পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br〜 や যাজকদের ও দেশাধীক্ষের সম্মুখে যীশুর বিচার । ৬৩ আর যে লোকেরা যীশুকে ধরিয়াছিল, তাহার। ৬৪ তাহাকে বিদ্রুপ ও প্রহার করিতে লাগিল। আর তাহার চক্ষু ঢাকিয় জিজ্ঞাসা করিল, ভাববাণী বল্ দেখি, কে ৬৫ তোরে মারিল ; আর তাহারা নিন্দ করিয়া তাহার বিরুদ্ধে আরও অনেক কথা কহিতে লাগিল । যখন দিন হইল, তখন লোকদের প্রাচীনবর্গের সমাজ, প্রধান যাজকের ও অধ্যাপকগণ একত্র হইল, এবং আপনাদের সভার মধ্যে তাহীকে আনাইল, আর বলিল, তুমি যদি সেই খ্ৰীষ্ট হও, তবে আমাদিগকে ৬৭ বল। তিনি তাহাদিগকে কহিলেন, যদি তোমাদিগকে ৬৮ বলি, তোমরা বিশ্বাস করিবে না ; আর যদি তোমা৬৯ দিগকে জিজ্ঞাসা করি, কোন উত্তর দিবে না ; কিন্তু এখন অবধি মনুষ্যপুত্র ঈশ্বরের পরাক্রমের দক্ষিণ পাশ্বে ৭• উপবিষ্ট থাকিবেন । তখন সকলে বলিল, তবে তুমি কি ঈশ্বরের পুত্ৰ ? তিনি তাহাদিগকে কহিলেন, ৭১ তোমরাই বলিতেছ যে, আমি সেই । তখন তাহার। বলিল, আর সাক্ষ্যে আমাদের কি প্রয়োজন ? আমরা আপনারাই ত ইহার মুখে শুনিলাম । R○ পরে ১ তাহারা দলু শুদ্ধ সকলে উঠিয় তাহাকে পীলাতের কাছে লইয়া গেল। আর তাহার। তাহার উপরে দোষারোপ করিয়া বলিতে লাগিল, আমরা দেখিতে পাইলাম যে, এ ব্যক্তি আমাদের জাতিকে বিগড়িয়া দেয়, কৈসরকে রাজস্ব দিতে বারণ ৩ করে, আর বলে যে, আমিই খ্ৰীষ্ট রাজা । তখন পীলাত তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহুদীদের রাজা ? তিনি তাহাকে উত্তর করিয়া কহিলেন, তুমিই ৪ বলিলে । তথন পীলাত প্রধান যাজকগণকে ও সমাগত লোকদিগকে কহিলেন, আমি এই ব্যক্তির কোন দোষই পাইতেছি না । কিন্তু তাহারা আরও জোর করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি সমুদয় যিহুদিয়ায় এবং গাল’ল অবধি এই স্থান পৰ্য্যন্ত শিক্ষা দিয়া ৬ প্রজাদিগকে উত্তেজিত করে । ইহা শুনিয়া পীলাত ৭ জিজ্ঞাসা করিলেন, এ ব্যক্তি কি গালীলীয় ? পরে যখন তিনি জানিতে পারলেন, ইনি হেরোদের অধিকারের লোক, তখন তাহাকে হেরোদের নিকটে পঠাইয়া দিলেন, কেননা সেই সময়ে তিনিও বিরূশালেমে ছিলেন। যীশুকে দেখিয়া হেরোদ অতিশয় আনন্দিত হইলেন, কেননা তিনি তাহার বিষয় শুনিয়াছিলেন, এই জন্য অনেক দিন হইতে তাহাকে দেখিতে বাঞ্ছা করিতেছিলেন, এবং তাহার কুত কোন চিহ্ন দেখিবার ৯ আশা করিতে লাগিলেন । তিনি তাহাকে অনেক কথা জিজ্ঞাসা করিলেন, কিন্তু যীশু তাহাকে কোন ১০ উত্তর দিলেন না । আর প্রধান যাজকগণ ও অধ্যাপকের দাড়াইয়া উগ্রভাবে তাহার উপর দোষা ১ । মথি ২৭ অধ্য । মণক ১৫ অধ্য । যেগহন ১৮ ; హిఇరి 1 సె ఇ]| ֆՎ, ty লুক । [ ২২ ; ৬৩– ২ ৩ ; ২৯ । ১ রোপ করিতেছিল। আর হেরোদ ও তাহার সেনারা তাহাকে তুচ্ছ করিলেন, ও বিদ্রুপ করিলেন, এবং জমকাল পোষাক পরাইয়া তাহাকে পালাতের নিকটে ১২ ফিরিয়া পাঠাইলেন । সেই দিন হেরোদ ও পীলাত পরস্পর বন্ধু হইয়া উঠিলেন, কেননা পূবেব তাহদের মধ্যে শক্রভাব ছিল। পরে পীলাত প্রধান যাজকগণ, অধ্যক্ষগণ ও প্রজা লোকদিগকে একত্র ডাকিয় তাহাদিগকে কহিলেন, ১৪ তোমর। এ ব্যক্তিকে আমার নিকটে এই বলিয়৷ আনিয়াছ যে, এ লোককে বিপথে লইয়া যায় ; আর দেখ, আমি তোমাদের সাক্ষাতে বিচার করিলেও, তোমরা ই হার উপরে যে সকল দোষ আরোপ করিতেছ, তাহার মধ্যে এই ব্যক্তির কোন দোষই পাইলাম না ; আর হেরোদও পান নাই, কেনন। তিনি ইহাকে আমাদের নিকটে ফিরিয়া পাঠাইয়াছেন ; আর দেখ, এ ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য কিছুই করে নাই। অতএব আমি ইহাকে শাস্ত দিয়া ছাড়িয়া দিব। (ঐ পৰ্ব্বসময়ে তাহাদের জন্য এক জনকে তাহার ছাড়িয়া দিতেই হইত। ) কিন্তু তাহারা দলগুদ্ধ সকলে চীৎকার করিয়া বলিল, ইহাকে দূর কর, আমাদের জন্য বারাববাকে ছাড়িয় ১৯ দেও । নগরের মধ্যে দাঙ্গ ও নরহত্যা হওয়া প্রযুক্ত ২০ সেই ব্যক্তি কারাবদ্ধ হইয়াছিল। পরে পীলাত যীশুকে মুক্ত করিবার বাসনায় আবার তাহীদের কাছে কথা ২১ বলিলেন । কিন্তু তাহার চেচাইয়া বলতে লাগিল, ২২ ক্রুশে দেও, উহাকে ক্রুশে দেও। পরে তিনি তৃতীয় বার তাহাদিগকে কহিলেন, কেন ? এ কি অপরাধ করিয়াছে ? আমি ইহার প্রাণদণ্ডের যোগ্য কোন দোষই পাই নাই, অতএব ইহাকে শাস্তি দিয়া ছাড়িয়া দিব । ২৩ কিন্তু তাহারা উচ্চ রবে উগ্র ভাবে চাহিতে থাকিল, যেন তাহাকে ক্রুশে দেওয়া হয় ; আর তাহীদের রব ২৪ প্রবল হইল। তখন পীলাত তাহীদের যাঙ্ক। অনুসারে ২৫ করিতে আজ্ঞা দিলেন ; দাঙ্গা ও নরহত্য প্রযুক্ত কারাবদ্ধ যে ব্যক্তিকে তাহার। চাহিল, তিনি তাহাকে মুক্ত করিলেন, কিন্তু যীশুকে তাহাদের ইচ্ছার অধীনে সমপণ করিলেন । যীশুর ক্রুশারোপণ ও মৃত্যু । পরে তাহার। তাহাকে লইয়া যাহতেছে. ইতিমধ্যে শিমোন নামে এক জন কুরাণীয় লোক পল্লীগ্রাম হইতে আসিতেছিল, তাহার। তাহাকে ধরিয়া তাহার স্বন্ধে ক্রুশ রাখিল, যেন সে যীশুর পশ্চাৎ পশ্চাৎ তাহ বহন ২৭ করে। আর অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল ; এবং অনেকগুলি স্ত্রীলোক ছিল, তাহার ২৮ তাহার জন্য হাহাকার ও বিলাপ করিতেছিল। কিন্তু যীশু তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, ওগো ফিরাশালেমের কন্যাগণ, আমার জন্য কাদিও না, বরং আপনাদের এবং আপন আপন সন্তানসন্ততির জন্য ২৯ কাদ। কেননা দেগ, এমন সময় আদিতেছে, যে সময়ে লোকে বলিবে, ধনা সেই স্ত্রীলোকেরা, যাহারা বন্ধা, . 蠍 * 。 3 & ఆ 》br

  • W。

8Ꮾ