পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> о1 তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি ; তোমরা আমার ; ১০ প্রেমে অবস্থিতি কর । তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন কর, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি, এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি । এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদিগেতে থাকে, এবং তোমাদের আনন্দ । ১২ সম্পূর্ণ হয়। আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম ১৩ কর, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমৰ্পণ করে, ১৪ ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই । আমি | তোমাদিগকে যাহ। কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি | ১৫ পালন কর, তবে তোমরা আমার বন্ধু । আমি তোমাদিগকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন, দাস তাহ জানে না ; কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা । শুনিয়াছি, সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। ১৬ তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ, এমন নয়, । কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি ; আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা | গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে ; | যেন তোমরা আমার নামে পিতার নিকটে যে কিছু যাজ্ঞা করিবে, তাহ। তিনি তোমাদিগকে দেন । জগৎ ও সত্যের আগস্মণ । ১৭ এই সকল তোমাদিগকে আজ্ঞা করিতেছি, যেন ১৮ তোমরা পরস্পর প্রেম কর । জগৎ যদি তোমাদিগকে দ্বেষ করে, তোমরা ত জান, সে তোমাদের ১৯ অগ্রে আমাকে দ্বেষ করিয়াছে । তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভাল বাসিত ; কিন্তু 3 * যোহন ৷ S\, তোমরা ত জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জনা ২০ জগৎ তোমাদিগকে দ্বেষ করে । আমি তোমাদিগকে । যাহ। বলিয়াছি, আমার সেই বাক্য স্মরণে রাখিও, দাস আপন প্রভু হইতে বড় নয় ; লোকে যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকেও তাড়ন করিবে ; তাহারা যদি আমার বাক্য পালন ২১ করিত, তোমাদের বাক্যও পালন করিত । তাহারা আমার নামের জন্য তোমাদের প্রতি এই সমস্ত করিবে, কারণ আমাকে যিনি পঠাইয়াছেন, । ২২ তাহাকে তাহারা জানে না। আমি যদি না আসিতাম, ও তাহদের কাছে কথা না বলিতাম, তবে তাহদের পাপ হইত না ; কিন্তু এখন তাহদের পাপ ঢাকিবার কিন্তু । | > 3 ; ১০ – ১ ৩ ; Y ( হইল, যেন তাহদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়, “ তাহারা অকারণে আমাকে দ্বেষ করিয়াছে ”ঙ্গ । ২৬ যখন সেই সহায় আসিবেন—যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়। দিব, সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়৷ ২৭ আইসেন—তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দিবেন। আর তোমরাও সাক্ষী, কারণ তোমরা প্রথম হইতে আমার সঙ্গে সঙ্গে আছ । এই সকল কথা তোমাদিগকে কহিলাম, যেন তোমরা বিঘ্ন না পাও । লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দিলে ; এমন কি, সময় আসিতেছে, যখন যে কেহ তোমাদিগকে বধ করে, সে মনে করিবে, আমি ঈশ্বরের উদ্দেশে উপাসনা-বলি উৎসর্গ ৩ করিলাম। তাহারা এই সকল করিবে, কারণ তাহারা ৪ ন৷ পিতাকে না আমাকে জানিতে পারিয়াছে। কিন্তু আমি তোমাদিগকে এ সকল কহিলাম, যেন এই সকলের সময় যখন উপস্থিত হইবে, তখন তোমরা স্মরণ করিতে পার যে, আমি তোমাদিগকে এই সকল বলিয়াছি। প্রথম হইতে এই সমস্ত তোমাদিগকে বলি ৫ নাই, কারণ আমি তোমাদের সঙ্গেই ছিলাম। কিন্তু, যিনি আমাকে পাঠাইয়াছেন, তাহার নিকটে এখন যাইতেছি, আর তোমাদের মধ্যে কেহ আমাকে ৬ জিজ্ঞাসা করে না, কোথায় যাইতেছেন ? কিন্তু তোমাদিগকে এই সমস্ত কহিলাম, সেই জনা তোমাদের হৃদয় ৭ দুঃখে পরিপূর্ণ হইয়াছে। তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না ; কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের ৮ নিকটে তাহাকে পাঠাইয় দিব । আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধাৰ্ম্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে, ৯ জগৎকে দোষী করিবেন । পাপের সম্বন্ধে, কেননা ১০ তাহারা আমাতে বিশ্বাস করে না ; ধাৰ্ম্মিকতার সম্বন্ধে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি, ও তোমর। আর আমাকে দেখিতে পাইতেছ না : ১১ বিচারের সম্বন্ধে, কেননা এ জগতের অধিপতি বিচারিত হইয়াছে । তোমাদিগকে বলিবার আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সে সকল সহ করিতে >ミ ১৩ পার না । পরস্তু তিনি, সত্যের আত্মা, যখন আসিবেন, তখন পথ দেখাইয়। তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন ; কারণ তিনি আপন হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহ। যাহা শুনেন, তাহাই বলিবেন, এবং ২৩ উপায় নাই । যে আমাকে দ্বেষ করে, সে আমার | ১৪ আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন । তিনি ২৪ পিতাকেও দ্বেষ করে । যেরূপ কাৰ্য্য আর কেহ কথনও করে নাই, সেইরূপ কাৰ্য্য যদি আমি তাহীদের মধ্যে না করিতাম, তবে তাহদের পাপ হইত না ; কিন্তু এখন তাহার। আমাকে ও আমার পিতাকে, উভয়কেই দেখিয়াছে, এবং দ্বেষ করিয়াছে। কিন্তু এরূপ ১৫ তাহহে লইয়া তোমাদিগকে জানাচবেন। আমাকে মহিমান্বিত করিবেন ; কেননা যাহা আমার, পিতার যাহা যাহা আছে, সকলই আমার ; এই জনা বলিলাম, যাহা আমার, তিনি তাহাই লইয়া থাকেন, ও

  • গীত ৩৫ ; ১৯ । 8

ఆసె ; 108