পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ õ ঐ নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে এক জনও আমার ভোজের আগস্বাদ পাইবে না । ২৫ একদা বিস্তর লোক তাহার সঙ্গে যাইতেছিল ; তখন ২৬ তিনি মুখ ফিরাইয় তাহাদিগকে কহিলেন যদি কেহ আমার নিকটে আইসে, আর আপন পিতা, মাত স্ত্রী, সন্তানসন্ততি, ভ্রাতৃগণ, ও ভগিনীগণকে, এমন কি, নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে ২৭ আমার শিষ্য হইতে পারে না । য কেহ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আইসে, ২৮ সে আমার শিষ্য হইতে পারে না । বাস্তবিক দুর্গ নিৰ্ম্ম ণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্ৰে বসিয়া বায় হিসাব করিয়া না দেখিবে সমাপ্ত করবার ২৯ সঙ্গতি তাহার আছে কি না ? কি জানি ভিত্তিমূল বসাইলে পর যদি সে সমাপ্ত করিতে না পারে, তবে যত লোক তাহ দেখিবে, সকলে তাহাকে বিদ্রুপ ৩০ করিতে আরম্ভ করিবে, বলিবে, এ ব্যক্তি নিৰ্ম্মাণ কfরতে আরম্ভ করিয়াছিল, কিন্তু সমাপ্ত করিতে ৩১ পারিল না । অথবা কোন রাজা অদ্য রাজার সহিত যুদ্ধে সমাঘাত করতে যাইবার সময় অগ্রে বসিয়া বিবেচনা করিবেন না, যিনি বিংশতি সহস্র সৈন্য লহয়। আমার বিরুদ্ধে আসিতেছেন, আমি দশ সহস্ৰ ৩২ লক্টয়া কি তাহার সম্মুখবত্তী হইতে পারি? যদি ন পারেন, তবে শক্র দূরে থাকিতে তিনি দূত প্রেরণ করয়। সন্ধির নিয়ম জিজ্ঞাসা করিবেন। ৩৩ ভাল তক্রপ তোমাদের মধ্যে যে কেহ আপনার সৰ্ব্বস্ব ত্যাগ না করে, সে আমার শিষ্য হইতে পারে ৩৪ না । লবণ ত উত্তম ; কিন্তু সেই লবণেরও যদি স্বাদ গিয়া থাকে, তবে তাহ কিসে আস্বাদযুক্ত করা ৩৫ যাইবে ? তাহ না ভুমির, না সারটিবির উপযোগ ; লোকে তাহ বাহিরে ফেলিয়া দেয়। যাহার শুনিতে কাণ থাকে, সে শুনুক । হারাণ মেষ, হারাণ সিকি ও হারাণ পুত্র, এই তিনটা দৃষ্টান্ত । ゞ(W আর করগ্রাহী ও পাপীরা সকলে তাহার বাকা শুনিবার জন্য তাহার নিকটে ত্যাসিতেছিল । ২ তাহাতে ফরীশীব ও অধ্যাপকের বচস করিয়া বfলতে লাগিল, এ ব্যক্তি পাপীদিগকে গ্রহণ করে, ও তাহদের সহিত আহার ব্যবহার করে । ৩ তখন তিন তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন। ৪ তোমাদের মধ্যে কোন ব্যক্তি—যাহার এক শত মেষ আছে, ও সেই সকলের মধ্যে একটা হারাইয়া যায়— নিরানববচট। প্রান্তরে ছাড়িয়া যায় না, আর যে পর্যান্ত সেই হারাণটা না পায়, সে পর্যান্ত তাহার অন্বেষণ ৫ করিতে যায় না ? আর তাহ পাইলে সে আনন্দ পূৰ্ব্বক ৬ বৰ্ণধে তুলিয়। লয়। পরে ঘরে আসিয়া বন্ধু বান্ধব ও প্রতবাসীদিগকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ কর, কারণ আমার যে মেষট হারাইয়া গিয়াছিল, লুক । [ > 8 ; २¢-४ G ; २8 ॥ ৭ তাহ পাইয়াছি। আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রুপ এক জন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে ; যাহাদের মন ফিরান অনাবশ্যক, এমন নিরানব্বই জন ধাৰ্ম্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না । ৮ অথবা কোন স্ত্রীলোক, যাহার দশটা সিকি আছে, সে যদি একটা হারাইয় ফেলে, তবে প্রদীপ জালিয়। ঘর বাটি দিয়া যে পর্যান্ত তাহ ন পায়, ৯ ভাল করিয়া খুঁজিয়া দেখে না ? আর পাইলে পর সে বন্ধু বান্ধব ও প্রতিবাসিনীগণকে ডাকিয় বলে, আমার সঙ্গে আনন্দ কর, কারণ আমি যে সিকিটী ১০ হারাইয়া ফেলিয়াছিলাম, তাহ পাইয়াছি। তদ্রুপ, আমি তোমা দগকে বলিতেছি, এক জন পাপী মন ফিরাহলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। ১১ আর তিনি কহিলেন, এক বাক্তির দুই পুত্র ছিল ; ১২ তাহদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিতঃ সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে, তাহ আমাকে দেও । তাহাতে তিনি তাহদের মধ্যে ১৩ ধন বিভাগ করিয়া দিলেন। অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূরদেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি ১৪ উড়াইয়া দিল । সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে ১৫ পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের এক জন গৃহস্থের আশ্রয় লইল ; আর সে তাহকে শূকর ১৬ চরাইবার জন্ত আপনার মাঠে পাঠাইয়া দিল ; তখন, শুকরে যে শুটা খাইত, তাহ দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহীকে দিত না । ১৭ কিন্তু চেতন পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশী বশী খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ১৮ ক্ষুধায় মরিতেছি । আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতঃ, স্বগের বিরুদ্ধে এবং ১৯ তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি ; আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই ; তোমার এক ২০ জন মজুরের মত আমাকে রাখ। পরে সে উঠিয় আপন পতার নিকটে আসিল । সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন, ও করুণাবিষ্ট হইলেন, আর দাড়িয়া গয় তাহার ২১ গলা ধরিয় তাহাকে চুম্বন করিতে থাকিলেন । তখন পুত্র তাহাকে কহিল, পিতঃ, স্বগের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি ২২ আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদগকে বলিলেন, শীঘ্ৰ করিয়া সব চেয়ে ভাল কাপড়খানি আন, আর ইহাকে পরাইয়া দেও, এবং ইহার হাতে অঙ্গুরী দেও ও পায়ে জুতা দেও ; ২৩ আর হৃষ্টপুষ্ট বাছুরটা আনিয়া মার ; আমরা ভোজন ২৪ করিয়৷ আমোদ প্রমোদ করি . কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাচিল ; হারাইয়া 76