পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& о , 8 о-> » ; 29 | } ৪০ বেশ বলিয়াছেন । বাস্তবিক সেই অবধি র্তাহাকে আর কোন কথা জিজ্ঞাসা করিতে তাঁহাদের সাহস হইল না। যীশুর শক্রর নিরুত্তর হয় । B ১ আর ১ তিনি তাহাদিগকে কহিলেন, লোকে কেমন ৪২ করিয়া খ্ৰীষ্টকে দায়ুদের সন্তান বলে দাযুদ আপনি গীত-পুস্তকে বলেন, “প্ৰভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বস, যাবৎ আমি তোমার শক্রগণকে তোমার পাদপীঠ । \L ද්‍රි ඵ লুক । bペ) না ; কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে, আমিই তিনি ও সময় সন্নিকট ; তোমর: ৯ তাহণদের পশ্চাৎ যাইও না। আর যখন তোমরা যুদ্ধের ও গণ্ডগোলের কথা শুনিলে, ত্ৰাসযুক্ত হইও না, কেনন। প্রথমে এই সকল ঘটিবেই ঘটিবে, কিন্তু তখনই শেষ নয় । ১০ পরে তিনি তাহাদিগকে কহিলেন, জাতির বিপক্ষে ১১ জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে। মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে তুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ না করি ।** ৪৪ অতএব দায়ুদ তাহাকে প্রভু বলেন ; তবে তিনি কি প্রকারে তাহীর সন্তান ? পরে তিনি সকল লোকের কর্ণগোচরে আপন । ৪৬ শিষ্যদিগকে কহিলেন, অধ্যাপকগণ হইতে সাবধান, তাহার। লম্বা লম্ব। কাপড় পরিয়া বেড়াইতে চায়, এবং হাট বাজারে লোকদের মঙ্গলবাদ, সমাজ-গৃহে । প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান স্থান ৪৭ ভাল বাসে ; তাহারা বিধবাদের গৃহ গ্রাস করে, এবং কপট ভাবে লম্বা লম্ব। প্রার্থনা করে ; তাহারা বিচারে আরও অধিক দণ্ড পাইবে । প্রকৃত দণনশীলতার বিষয়ে শিক্ষণ । २ $ পরে তিনি চক্ষু তুলিয়া দেখিলেন, ধনবানেরা আপন আপন দান ভাণ্ডারে রাখিতেছে । ২ আর তিনি দেখলেন, একটা দীনহীন বিধবা সেই ও স্থানে দুইটী সিকি পয়স। রাখিতেছে ; তখন তিনি কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এই ৪ দরিদ্র। বিধবা সকলের অপেক্ষ অধিক রাখিল ; কেননা ইহার। সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিল, কিন্তু এ নিজ অনাটন সত্ত্বেও, ইহার যাহা কিছু ছিল, সমুদয় জীবনোপায় রাগিল । 3 C: حصعي যিরূশালেমের বিনাশ ও অাপন পুনরাগমন বিষয়ক শিক্ষা । ৫ আর ২ যখন কেহ কেহ ধৰ্ম্মধামের বিষয় বলিতে ছিল, উহা কেমন সুন্দর সুন্দর প্রস্তরে ও নিবেদিত ৬ দ্রব্যে মুশোভিত, তিনি কহিলেন, তোমরা এই যে সকল দেখিতেছ, এমন সময় আসিতেছে, যখন ইহার একখানি পাথর অন্ত পাথরের উপরে থাকিবে না, সমস্তহ ভূমিসাৎ হইবে। তাহার। তাহাকে জিজ্ঞাস করিলেন, হে গুরু, তবে এ সকল ঘটন। কখন হইবে ? আর যখন এ সকল সফল হইবার সময় হইবে, তখন তাহার ৮ চিহ্নচ বা কি ? তিনি কহিলেন, দেথিও, ভ্রান্ত হইও ് ১ । মথি ২২ ; ৪১-৪৬ ৷ ২ ৩ ; ১-৭ । মাক ১২ ; ৩৫-৪০ ৷ د ت م د د h5 *

  • تصميم ২ । মথি ২ ৪ অধ্য । মণক ১৩ অধ্য ।

১২ চিহ্ন হইবে ; কিন্তু এই সকল ঘটনার পূৰ্ব্বে লোকের তোমাদের উপরে হস্তক্ষেপ করলে. তোমাদিগকে তাড়ন করিবে, সমাজ-গৃহে ও কারাগারে সমর্পণ করিলে ; আমার নামের নিমিত্ত তোমরা রাজাদের ও ১৩ শাসনকৰ্ত্তাদের সম্মুখে নীত হইলে । সক্ষ্যের জন্য এই ১৪ সকল তোমাদের প্রতি ঘটিবে । অতএব মনে মনে স্থির কারও যে, কি উত্তর দিতে হইবে, তাহার নিমিত্ত ১৫ অগ্ৰে চিন্তা করিব না। কেননা আমি তোমাদিগকে এমন মুগ ও বিজ্ঞান দিব যে, তোমাদের বিপক্ষের কেহ প্রতিরোধ করিতে কি উত্তর দিতে পারবে না ; ১৬ আর তোমরা পিতামাতা, ভ্রাতৃগণ, জ্ঞাতি ও বন্ধুগণ কত্ত্বকও সমাপত হইবে, এবং তোমাদের কাহাকেও ১৭ কাহাকেও তাহার। বধ করাইলে । আর আমার নাম ১৮ প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে । কিন্তু তোমাদের মস্তকের একগাছি কেশও নষ্ট হইবে না । ১৯ তোমরা নিজ নিজ ধৈৰ্য্যে আপন আপন প্রাণ লাভ করিবে । আর যপন তোমরা ঘিরশালেমকে সৈন্যসামন্ত দ্বার। বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে, তাহার ধ্বংস ২১ সন্নিকট। তখন যাহারা যিহুদিয়ার থাকে, তাহার পাহাড় অঞ্চলে পলায়ন করুক, এবং যাহারা নগরের মধ্যে থাকে, তাহার। বাহিরে যাউক ; আর যাহার। পল্লীগ্রামে থাকে, তাহারা নগরে প্রবেশ না করুক । ২২ কেনন। সে প্রতিশোধের সময়, যে সমস্ত কথা লিখিত ২৩ আছে, সেই সমস্ত পূর্ণ হইবার সময় । হয়, সেই সময়ে গৰ্ত্তবতী ও স্তন্তদাত্রী স্ত্রীদিগের সন্তাপ । কেননা দেশে বিষম দুৰ্গতি এবং এই জাতির প্রতি ক্রোধ বৰ্ত্তিবে } ২৪ লোকের গড়গধারে পতিত হইবে, এবং বন্দি হইয়া সকল জাতির মধ্যে নীত হইবে ; আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়৷ পয্যন্ত যিরশালেম জাতিগণের ২৫ পদ-দলিত হইবে । আর স্তধ্যে, চন্দ্রে ও নক্ষত্ৰগণে নানা চিহ্ন প্রকাশ পাইবে, এবং পৃথিবীতে জাতিগণের ক্লেশ হইবে, তাহারা সমুদ্রের ও তবঙ্গের গর্জনে উদ্বিগ্ন ২৬ হইবে। ভয়ে, এবং ভূমণ্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায়, মানুষের প্রাণ উড়িয়া যাইবে ; কেননা আকাশ২৭ মণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে । আর তৎকালে তাহারা মনুষ্যপুত্রকে পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে ২৮ মেঘযোগে আসিতে দেখিবে । কিন্তু এ সকল ঘটন: R • 83