লাগিলেন ; কারণ র্তাহার একটা মাত্র কষ্ঠ ছিল, বয়স কমবেশ বার বৎসর, আর সে মৃতপ্রায় হইয়াছিল। যীশু যখন যাইতেছিলেন, লোকেরা তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে ৪৩ লাগিল। আর, একটী স্ত্রীলোক, যে বার বৎসর অবধি প্রদর রোগগ্ৰস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সৰ্ব্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে ১ । মথি ৯ ; ১৮-২৬ । মাক ৫ , ༣ སྡེ་ ༤ 3 ༄༅ ! 6 চলিয়া যাও । তিনি কথা কহিতেছেন, এমন সময়ে সমাজাধ্যক্ষের বাট হইতে এক জন আসিয়া কহিল, আপনার কস্তার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কষ্ট দিবেন না। ৫০ তাহ শুনিয়া যীশু তাহাকে উত্তর করিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস কর, তাহাতে সে সুস্থ ৫১ হইবে। পরে তিনি সেই বাটীতে উপস্থিত হইলে, পিতর, যাকোব ও যোহন এবং বালিকাটীর পিতা ও মাত৷ ছাড়া আর কাহাকেও প্রবেশ করিতে দিলেন না। ৫২ তখন সকলে তাহার জষ্ঠ কাদিতেছিল, ও বিলাপ করিতেছিল। তিনি কহিলেন, কাদিও না ; সে মরে ৫৩ নাই, ঘুমাইয়া রহিয়াছে। তখন তাহারা তাহাকে উপহাস করিল, কেননা তাহারা জানিত, সে মরিয়া ৫৪ গিয়াছে। কিন্তু তিনি তাহার হাত ধরিয়া ডাকিয়া ৫৫ কহিলেন, বালিকে, উঠ । তাহাতে তাহার আত্মা ফিরিয়া আসিল, ও সে তখনই উঠিল ; আর তিনি ৫৬ তাহাকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন। ইহাতে তাহার পিতামাত চমৎকৃত হইল, কিন্তু তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, এ ঘটনার কথা কাহাকেও বলিও না । 8。 যীশুর আদেশ, শিক্ষা ও কার্য্য । যীশু বণর জন শিষ্যকে প্রচার করিতে পাঠান । S পরে ১ তিনি সেই বার জনকে একত্র ডাকিয়৷ তাহাদিগকে সমস্ত ভূতের উপরে, এবং রোগ ২ ভাল করিবার জন্ত, শক্তি ও কর্তৃত্ব দিলেন ; আর ঈশ্বরের রাজ্য প্রচার করিতে এবং আরোগ্য করিতে ৩ তাহাদিগকে প্রেরণ করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, পথের জষ্ঠ্য কিছুই লইও না, যষ্টিও না, ঝুলিও না, খাদ্যও না, টাকাও না ; দুই ৪ দুইটা আঙরাখাও লইও না। আর তোমরা যে কোন বাটীতে প্রবেশ কর, তথায় থাকিও, এবং তথা হইতে வி- !

نه Tiz6ه | 8 د-د ; ه د rهaf , 5

6