পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > ; > *-tt i ! ১ ৭ যীশু আসিয়া শুনিতে পাইলেন, লাসার তখন চার ১৮ দিন কবরে আছেন । বৈথনিয়া যিরশালেমের সন্নিকট, ১ম কমবেশ এক ক্রোশ দূর ; আর যিহুদীদের অনেকে মাথা ও মরিয়মের নিকটে ত্যাসিয়াছিল, যেন তাহীদের ভ্রাতার বিষয়ে তাহাদিগকে সান্তন দিতে পারে। ২০ যখন মার্থী শুনিলেন, যীশু আসিতেছেন, তিনি গিয়৷ তাহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মরিয়ম গৃহে ২১ বসিয়া রহিলেন । মার্থী যীশুকে কহিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত ২২ না । আর এখনও আমি জানি, আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাঞ্জ করিবেন, তাহা ঈশ্বর আপনাকে ২৩ দিবেন। যীশু তাহাকে কহিলেন, তোমার ভাই ২৪ আবার উঠবে। মাথা তাহাকে কহিলেন, আমি ২৫ জানি, শেষ দিনে পুনরুত্থানে সে উঠবে। যীশু তাহাকে কহিলেন, আমিই পুনরুত্থান ও জীবন ; যে আমাতে যোহন । ২৬ বিশ্বাস করে, সে মারলেও জীবিত থাকিবে ; আর যে কেহ জীবিত আছে, এবং আমাতে বিশ্বাস করে, ২৭ সে কখনও মরিবে না ; ইহা কি বিশ্বাস কর । তিনি। কহিলেন, ই, প্রভু, আমি বিশ্বাস করিয়াছি যে, | আপনি সেই খ্ৰীষ্ট ঈশ্বরের পুত্র, জগতে যাহার আগমন । ২৮ হইবে। ইহা বলিয়া তিনি চলিয়া গেলেন, আর আপন ভগিনী মরিয়মকে গোপনে ডাকিয় কহিলেন, ২৯ গুরু উপস্থিত. তোমাকে ডাকিতেছেন । তিনি ইহা ৩০ শুনিয়া শীঘ্ৰ উঠয় তাহার নিকটে গেলেন। যীশু । তখনও গ্রামের মধ্যে প্রবেশ করেন নাই ; যেখানে মাখা তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন, সেই স্থানেই ৩১ ছিলেন। তখন যে যিহূদীর মরিয়মের সঙ্গে গৃহমধ্যে ছিল ও তাহাকে সান্তন করিতেছিল, তাহার। তাহাকে । শীঘ্ৰ উঠয়। বাহিরে যাইতে দেখিয়া, তাহর পশ্চাৎ পশ্চাৎ চলিল, মনে করিল, তিনি কবরের নিকটে ৩২ রোদন করিতে যাইতেছেন। যীশু যেখানে ছিলেন, মরিয়ম যখন সেখানে আসিলেন, তখন তাহাকে দেখিয় তাহার চরণে পড়িয়া বলিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না । ৩৩ যীশু যখন দেখিলেন, তিনি রোদন করিতেছেন, ও তাহার সঙ্গে সঙ্গে যে যিহূদীরা আসিয়াছিল, তাহারাও রোদন করিতেছে, তখন আত্মাতে উত্তেজিত হইয়৷ উঠলেন ও উদ্বিগ্ন হইলেন, আর কহিলেন, তাহাকে ৩৪ কোথায় রাখিয়াছ ? তাহারী কহিলেন, প্রভু, আসিয়৷ ৩৫,৩৬ দেখুন। যীশু কাদিলেন। তাহাতে যিহুদীরা কহিল, ৩৭ দেখ, ইনি তাহাকে কেমন ভাল বাসিতেন। কিন্তু তাহাদের কেহ কেহ বলিল, এই যে ব্যক্তি অন্ধের চক্ষু খুলিয়া দিয়াছেন, ইনি কি উহার মৃত্যুও নিবারণ ৩৮ করিতে পারিতেন না ? তাহাতে যীশু পুনৰ্ব্বার অন্তরে উত্তেজিত হইয়া কবরের নিকটে আসিলেন । সেই কবর একট। গহবর, এবং তাহার উপরে একখান পাথর ৩৯ ছিল। যীশু বলিলেন, তোমরা পাথরখান সরাইয়৷ " ফেল। মৃত ব্যক্তির ভগিনী মার্থ তাহাকে কহিলেন, У o О প্রভু, এখন উহাতে দুৰ্গন্ধ হইয়াছে, কেনন। আজ ৪ ও চারি দিন। যীশু তাহকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে, যদি বিশ্বাস কর, তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে ? তখন তাহারা পাথরখান ৪১ সরাইয় ফেলল। পরে যীশু উপরের দিকে চমু তুলিয়৷ কহিলেন, পিতঃ, তোমার ধন্যবাদ করি যে, তুমি ৪২ আমার কথা শুনিয়াছ । আর আমি জানিতাম তুমি সৰ্ব্বদা আমার কথা শুনিয়া থাক ; কিন্তু এই যে সকল লোক চারি দিকে দাড়াইয়া আছে, ইহাদের নিমিত্তে এই কথা কহিলাম, যেন ইহার বিশ্বাস করে যে, ৪৩ তুমিই আমাকে প্রেরণ করিয়াছ। ইহা বলিয়। তিনি উচ্চরবে ডাকিয়া বলিলেন লাসার, বাহিরে আইস । ৪৪ তাহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসিলেন ; তাহার চরণ ও হস্ত কবর-বস্ত্রে বদ্ধ ছিল, এবং মুখ গামছায় বাধা ছিল। যীশু তাহাদিগকে কহিলেন, ইহাকে খুলিয়৷ দেও, ও যাইতে দও। তখন যিহুদীদের অনেকে, যাহার। মরিয়মের নিকট আসিয়াছিল, এবং যীশু যাহা করিলেন দেখিয়াছিল, ৪৬ তাহারা তাহাতে বিশ্বাস করিল। কিন্তু তাহদের কেহ কেহ ফরাশীদের নিকটে গেল, এবং যীশু যাহ। যাহ। ৪৭ করিয়াছিলেন, তাহাদিগকে বলিল। অতএব প্রধান যাজকগণ ও ফরাশীর সভা করিয়া বলিতে লাগিল, আমরা কি করি ? এ ব্যক্তি ত অনেক চিহ্ন-কাৰ্য্য ৪৮ করিতেছে । আমরা যদি ইহাকে এই রূপ চলিতে দিই, তবে সকলে ইহাতে বিশ্বাস করিবে ; আর রোমীয়ের আসিয়া আমাদের স্থান ও জাতি উভয়ই ৪৯ কাড়িয়া লইবে । কিন্তু তাই দের মধ্যে এক জন, কায়াফ, সেই বৎসরের মহাযাজক, তাহাদিগকে ৫০ কহিলেন, তোমরা কিছুই বুঝ না, আর বিবেচনাও কর ন। যে তোমাদের পক্ষে এটা ভাল, যেন প্রজাগণের জন্তু ৫১ এক ব্যক্তি মরে, আর সমস্ত জাতি বিনষ্ট না হয় । এই কথা যে তিনি আপন হইতে বলিলেন, তাহ নয়, কিন্তু সেই বৎসরের মহাযাজক হওয়াতে তিনি এই ভাববাণী বলিলেন যে, সেই জাতির জন্ত যীশু মরিবেন । ৫২ আর কেবল সেই জাতির জন্য নয়, কিন্তু ঈশ্বরের যে সকল সন্তান ছিন্ন ভিন্ন হইয়াছল, সেই সকলকে ৫৩ যেন একত্র করিয়া এক করেন, এই জন্ত । অতএব সেই দিন অবধি তাহারা তাহাকে বধ কfরবার ৫৪ মন্ত্রণা করিতে লাগিল। তাহাতে যীশু আর প্রকাশ্যরূপে যিহুদীদের মধ্যে যাতায়াত করিলেন না, কিন্তু তথা হইতে প্রান্তরের নিকটবর্তী জনপদে ইফ্ৰfয়ম নামক নগরে গেলেন, আর সেখানে শিষ্যদের সহিত অবস্থিতি করিলেন । যীশু নিস্তারপর্বে যিরশালেমে যান ও উপদেশ দেন । তখন যিহুদীদের নিস্তারপর্ব সন্নিকট ছিল, এবং অনেক লোক আপনাদিগকে শুচি করিবার জন্য ○○ 103