পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

be o হস্তে স্থত কাটিয়া, তাহদের কাটা নীল, বেগুনে, লাল ২৬ ও সাদা মসীন। স্বত্র আনিল । আর বিজ্ঞান প্রবৃত্তমন। ২৭ শ্ৰীলোকের সকল ছাগলোমের সূতা কাটিল । আর অধ্যক্ষগণ এফেদের ও বুকপাটার জন্য গোমেদকাদি ২৮ খচনার্থক মণি, এবং দীপের, অভিষেকাৰ্থ তৈলর ও সুগন্ধি ধূপের নিমিত্ত গন্ধদ্রব্য ও তৈল আনিলেন । ২৯ ইস্রায়েল-সন্তানগণ ইচ্ছাপূৰ্ব্বক সদাপ্রভুর উদেশে উপহার আনিল,সদা প্ৰভু মোশি দ্বারা যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছিলেন, তাহার কোন প্রকার কৰ্ম্ম করণার্থে যে পুরুষ ও স্ত্রীলোকদিগের হৃদয়ে ইচ্ছ। হইল, তাহার প্রত্যেকে উপহার আনিল । পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, দেখ, সদাপ্রভু যিহুদী বংশীয় হরের পৌত্র উরির পুত্র বৎস৩১ লেলের নাম ধরিয়া ডাকিলেন ; আর তিনি তাহাকে ঈশ্বরের আত্মায় – জ্ঞানে,বুদ্ধিতে, বিদ্যায়, ও সর্বপ্রকার ৩২ শিল্প-কৌশলে—পরিপূর্ণ করিলেন, যাহাতে তিনি কৌশলের কায্য কল্পনা করিতে, স্বর্ণ, রৌপ্য ও পিত্তলের ৩৩ কার্য্য করিতে, খচনাথক মণি কাটিতে, কান্ত খুদিতে ও সৰ্ব্বপ্রকার কৌশলযুক্ত শিল্পকৰ্ম্ম করিতে পারেন । ৩৪ আর এই সকলের শিক্ষা দিতে তাহার ও দান-বংশীয় অহীষামকের পুত্র অহলীয়াবের হৃদয়ে প্রবৃত্তি দিলেন । ৩৫ তিনি খুদিতে ও শিল্পকৰ্ম্ম করিতে এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীন সূত্রে সুচিকৰ্ম্ম করিতে ও তাতির কৰ্ম্ম করিতে, অর্থাৎ যাবতীয় শিল্পকৰ্ম্ম ও চিত্ৰকৰ্ম্ম করিতে তাহদের হৃদয় বিজ্ঞতায় পরিপূর্ণ করিলেন । ON অতএব সদা ভুর সমস্ত আজ্ঞানুসারে পবিত্র স্থানের কার্য্য সকল কিরূপে করিতে হইবে, তাহ জানিতে সদাপ্রভু বৎসলেল ও অহলীয়াব এবং আর যাহাদিগকে বিজ্ঞতা ও বুদ্ধি দিয়াছেন, সেই সকল বিজ্ঞমন লোক কৰ্ম্ম করিবেন। তাম্বু ও তৎসংক্রান্ত পাত্ৰাদি নিৰ্ম্মাণ । ২ পরে মোশি বৎসলেল ও অহলীয়াবকে এবং সদাপ্রভু র্যাহীদের হৃদয়ে বিজ্ঞতা দিয়াছিলেন, সেই অন্ত সকল বিজ্ঞমন লোককে ডাকিলেন, অর্থাৎ সেই কৰ্ম্ম করবার নিমিত্তে উপস্থিত হইতে যাহাদের মনে প্রবৃত্তি ৩ জন্মিল, তাহাদিগকে ডাকিলেন । তাহাতে তাহারা পবিত্র স্থানের কায্যের উপাদান সম্পন্ন করণ থ হস্রায়েল-সন্ত।নগণের আনীত সমস্ত উপহার মোশির নিকট হইতে গ্রহণ করিলেন । আর লোকের তখনও প্রতিপ্রভাতে তাহার নিকটে ইচ্ছাপূর্বক আরও দ্রব্য ৪ আifনতেছিল । তখন পবিত্র স্থানের সমস্ত কর্য্যে ব্যাপৃত বিজ্ঞ লোক সকল আপন আপন কৰ্ম্ম হইতে ৫ আসিয়া মোশিকে কহিলন, সদাপ্রভু যাহা যাহা রচন। করিতে অজ্ঞা করিয়াছিলেন, লোuকরা সেই রচনাকায্যের জন্ত অতিরিক্ত অধিক বস্তু আনিতেছে । ৬ তাহাতে মোশি আজ্ঞা দিয়া শিবিরের সববত্র এই ঘোষণা করিয়া দিলেন যে, পুরুষ কিম্ব স্ত্রীলোক S) ) যাত্রাপুস্তক । [ ७G ; २७- ७७ ; २७ ? পবিত্র স্থানের জন্য আর উপহার প্রস্তুত না করুক । ৭ তাহাতে লোকেরা আনিতে নিবৃত্ত হইল। কেননা সকল কৰ্ম্ম করণার্থে তাহদের যথেষ্ট, এমন কি, প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য প্রস্তুত ছিল । পরে কৰ্ম্মকারী বিজ্ঞমন লোক সকল পাকান সাদ মসীনা সূত্র, নীল, বেগুনে ও লাল স্বত্রনিৰ্ম্মিত দশ যবনিক দ্বারা আবাস প্রস্তত করিলেন . এবং সেই যবনিক সমূহে শিল্পকারের কৃত করূবগণের ৯ আকৃতি ছিল । প্রত্যেক যবনিক আটাইশ হস্ত দীর্ঘ, ও প্রত্যেক যবনিক চারি হস্ত প্রস্থ, সমস্ত যবনিকার ১০ একই পরিমাণ ছিল । পরে তিনি তাহার পাচ যবনিক। একত্র যোগ করিলেন, এবং অন্ত পাচ যবনিকাও ১১ একত্র যোগ করিলেন । আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে নীলবর্ণ ঘুণ্টীঘরা করিলেন, এবং যোড়স্থানের দ্বিতীয় অন্ত্য যবনিকার মুড়াতেও তদ্ধপ ১২ করিলেন। প্রথম যবনিকাতে পঞ্চাশ ঘুণ্টীঘরা করিলেন, এবং যোড়স্থানের দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশ ঘুণ্টীঘরা করিলেন ; সেই দুই যুটীঘরাশ্রেণী ১৩ পরস্পর সম্মুখীন হইল। পরে তিনি স্বর্ণের পঞ্চাশটী ঘুণ্টী গড়িয়া সেই যুটীতে যবনিকা সকল পরস্পর যোড় দিলেন : তাহাতে একই আবাস হইল । পরে তিনি আবাসের উপরে আচ্ছাদনার্থক তাম্বর নিমিত্তে ছাগলোমজাত যবনিকা সকল প্রস্তুত করিলেন : ১৫ একদশ যবনিক প্রস্তুত করিলেন । তাহার প্রত্যেক যবনিক। ত্রিশ হস্ত দীর্ঘ, ও প্রত্যেক যবনিক চারি হস্ত ১৬ প্রস্থ ; একাদশ যবনিকার একই পরিমাণ ছিল। পরে তিনি পাচ যবনিক পৃথক্ যোড় দিলেন, ও ছয় ১৭ যবনিক পৃথক যোড় দিলেন । আর যোড়স্থানের অন্ত্য যবনিকার মুড়াতে পঞ্চাশ ঘুণ্টীঘরা করিলেন, এবং দ্বিতীয় ঘোড়স্থানের অন্ত্য যবনিকার মুড়াতেও ১৮ পঞ্চাশ ঘুণ্টীঘরা করিলেন। আর যোড় দিয়া একই তাম্ব ১৯ করণার্থে পিত্তলের পঞ্চাশ ঘুণ্টী গড়িলেন। পরে রাষ্ট্ৰীকৃত মেষচৰ্ম্মে তাম্বুর এক ছাদ, আবার তাহার উপরে তহশচন্মের এক ছাদ, প্রস্তুত করি লন । ২০ পরে তিনি আবাসের জন্ত শিটাম কাঠের দাড় করান ২১ তক্ত সকল নিৰ্ম্মাণ করিলেন। এক এক তক্ত দীঘে দশ ২২ হস্ত ও প্রত্যেক তত্তল প্রস্থে দেড় হস্ত । প্রত্যেক তক্ততে পরস্পর সংযুক্ত দুই দুই পায় ছিল ; এইরূপে তিনি ২৩ অবাসের সকল তক্ত প্রস্তুত করিলেন । তিনি আবাসের নিমিত্তে তক্ত প্রস্তুত করলেন, দক্ষিণদিকে ২৪ দক্ষিণ পাশ্বের নিমিত্তে বিংশতি তক্ত ; আর সেই বিংশতি তত্তণর নীচে রৌপ্যের চল্লিশ চুঙ্গি গড়িলেন, এক তক্তার নীচে তাহার দুই পায়ার নিমিত্ত দুই চুঙ্গি, এবং অন্ত অন্ত তত্তণর নীচেও তাহাদের দুই দুই পায়ার ২৫ নিমিত্তে দুই দুই চুঙ্গি গড়িলেন । আর আবাসের দ্বিতীয় পার্থের নিমিত্তে উত্তরদিকে বিংশতি তক্তা ২৬ করিলেন, ও সেইগুলির জন্য চল্লিশট রৌপ্যের চুঙ্গি গড়িয়া দিলেন ; এক তক্তার নীচে ছুহ ছুহ ছুঙ্গি, ও Ե՛ S 8 Տ0